রিয়েল ভালোবাসার ছোট্ট্র একটা গল্প
“মা কে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছি আর বলছিলাম, ‘মা স্মৃতির বিয়ে হয়ে যাচ্ছে। আমি এখন কি করবো? বাবা Plz তুমি কিছু করো’। আমার অস্থির ছুটাছুটি দেখা এবং সবাই চুপচাপ কান্না ছাড়া আর কিছু দিতে পারেনি আমাকে। একটা সময় পাগলামি চরম পর্যায়ে যায়। নিজেকে অনেক অসহায় মনে হয়। হঠাৎ ঘুম ভেঙে দেখি চোখ বেয়ে পানি পড়ছে আর তখনও অঝোরে কান্না করে যাচ্ছি।” কোন গল্প কিংবা কপি-পেস্ট এর অংশ না, আমার জীবনের সফল দুঃসপ্ন। মানুষ এর জীবনে অনেক কম সপ্ন সত্যি হয়ে থাকে। যখন বুঝতে পারে দুঃসপ্ন বাস্তব জীবনে হতে চলেছে, সত্যিই চরম ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপ নেয়। তখন মানুষ অসহায় হয়ে পড়ে, কিছুই করার থাকেনা। এখনো অনেক রাত না ঘুমিয়ে কাটিয়ে দি দুঃসপ্ন দেখার ভয়ে। অনেক সময় একেবারে ফযরের নামাজ পড়ে ঘুমায়। সময় অনেক মূল্যবান। জীবন থেকে যে তিন মাস পাগল হয়ে হারিয়েছি তা কখনোই ফিরে পাবোনা। সুন্দর একটা জীবন গড়ার অনেক আশা ছিল। সব মরে গেছে। এখন আর ভবিষ্যৎ নিয়ে ভাবিনা। আমার মা-বাবা আমার কাছে শ্রেষ্ঠ মা- বাবা। যখন যা চেয়েছি তাই পেয়েছি। তাদের শত চেষ্টার পরও আমি ভালবাসায় সফলতা না পেলেও আমার জন্য যা করেছিল তা অনেক কম মা-বাবা রা করবে। আল্লাহ সকল প্রকৃত ভালবাসার সফল পূর্নতা দিক। সকলের মনের আশা পূরণ করুক।
No comments
info.kroyhouse24@gmail.com