গল্পঃ শুধু তুই । পর্ব -০৩
সুমাইয়া কোন কথা না বলে নীরবে সহ্য করেছে। কাউকে বশে আনতে হলে যে তার বশ হতে হয়।
ব্যালকনি তে দাঁড়িয়ে আছে ফারহান। ভাবছে খুব ভুল করে ফেলল ও। কয়েক দিন পর তো ছেড়ে দিবে তাহলে। এত রিয়াক্ট কেন করল ।
সুমাইয়া : এবার পেয়েছি চান্দু, তোমাকে বশ করার উপায়। আগে আগে দেখো হতা হ্যাঁ কিয়া।
সুমাইয়া উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর চা বানিয়ে নিয়ে এল। ফারহান কে চা দেওয়ার সাথে সাথেই বলল
ফারহান : তোর কি লজ্জা বলতে কিছু নেই। একটু আগে বেধরক পেটালাম আবার এসেছিস।
সুমাইয়া : চুপ বেশি কথা বলবেন না। বয়সে বড় সেটা ভুলে যাব বুঝতে পেরেছেন। কি মনে করেছেন, সামনে পরীক্ষা নেহায়েৎ ছেড়ে দিলাম।
ফারহান : সুমাইয়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কিন্তু,
সুমাইয়া : কি করবেন শুনি, তার আগে চা শেষ করুন। আমি চা খাওয়ার সময় বেশি কথা বলা পছন্দ করি না।
সুমাইয়া চা পান শেষে ঘরে চলে গেল। বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। ফারহান রুমে এসে দেখে, সুমাইয়া জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। প্রচুর পরিমাণে কাঁপছে। ফারহান কিছু না ভেবে সুমাইয়ার শরীরে হাত দিয়ে দেখল সুনাইয়ার শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসেছে।
ফারহান কোন উপায় না পেয়ে। জলপট্টি দিয়ে দিল। তাতে কিছু কমে যায়। পরে সুমাইয়া ফারহান কে জড়িয়ে ধরে। ফারহান কোন উপায় না পেয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।
সকাল বেলা সুমাইয়ার ঘুম ভেঙে দেখে সে ফারহানকে জড়িয়ে রয়েছে। ফারহান জড়িয়ে ধরে রয়েছে সুমাইয়াকে। এমন ভাবে ধরেছে যেন ছাড়লেই হারিয়ে যাবে।
সুমাইয়া নিচে তাকিয়ে দেখে একটা বাটি ও রুমাল ভেজানো। বুঝতে বাকি নেই রাতে জ্বর এসেছিল ।
সুমাইয়া নিচে নেমে গেল। সবার জন্য নাস্তা বানিয়ে উপরে চলে গেল। ফারহান কে ডেকে, সবাইকে ডেকে দিয়ে। নিচে টেবিলে নাস্তা সাজিয়ে পরিবেশন করেছে।
নাস্তা শেষে সুমাইয়া উপরে চলে গেল। ফারহান ভেবে পাচ্ছে না এই মেয়ে কোন ধাতু দিয়ে গড়া।
অফিসের জরুরী কাজে ফারহান অফিসে চলে গেল। সুমাইয়া ও কলি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল।
সুমাইয়া : কলি তোর ভাইয়া কখন আসবে তা তো বলে গেল না।
কলি : ভাবীপু এই মুখ গোমড়া কথা আর বলিস না তো।
সুমাইয়া : এই যে ম্যাডাম আমি আছি এখানে। তাই বুঝে শুনে কথা বলবেন।
কলি : ইস আসছে গোমড়া মুখোর বৌ।
দ্বারা তবে তোকে শুধু ধরতে পারি। বলেই কলি কে দৌড়ানো শুরু করলো। কলি চুপচাপ বসে পড়ল । সুমাইয়া হাঁপাতে হাঁপাতে বললো এই একটা কবিতা লাগছে মনে।
কলি: তাহলে বলে ফেলুন মহারানী।
.
তাহলে শোন।
হঠাৎ এসেছিলে চোখের আলোতে…..
হারিয়ে ফেলেছি এক ঝলকে…..
তবুও তুমি ছিলে চোখের কোণে…..
আগলে রেখেছি বড় যতনে…..
ভালোবেসেছি তোমাকে প্রথম…..
চোখের আলোতে এসেছ যখন…..
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে…..
ভালবাসা তো হয়না মনের বিপরীতে…..।
.
এটাই কি প্রণয়ের অনুভূতি…..??
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি…..।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান…..
তাই ভুলে গেছি যা পিছুটান…..
ভালোবেসেছি তোমাকে প্রথম…..
চোখের আলোতে এসেছ যখন…..
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে…..
ভালবাসা তো হয়না মনের বিপরীতে…..।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন…..?
তোমায় ঘিরে যে কত বেদনা…..
এসো না তুমি আঁধার ভুলে আলোতে…..
জড়িয়ে নিবো মায়ার চাদরে…..
.
ভালোবেসেছি তোমাকে প্রথম…..
চোখের আলোতে এসেছ যখন…..
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে…..।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে!
কলি : কবিতা আবৃত্তি করলে অসাধারণ কবির নাম কি।
সুমাইয়া : তো মনে পড়ে না। শুনেছি একবার কুহুল আপির কাছে। তখন থেকেই গাঁথা হয়েছে মনের মানসপটে।
বলতে বলতে উঠে দাড়াতেই অজ্ঞান হয়ে গেল সুমাইয়া।
কলি চিল্লিয়ে পুরো বাড়ি এক করে ফেলল।
.
No comments
info.kroyhouse24@gmail.com