Breaking News

সাইকো লাভার । পর্ব -০৫



রাত পেরিয়ে ভোর হলো। তিথির ঘুম আগে ভেঙ্গে গেছে, সে উঠে একটা সফট ড্রিঙ্কস নিয়ে ব্যালকানিতে বসে একটা মিউজিক শুনতে। আর কি যেন একটা মোবাইলে দেখতে। অনেকটা ফ্রেশ লাগছে ওকে, এসব কিছুর মধ্যে পড়ে মেয়েটা, কেমন যেন হয়ে গিয়েছিল।
!
— আকাশের ঘুম ভেঙে গেছে, তবে মাথাটা কেমন যেন ধরে আছে! কিন্তু ঘুম ভাঙতে কেমন একটা ভয় গ্রাস করল ওকে! নাইট ড্রেস গায়ে আছে তবুও কেমন একটা দুর্বল মনে হচ্ছে নিজেকে “”””
!
–না এত ভেবে লাভ নেই, আজ আমি মুক্তি পাব আজ আমি আমার নন্দিন এর কাছে যাবো। সত্যিই তিথি আজ আমার প্রতি সমস্ত খারাপ ধারণা বদলে সত্যি তিথি মেয়েটা বড্ড ভালো। খুব সরল, না আর শুয়ে থেকে লাভ নেই উঠে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ি! (কিন্তু আকাশ উঠতে গিয়ে বিছানায় যা দেখল ও আঁতকে উঠল)
!
–কাল রাতে ওর নেশা হয়ে গিয়েছিলো তবে কাল রাতে কি হয়েছে? ও তাড়াতাড়ি উঠে বাথরুমে যায় শাওয়ার টা চালিয়ে দেয়।আর মনে করার চেষ্টা করে যাচ্ছে টুকরো-টাকরা মনে পরল তাতে সম্পূর্ণটাতাতেই কোথাও তিথি তো নেই। কাল সে নন্দনিকো কল্পনা করছিলো, খুব মনে পড়ছিল নন্দিনীর কথা। কিন্তু কিছু ভালোভাবে মনে পরলো না। আকাশ রেডি হয়ে নিচে এল তিথি সোফায় বসে আছে।
!
— আকাশ তুমি এসেছো?(তিথি)
!
— হ্যা এবার আমি আসি তাহলে (আকাশ)
!
–তিথি মুখের অভিব্যক্তি পাল্টে যায়, মুহূর্তে আকাশ বুঝতে পেরে বলে।
!
— তুমি তো কাল বললে যে তুমি আমায় ছেড়ে দেবে আমাকে বাড়ি যেতে দেবে দেখো আমি রেডি হয়ে এসেছি! তোমার জীবনে আমার থেকে অনেক ভালো ছেলে আসবে তুমি আমার থেকে ভালো অনেক স্বামী পাবে( আকাশ তিথির মাথা হাত রেখে কথাগুলো বলে)
!
— হ্যাঁ যাবে তো, মনে হচ্ছে আমার….. কিন্তু আগে ব্রেকফাস্ট করো।(তিথি)
!
— না তিথি বাড়ি গিয়ে খাবো (আকাশ)
!
— চলেই যাচ্ছো আজ না হয় (তিথি)
!
–ওকে দাও খাবার (আকাশ)
!
–এর পর তিথি আর আকাশ ব্রেকফাস্ট করে। দুইজন চুপচাপ হয়ে আছে, চারিদিকে একটা অসহ্য কর নিস্তব্ধতা বিরাজ করেছে। যেমন ঝড় আসার আগে সমস্ত পৃথিবী নিঝুম হয়ে যায় ঠিক তেমন। নীরবতা ভেঙে তিথি বলে।
!
— আকাশ আর দুটো দিন থেকে গেলে হয়না (তিথি)
!
— না তিথি আর হয়না (আকাশ)
!
–প্লিজ আকাশ (তিথি)
!
–তিথি তোমার আবার কি হলো। (আকাশ)
!
–আকাশ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না! আমাকে ক্ষমা করো আর তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে( তিথি)
!
— কাল রাতে মনে? কি হয়েছিল কাল রাতে? (আকাশ)
!
— তিথি সম্পূর্ণ নিশ্চিত কোনো কথা বের হচ্ছে না ওর মূখ থেকে। চোখের কোনা ভিজে উঠেছে ওর মুখটা সম্পূর্ণ থমথমে।
!
— সত্যি তোমার কিছুই মনে নেই (তিথি)
!
— না তিথি আমার কিচ্ছু মনে পড়ছেনা।(আকাশ)
!
— আকাশ এতদিন তুমি আমার মনের মধ্যে থাকতে, আর এখন আমার সমস্ত শরীরে ও তোমার ছোঁয়া রয়েছে। তুমি আমাকে সম্পূর্ণভাবে কাল নিজের করে নিয়েছো। আমার দেহের প্রত্যেকটা অংশ তোমার ঠোঁটের ছোঁয়া তোমার হাতের ছোঁয়া (তিথি)
!
তিথি কি সব বলছো তুমি কাল রাতে কি হছে আমাদের মধ্যে?
আমি নেশার ঘোরে ছিলাম আমি কি করেছি তোমার সাথে,,,,( আকাশ)
!
আমি তোমাকে কাল রাতে আমার সবকিছু দিয়ে দিয়েছি,
আর তুমিও গ্রহণ করেছ আমাকে।
তুমি তোমার নন্দিনীর সঙ্গে যে ভাবে মিশে যাও কাল রাতে ঠিক আমার সাথে সেভাবেই মিশে গেছো তুমি।(তিথি)
!
এটা হতে পারে না, আমি কাল রাতে তোমার সাথে কিছু করেও
থাকে তাহলে সে কল্পনায় কোথাও তুমি ছিলে না সেখানে।
!
— আকাশ…… (একটা দীর্ঘশ্বাস ফেলে তিথি)
!
— তিথি কাঁটাচামচ টেবিলে ঠুকতে থাকে। চোখ থেকে অঝোরে জল গড়িয়ে পড়ছে। আকাশ জানে আবার একটা খারাপ কিছু ঘটতে চলেছে।
!
— tethi look at me, i say look at me (আকাশ)
!
–তিথি নিঃস্তব্দ, মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না। সে কেঁদে চলেছে।
!
–তুমি চলে যাবে তো আকাশ! চলে যাও কেন আসো আমার কাছে? আমি তো কেউ হই না তোমার, তুমি তোমার নন্দিনীর কাছে যাও। আমি বাঁচি মরি তোমায় দেখতে হবে না। চলে যাও, চলে যাও আকাশ।(তিথি)
!
–তিথি আমার কথা শোনো(আকাশ)
!
–don’t touch me.and get list.”(তিথি)
!
–তিথি….(আকাশ)
!
–i say get lost (তিথি)
!
— আকাশ বেরিয়ে যায়……
চলবে..……

No comments

info.kroyhouse24@gmail.com