Breaking News

চেয়ারম্যানের মেয়ে । পর্ব -০৪

বললে বলেন‌ নাহলে আমি গেলাম (আমি)
নানা বলছি
আচ্ছা বলেন
আমি তোমাকে ভালোবাসি। I love you ❤️(আমার সামনে হাঁটু গেড়ে বসে)
আমার এখন মজা করার মুড নাই (আমি)
সত্যি বলছি তোমাকে যেই দিন দেখেছি তারপর থেকে তোমাকে
আমার খুব ভালো লেগছে। তারপর এই ভালোলাগা থেকে
ধিরে ধিরে তোমাকে ভালোবেসে ফেলেছি। I Love you ❤️ so much Rakib
আমি তো রোদেলার কথা শুনে অবাকের চুরান্ত পর্যায়
কি বলছেন এসব আপনার মাথা ঠিক আছে তো(আমি)
হুম মাথা ঠিক আছে। শুধু তোমাকে ভালোবেসে ফেলেছি (রোদেলা)
ধুর থাকেন আপনি আপনার ভালোবাসা নিয়ে। যতসব আজাইরা প্যাচল। আমি নিচে গেলাম (আমি)
যাও কিন্তু আমাকে তোমার ভালোবাসতেই হবে বলে দিলাম (একটু চিৎকার করে)
হুম দেখা যাবে (বলে নিচে চলে এলাম)
.
এখন শুধু আমার মাথায় একটা কথা ঘুরছে। রোদেলা কি সত্যি আমাকে ভালোবাসে।
এভাবেই প্রয়ই রোদেলা আমার কানের কাছে এসে ভালোবাসার কথা বলে।
সেইদিন দুপুরে আমি আমাদের শ্রমিকদের সাথে মাঠে কাজ করছিলাম।
তখন রোদেলা ও তার বান্ধবীরা কলেজ থেকে বাড়ি ফিরছিলো।
আমাকে কাজ করতে দেখে ওর বান্ধবীদের বলছে
দেখ দেখ আমার জামাই কত আমার জন্য কত কষ্ট করে
(জোরে জোরে বলছে যাতে আমি শুনতে পাড়ি)
এই আমি আপনার কোন কালের জামাই হ্যা (ওদের কাছে গিয়ে বললাম)
কেন সোনা এই কালের (রোদেলা)
ধুর আমি আপনার জামাই হলাম কবে(একটু রেগে)
এখনো হওনাই কিন্তু হবে তো (রোদেলার ওরনা দিয়ে আমার আমার ঘাম মুছিয়ে দিচ্ছিল)
আমি দিলাম অনেক জোরে ধমক। আমার ধমক শুনে। ভেংচি কেটে চলে গেল রোদেলা। আমিও কাজ করতে লাগলাম। এভাবেই রোজ রোজ রোদেলা পাগলামি করতে লাগলো। আমিও এই কদিনে ওর পাগলামি প্রেমে পরে গেলাম।
.
একদিন আমিও আমার ভালোবাসার কথা বলে দিলাম।
রোদেলা সেইদিন খুশি হয়ে জরিয়ে ধরল আমাকে।
এভাবেই আমাদের ভালোবাসা বাসা চলতে লাগলো।
রোজ বিকেলে রোদেলাকে নিয়ে নদীর পারে ধুরতে যাওয়া।
গল্প করা রোদেলা আমাকে খুব ভালো বাসত আমাকে কোনো মেয়ের সাথে সয্য করতে পারেনা।
এমনকি অনিকার সাথে গল্প করলেও আমার দিকে চোখ গরম করে তাকাতো।
সেদিন আমি আনিকার সাথে কথা বলছিলাম তা রোদেলা দেখে ফেলে।
আমার দিকে রাগী চোখে তাকায়। ইসারায় অনিকার সাথে কথা বলতে বারন করে।
.
কিন্তু আমি কিভাবে অনিকা কে বারন করব ওতো আমাকে নিজের ভাই মনে করে।
সেদিন অনিকার সাথে অনেকক্ষন গল্প করলাম। কিন্তু মনে মনে প্রচুর ভয় ছিলো।
রোদেলা আমার বারোটা বাজিয়ে ছাড়বে।
অনিকা গল্প করে যখন যাচ্ছিল তখন
অনিকা এদিকে শোন(রোদেলা)
কি হয়েছে আপু(অনিকা)
তোকে জেনো রাকিবের আসে পাশে না দেখি
কেনো আপু কি হয়েছে
কিছু না তুই ওর সাথে বেশি কথা বলবি না(রেগে রেগে)
বলব
বলবি না (অনেক রেগে)
.
বলব একশ বার বলব(ঠাসসসস বলতে দেরি সাথে সাথে রোদেলাকে একটা থাপ্পর দিল)
অনিকা কাঁদতে কাঁদতে চলে গেলো
আমি অনিকা কে জিজ্ঞেস করলাম কাঁদছে কেনো।
রোদেলা ওকে মেরেছে বলে কাঁদতে কাঁদতে চলে গেলো।
আমি রোদেলা র কাছে গিয়ে জিজ্ঞেস করলাম
অনিকা কে মেরেছ কেনো
ও তোমার সাথে এতো কথা বলে কেনো
সেই জন্য ওকে মারতে হবে।
হ্যা হবে তোমাকে আমি অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারিনা
আরে অনিকাকে তো আমি নিজের বোনের মতো ভালোবাসি।
আর ও আমাকে নিজের ভাই মনে করে
সত্যি তো
হুম সত্যি
তাহলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সরি ?
আমাকে সরি বলে কি হবে অনিকাকে বলো
এভাবেই আমাদের ভালোবাসা চলটে লাগলো। প্রায় তিন মাস হয়ে গেছে।
কিন্তু ইদানিং রোদেলা আমাকে ইগনোর করে। আগের মতো কথা বলেনা।
আজ আমাকে নদীর ধারে দেকেছে কিজেনো জরুরী কথা বলবে।
আমি গেলাম দেখি রোদেলা সেখানে দাঁড়িয়ে আছে। আমি রোদেলা র কাছে গেলাম।
আমাকে দেকেছিলে
হুম তোমাকে একটা কথা বলতে চাই (রোদেলা)
কি বলবে বলো
আমি তোমাকে ভালোবাসি না। তোমার সাথে রিলেশন রাখতে পারবনা……..
.
চলবে….

No comments

info.kroyhouse24@gmail.com