Breaking News

আবু হুরায়রা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী পর্ব -০৮

অধিক হাদীস বর্ণনার কারণ :
আবু হুরায়রা রা.-এর অধিক পরিমানে হাদীস বর্ণনার কারণ ও রহস্য
উঘাটন করেছেন বিশেষজ্ঞরা। আবু হুরায়রা রা. রাসূলুল্লাহ সা.-এর
দরসগাহে এমন নিয়মিত ছাত্র ছিলেন যে, তিনি কেবলমাত্র রাসূলে।
আৰ্দাস সা.-এর মুখ নিসৃত হাদীস মুবারক শ্রবণ করার উদ্দেশ্যেই
নিজের সবকিছু বিসর্জন দিতে কুণ্ঠাবােধ করতে পারেননি। ধন-সম্পদ,
ব্যবসা-বাণিজ্য, সন্তান-সন্ততির ঝজ্বাট থেকে মুক্ত হয়ে নিজের স্বত্ত্বাকে
প্রতিটি ক্ষণ পয়গাম্বর সা.-এর খেদমতের জন্য উৎসর্গ করে দিয়েছেন।
যেখানে অন্যান্য সাহাবায়ে কেরাম রা.ম আজমাঈন পারিবারিক ও
দাম্পত্য সম্পর্কে জড়িত থাকার কারণে এবং জীবন যাপনের নানা
উপকরণ গ্রহণ করার কারণে সেই পরিমাণ সময় রাসূলুল্লাহ সা.-এর
সান্নিধ্যে দিতে পারেননি। সাথে সাথে রাসূলুল্লাহ সা.-এর বিশেষ দু’আও
আবু হুরায়রা রা.-এর মাথায় ছায়ার মতাে কাজ করেছে।
(তিরমিযী, মুনাকিবে আবু হুরায়রা রা. : খন্ড- ২, পৃষ্ঠা- ২৪৭।
আলবিদায়া ওয়ানিহায়াহ্ : খন্ড- ৮, পৃষ্ঠা- ১০৯)

No comments

info.kroyhouse24@gmail.com