আবু হুরায়রা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী পর্ব -০৩
রাসূলে আক্*রাম (সাঃ)-এর খেদমতঃ রাসূলে আক্রাম সা.-এর খেদমতের সৌভাগ্যও আবু হুরায়রা রা.-এর
জীবনের একটি আলােকিত ও আলােচিত অধ্যায়। নববী ইলমে সিক্ত হওয়ার পাশাপাশি প্রিয়নবী সা.-এর খেদমত করেও সৌভাগ্য কুড়িয়েছেন তিনি। তার বর্ণনায়-
“যখন রাসূলুল্লাহ সা. ইস্তিঞ্জায় যেতেন, আমি হযরতকে পানি নিয়ে দিতাম। নবী সা, সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। তারপর পানির অন্য একটি পাত্র নিয়ে যেতাম, তিনি তা (সেই দ্বিতীয় পত্রের পানি) দিয়ে অযু করতেন।”
রাসূলে আক্রাম সা,ও তাকে ভীষণ বিশ্বাস করতেন এবং ভালােবাসতেন। যখন কোনাে কিছু বণ্টন করার মনস্থির করতেন অথবা কোনাে কথা লােকদের মাঝে পৌঁছাতে চাইতেন তখন তিনি আবু হুরায়রা রা.-এর মাধ্যমে লােকদের মাঝে পৌছাতেন। এভাবে বিভিন্ন ঘটনাবলীর আলােকে আবু হুরায়রা রা.-এর বিশ্বস্ততা, একাগ্রতা এবং প্রাণােৎসর্গকারী খাদেম হওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণেই যখন নবী সা, হাজর
এর পৌত্তলিকদের কাছে ইসলামের দাওয়াত দেয়ার জন্য আলা ইবনুল হারামী রা.-কে পত্র দিয়ে পাঠাতে চাইলেন, তাে তার সঙ্গে আবু হুরায়রা রা.কেও পাঠালেন।
No comments
info.kroyhouse24@gmail.com