শ্রমিককে বেতন দিন
হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে,
আল্লাহর প্রিয় রাসুল পাক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিন।
★রেফারেন্স/উৎস: সহিহ্ সুনান ইবনে মাজাহ শরীফ, হাদিস: ২৪৪৩, শাইখ আলবানী এটিকে মিশকাত আল মাসাবিহ, হাদিস: ২৯৮৭-এ সহিহ্ গ্রেড করেছেন।
হজরত আমর বিন শারিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, তাঁর পিতা বলেছেন:
আল্লাহর প্রিয় রাসুল পাক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
যার সামর্থ্য আছে সে যদি ঋণ পরিশোধে বিলম্ব করে,
তাহলে তাকে অসম্মান করা ও শাস্তি দেওয়া বৈধ।
হজরত ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বলেন,
অসম্মান করার অর্থ হচ্ছে তার সাথে মোটামুটি কথা বলা হতে পারে
এবং শাস্তির অর্থ হল এর জন্য তাকে কারারুদ্ধ করা হতে পারে।
★রেফারেন্স/উৎস: সহিহ্ সুনানে আবি দাউদ শরীফে আল আলবানীর গ্রেড হাসান, হাদিস: ৩৬২৮,
হাদিসও সুনানে আন নাসাঈ শরীফ, হাদিস: ৪৬৮৯, সহিহ্ সুনানে ইবনে মাজাহ্ শরীফ, হাদিস: ২৪২৭।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
আল্লাহর প্রিয় রাসুল পাক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
ধনী ব্যক্তির ঋণ পরিশোধে বিলম্ব করা অন্যায়।
★রেফারেন্স/উৎস: সহিহ্ আল বুখারী শরীফ, হাদিস: ২৪০০।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
এক ব্যক্তি আল্লাহর প্রিয় নূর নবী করিম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে ঋণ দাবী করে এসে অভদ্র আচরণ করল।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম তাঁর ক্ষতি করতে চেয়েছিলেন,
কিন্তু রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন,
তাকে ছেড়ে দাও, কারণ পাওনাদারের অর্থাৎ অধিকারের মালিক কথা বলার অধিকার রয়েছে।
তখন আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তাকে তার সমবয়সী একটি উট দাও।
লোকেরা বলল, হে আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
তার চেয়ে বড় একটি উট আছে মাত্র।
আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাকে দাও, কেননা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে অন্যের হক সুন্দরভাবে আদায় করে।
★রেফারেন্স/উৎস: সহিহ্ আল বুখারী শরীফ, হাদিস: ২৩০৬।
No comments
info.kroyhouse24@gmail.com