Breaking News

আবু হুরায়রা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী পর্ব -০৫

মুজাহিদানা যিন্দেগী :
আল্লাহ তাআলা আৰু ইয়ায়রা রা.কে যেভাবে জ্ঞানের দক্ষতা ও সুতার। গুণে বৈশিষ্টমভিত করেছেন, সেভাবে তাঁর অন্তরকে জিহাদী জযবা ও অনুপ্রেরণার নূরে আলােকিত করেছেন। তিনি সত্যের পথে এক দুর্দান্ত ও জানবাজ মুজাহিদ ছিলেন।
.
রিসালাতের যমানায় সপ্তম হিজরীতে অনুষ্ঠিত গাযওয়ায়ে খাইবার’ অংশগ্রহণ করেন। এছাড়া তিনি গাযওয়ায়ে ওয়াদিউল ক্বোরা, গাযওয়ায়ে যাতুররুকা’, গাযওয়ায়ে ফাতৃহে মক্কা, গাযওয়ায়ে তাবুক এবং বিভিন্ন উপযুদ্ধেও উপস্থিত ছিলেন।
.
আবু বকর সিদ্দীক রা, ‘র খিলাফতকালে যখন মুরতাদ হওয়ার ফিতনা বাড়তে থাকলাে, সেই থমথমে অবস্থায়ও আবু হুরায়রা রা, সেই মুখলিসীন মুমিনীন মহান ব্যক্তিদের অন্তর্ভূক্ত ছিলেন যাঁরা আবু বকর সিদ্দীক রা.-এর খিলাফতের অধীনে সেই ফিতনার মূলােৎপন করেছিলেন। ওমর রা.-এর খিলাফতকাল এলে সে সময়ও শাম অভিমুখের জিহাদ এবং জঙ্গে ইয়ারমূকে অংশগ্রহণ করে ইতিহাসের সােনালীয় পাতায় নাম লেখান। ওমর ফারুক রা.-এর শাহাদাতের পর ওসমান রা.-এর যমানায় ‘বুলঞ্জর’ এবং ‘আর্মেনীয়া জুরজান’ ইত্যাদি জিহাদেও আবু হুরায়রা রা.’র সরব অংশগ্রহণের কথা ইতিহাসের পাতায় জোরালােভাবে লিপিবদ্ধ আছে

No comments

info.kroyhouse24@gmail.com