Breaking News

ঘুমানোর সুন্নাত আমল সমুহ

ওযু করা৷
[বুখারীঃ ৬৩১১, মুসলিমঃ ২৭১০, ৬৭৭৫]
ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা৷
[বুখারীঃ ৩২৮০]
বিছানা ভালোভাবে ঝেড়ে নেয়া৷
[বুখারীঃ ৬৩২০]
আয়াতুল কুরসী পাঠ করা৷
[বুখারীঃ ২৩১১]
সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা৷
[বুখারীঃ ৪০০৮]
সূরা মুলক পাঠ করা৷ [তিরমিজীঃ ২৮৯০]
সূরা কাফিরুন পাঠ করা৷
[আবু দাউদঃ ৫০৫৫, (ইফা) ৪৯৭১]
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে দু’হাত একত্র
করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলানো।
মাথা ও মুখ থেকে আরম্ভ করে দেহের সম্মুখ ভাগের উপর হাত বুলানো এবং তিনবার এরূপ করা।
[বুখারীঃ ৫০১৭]
৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহু আকবার বলা৷
[বুখারীঃ ৬৩১৮, ৩১১৩ (ইফা) ৪৯৭০, ৩৪৪০]
ঘুমানোর দোয়াঃ- রাসূলুল্লাহ (সাঃ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিস্মিকা আমূতু ওয়া আহ্ইয়া৷
[বুখারীঃ ৬৩১৪, (ইফা) ৫৭৬২]
ডান কাতে শোয়া৷ [বুখারীঃ ৬৩১১, মুসলিমঃ ২৭১০, ৬৭৭৫]
পেটের উপর উপুড় হয়ে না শোয়া৷  [তিরমিযীঃ ২৭৬৮]
ঘুমানোর সময় আগুনের বাতি নিভিয়ে দেওয়া৷ [বুখারীঃ ৫৬২৩]
দুঃস্বপ্ন দেখলে বামপাশে তিনবার থুথু ফেলা এবং শাইতান থেকে আল্লাহর নিকট তিনবার আশ্রয় প্রার্থনা করা। আর যে পাশে ঘুমন্ত ছিল তা হতে যেন বিপরীত পাশে ঘুমানো।
[মুসলিমঃ ২২৬২, ৫৭৯৭]
নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া৷
[বুখারীঃ ২৮৮]
ঘুম থেকে জেগে উঠলে “আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর” বলা৷
[বুখারীঃ ৬৩১৪, মুসলিম ২৭১১]
আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক৷

No comments

info.kroyhouse24@gmail.com