কবিতাঃ তুমি হাসবে বলেই
তুমি হাসবে বলেই রয়ে গেছি এই ধরণীর কোলে।
হোক না সে মিষ্টি হাসি,
আমাকে সেই হাসিতেই দাও হে ফাঁসি,
চাঁদনী সুধা বন্দী হবে তোমার নয়ন বোলে।
তুমি হাসবে বলেই বসে আছি কল্লোলিনীর ধারে।
হোক না সে অট্ট হাসি,
আমাকে সেই হাসিতেই দাও হে ফাঁসি,
ঝর্না নদের সন্ধি হবে তোমার আঁচল পাড়ে।
তুমি হাসবে বলেই গুনছি তারা পুষ্করিনীর জলে।
হোক না সে দুষ্টু হাসি,
আমাকে সেই হাসিতেই দাও হে ফাঁসি,
গভীর সিন্ধু খুঁজবে মানিক তোমার বক্ষ তলে।
তুমি হাসবে বলেই ছুটছি আমি নিত্য কাজের ঢলে।
হোক না সে এমন হাসি,
আমাকে সেই হাসিতেই দাও হে ফাঁসি,
দুখের সাগর মিটবে তোমার সুখের পলে পলে।
তুমি হাসবে বলেই অধীর আমি আসছি স্রোতে ধেয়ে।
হোক না সে করুন হাসি,
আমাকে সেই হাসিতেই দাও হে ফাঁসি,
রুদ্ধ বাঁশী সুর খুজবে তোমায় চেয়ে চেয়ে ।
তুমি হাসবে বলেই চেয়ে আছি ওষ্ঠ বলয় ‘পরে।
হোক না সে মুচকি হাসি,
আমাকে সেই হাসিতেই দাও হে ফাঁসি,
গলবে বরফ ছাইবে বরুণ তোমার প্রেমের ঝড়ে।
No comments
info.kroyhouse24@gmail.com