কবিতাঃ সেই পুরনো চিঠি
অনেক বছর পর গীতাঞ্জলির ভিতর
কুড়িয়ে পেলাম একটা চিঠি,
খামটা খুলতেই অবাক হয়ে দেখলাম
তোমার হাতের লেখা গুটি গুটি।
মুহূর্তেই আমি হারিয়ে গেলাম
পুরনো স্মৃতির ভীড়ে,
ঘ্রাণ নিলাম চিঠিটার, সুগন্ধ নেই আর
ভীষণ ব্যথা পেলাম পড়ে।
কতো চিঠি চালাচালি করেছি দুজনে
কতো কথা ও ছন্দ নিতাম ধার,
তুমিও দিতে কতো অলংকারে সাজিয়ে
প্রেমেসিক্ত চিঠি উপহার।
বর্তমানের মতো এতো সহজ ছিলোনা
যোগাযোগের মাধ্যম,
কতো কষ্ট করে চিঠি বিনিময় হতো
ব্যয় হতো মেধা ও শ্রম।
চিঠি দিয়ে প্রত্যুত্তর পেলে
আবেগে ভরে যেতো মন,
অনেক কষ্ট করে যোগাযোগ হতো
মিলিত হতাম দুজন ।
লোক নিন্দা আর পরচর্যা বরং
আগে ছিলো অনেক বেশি,
পান থেকে চুন খসলেই হলো
এখন মনে হলে পায় হাসি।
এতো মধুময় প্রেম দুজনার
এক সময় কোথায় হারিয়ে গেলো,
তোমার অভিভাবকের অতি কঠোরতায়,
সব হলো এলোমেলো।
তোমার হয়ে গেলো আগাম বিয়ে
চলে গেলে স্বামীর ঘর,
শেষ চিঠিটাই পড়ছিলাম আমি
যত্নে রাখবো জীবন ভর।
No comments
info.kroyhouse24@gmail.com