তুই আমার অজানা অনুভূতি । পর্ব -০১
তারপর বলতে থাকে….,
ওমাগো আমার কোমরটা মনে হয় আজকে ভেঙ্গেই গেলো গো। আমার আর বিয়ে হবে না গো। কেউ আমাকে বাবু জানু সোনা বলে ডাকবে না।
হঠাৎ ছায়ার মনে হলো এতক্ষন হয়ে গেল ও পড়লো না কেন ?
তারপর ছায়া আস্তে আস্তে তার চোখ খুললো
চোখ খুলে ও অবাক নয়নে সামনের মানুষটিকে দেখতে লাগল ( কারণ সামনের মানুষটি আর কেউ নয় ছায়ার অনলাইন ফ্রেন্ড তুহিন। কিন্ত তুহিন ছায়াকে চিনতে পারলো না কারণ ছায়া বোরকা পড়ে ছিল। )
আর সামনের মানুষটি ছায়ার একটু আগে বলা কথা গুলো মনে করে হাসতে লাগলো…..
তারপর ছায়া লোকটিকে বললো,
__এভাবে ধরে আছেন কেন জীবনে মেয়ে দেখেন নাই নাকি… ( ছায়া )
তুহিন ছায়ার কথা শুনে হকচকিয়ে যায়। তাড়াতাড়ি ছায়াকে ঠিক ভাবে দাড় করিয়ে দিয়ে কিছু না বলেই ওখান থেকে চলে যায়।
ছায়া তুহিনের যাওয়ার দিকে কিছুক্ষন তাকিয়ে ক্লাসের দিকে হাঁটা দেয়।
হঠাৎ কারো ডাকে ছায়া পিছনে ফিরে তাকায় আর তাদের কাছে যায়।
__ এই যে এই মেয়ে এদিকে আসো তো…(রুহি )
__ জ্বী আমাকে ডাকছেন?….(ছায়া )
__ হ্যাঁ গইয়া ভূত তোমাকেই ডাকছি……(রুহি )
__ জ্বী আপু বলুন….(ছায়া )
__ তুমি কি কলেজে নতুন আসছো নাকি ? (রুহি )
__ জ্বী আপু নতুন এসেছি…. (ছায়া )
__ ওহহ তাহলে শুনে রাখ এখানে শুধু আমাদের হুকুম চলে তাই আমাদের কথার বাইরে যাবে না ওকে। আর আমরা যখন ডাকবো চলে আসবে।….(রুহি )
__ জ্বী আচ্ছা আপু ( ছায়া )
__ এবার ক্লাসে যাও ছুটির পর আমাদের কাছে আসবা… (রুহি )
__ আচ্ছা আপু ( ছায়া )
তারপর ছায়া তার ক্লাসে চলে যায়।
[ আপনাদের তো ছায়া আর তুহিনের পরিচয়টাই দিতে ভুলে গেলাম। চলুন ওদের পরিচয়টা দেওয়া যাক।
ছায়া হলো গ্রামের সাধারণ এক পরিবারের মেয়ে। ওর পুরো নাম সায়রা ইবনান ছায়া। ছায়া খুবই সরল সাদাসিধে প্রকৃতির মেয়ে। সে ঢাকায় এসেছে পড়ালেখা করে বড় কিছু হবার স্বপ্ন নিয়ে। আর তুহিন হলো গল্পের নায়ক তার পুরো নাম শাহরিয়ার শেখ তুহিন। সে ঢাকায় থাকে। ছায়া আর তুহিনের পরিচয় হয় ফেসবুকে এবং তারা খুবই ভালো বন্ধু হয়ে যায়। ]
(আর বলমু না বাকিটা গল্প পড়লে জানতে পারবেন )
ছায়া ক্লাসে যাওয়ার পর ওর অনেক ভালো লাগে। অনেক বন্ধুও পেয়ে যায়। সারাদিন অনেক আনন্দের সাথে ক্লাস শেষ করে ছায়া।
ক্লাসে একটা মেয়ের সাথে তার বেশ ভালোই ফ্রেন্ডসিপ হয়। তার নাম তোহা। মেয়েটা বড্ড ভালো আর খুবই মিষ্টি স্বভাবের ️। তোহা ছায়াকে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখায়। সারাদিন দুইজনে অনেক আড্ডা দেই।
তারপর ছায়া ছুটির পর বাড়ি চলে আসে।
এদিকে রুহি ছায়ার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় ।
তারপর রুহি মনে মনে বলে,
ছায়া তুমি কাজটা ভালো করলে না আমার কথা অমান্য করার সাহস পেলে কই। কাল তোমাকে এর শাস্তি পেতেই হবে .
.
চলবে…
No comments
info.kroyhouse24@gmail.com