যেদিন রাসূলের একমাত্র পুত্র সন্তানটি মারা গেল
যেদিন রাসূলের একমাত্র পুত্র সন্তানটি মারা গেল, সেদিন মক্কার কাফেররা ছিল উল্লাসিত!
তারা বলে বেড়াচ্ছিল –
“মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম) যদি স্রষ্টার প্রকৃত রাসূলই হয়, মুহাম্মাদকে যদি আল্লাহ ভালোবেসেই থাকেন, তাহলে তাকে নির্বংশ কেন রাখবেন? কেন তার পুত্র সন্তান বাঁচে না? মুহাম্মাদ মারা গেলে তো তার বংশও সমাপ্ত। সাথে সাথে তার নাম উজ্জ্বল করার মত আর কেউ থাকবে না। আর দেখো আমাদের প্রত্যেকের কত যোদ্ধাবাজ পুত্রসন্তান….”
তখন আল্লাহ তা’আলা এ আয়াত নাযিল করেনঃ
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
“হে নবী! তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই হবে নির্বংশ ও নির্মূল।”
[সূরা কাউছারঃ ৩]
আজ ১৪ শত বছর গত হয়েছে। পৃথিবীর প্রতিটা অলিগলিতে, প্রতিটা মানুষের হৃদয়ের গহীনে রাসূলের নাম। রাসূলের ভালবাসা। রাসূলকে যারা একবার হলেও দেখেছে, তাদের বংশধরও তা নিয়ে গর্ব করে।
কিন্তু সেসব কাফেরদের বংশধররা আজ কোথায়? কোথায় তাদের গৌরব ও নাম উজ্জলকারী পুত্রসন্তানেরা? যদি কেউ থেকেও থাকে, তবু তাদের নামে পরিচয় দিতে চায় না!
আল্লাহ প্রমাণ করে দিলেন, ইতিহাসের পাতায় নাম উজ্জ্বল করার জন্য পুত্র সন্তান লাগে না। নিঃসন্তানকেও তিনি কিয়ামাত পর্যন্ত বংশ গৌরবের চেয়ে উঁচু মর্তবা দিতে পারেন।
[তাফসীরে ইবনে কাছীর]
No comments
info.kroyhouse24@gmail.com