স্বপ্নের ক্রাশ । সত্য ঘটনা অবলম্বনে । পর্ব -১২
আরোহিঃ হায় আল্লাহ এ কি বললাম!! (দিলাম এক দৌড় )
আহানঃ ( এ এতো দৌড়ায় কেন?)
এদিকে,
অর্ণব আরোহিকে নিয়ে লেকের ধারে ঘুরতে যায়। অরনি গাড়ি থেকে নামতেই অর্ণব অরনির হাত ধরে হাটতে শুরু করে, এটা দেখে অরনি মুচকি হেসে দেয়,,
অর্ণবঃ দেখো, জায়গাটা ভীষণ সুন্দর। জানো আমার আর আহানের যখন খারাপ লাগে বা মন খারাপ হয়৷ আমরা এখানে আসি
অরনিঃ উনার দিকে তাকালাম। উনি সামনে চেয়ে আছেন। আমিও সামনে তাকালাম। জায়গাটা আসলেই সুন্দর। কোনো আরটিফিশিয়াল ব্যাপার নেই। একদম প্রাকৃতিক একটা লেক। লেকের চারিপাশে সবুজ গাছপালা। আর সব থেকে সুন্দর বিষয় হলো এই নির্মল বাতাসের সাথে পাখির কিচিরমিচির।। এই বাতাসে কোনো পলিউশন নেই। পাখির ডাকে কোনো ইডিট নেই। প্রকৃতিতে শুধুই ভালোবাসা আমি নিজের অজান্তেই লেকের দিকে খালি পায়ে পা বাড়ালাম
অর্ণবঃ হঠাৎ খেয়াল করলাম, অরনি এক পা দু পা করে খালি পায়ে ঘাসের উপর হেটে যাচ্ছে। নরম কোমল ঘাসে ওর পা। মুখে হাসি অরনি সাদা ড্রেস পরেছে যেটা এই কোমল আবহাওয়ায় মিশে যাচ্ছে। বাতাসে চুল গুলো মুখে পড়ছে যেগুলো ও বাধা দিচ্ছে না, এই এলোমেলো চুলেই ওকে অপূর্ব লাগছে। ও আবহাওয়া ফিল করতে ব্যাস্ত আর আমি ওকে দেখতে ব্যাস্ত
অরনিঃ ( একটুপর পেছনে ঘুরে দেখলাম অর্ণব আমার দিকে তাকিয়ে আছে,, তাই হাত নাড়িয়ে জিজ্ঞাসা করলাম) কি???
অর্ণবঃ (মাথা চুলকাতে চুলকাতে) কিছু না এসো বসি
অরনিঃ হুম
অর্ণব অরনি ঘাসের উপর বসলো
অর্ণবঃ অরনি !!!
অরনিঃ হুম ?? (পানির বোতলটা নিয়ে পানি খাচ্ছিলাম)
অর্ণবঃ সেদিন তুমি ইচ্ছা করে আমার গাড়ির সামনে এসেছিলে তাই না?
অরনিঃ (একথা শুনেই পানি আমার নাকে মুখে উঠে গেলো আমি কাশতে লাগলাম)
অর্ণবঃ ( ওর পিঠে বাড়ি দিতে দিতে) ঠিক আছো তো?
অরনিঃ হুম
অর্ণবঃ আচ্ছা থাক। তোমার যখন ইচ্ছা তখন আমাকে বলো, শুধু সত্যিটা বলো
অরনিঃ ( আচ্ছা আমি কি গাঁজা খেয়ে বুদ্ধিটা করেছিলাম )
অপরদিকে,
আরোহি দৌড়ে হল রুমে এলো
আরোহিঃ (হাপাতে হাপাতে ) ওহ বাঁচলাম
– আজকাল তো ওর সাথে ভালোই ক্লোজ হচ্ছো
আরোহিঃ (পেছনে ঘুরে) তু…তুমি??
সায়রঃ (ওর দিকে এগোতে এগোতে) কেন? তোমার অন্য আশিককে আশা করেছিলে বুঝি?
আরোহিঃ এ….এক…একদম বাজে কথা ব…বলবে না
সায়রঃ কেন? গায়ে লাগছে?? ও তোমার কাছে আসলেই কোনো সমস্যা নেই, আর আমি আসলেই দোষ? কেন? ও কি আলাদা করে টাকা দিয়ে পুষিয়ে দিচ্ছে? না কি আরও কিছু দিচ্ছে। আমি কি সেগুলো দিতে পারতাম না? আমারও সেগুলো আছে,, তোমাদের মত মেয়েরা আসলে টাকার জন্য সব করতে পারে
ঠাাাাসসসসসসসসসসসসস
আরোহি সায়রের গালে থাপ্পড় মারলো
আরোহিঃ শাট আপ সায়র, আর একটা বাজে কথা বলবে না। তোমার নোংরা চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো।
নিহাঃ ওকে চুপ করালেই কি সব কিছু চাপা পড়ে যাবে?
আরোহিঃ কি বলতে চাইছো তোমরা?
নিহাঃ শুধু এইটাই বলতে চাইছি যে তুমি আমার আর আহুর মাঝখানে এসেছো। তুমি আসার আগে আমার ওর সাথে সব কিছু ঠিক ছিল… কিন্তু তুমি?? তোমার জন্য আজ আমাদের রিলেশনশিপে ভাঙন ধরেছে। তুমি তো ওকে রিজেক্টও করেছিলে তাই না? তাহলে আবার কেন ওর কাছে যাও? তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? ছিঃ
(বলেই নিহা আর সায়র চলে গেলো)
আরোহিঃ (মনে মনে) ওরা তো ঠিকই বলেছে। আমি তো আহানের। আর এটা তো সত্যি আমার জন্যই অহি আর নিহার সম্পর্কের এই অবস্থা। না….আর না ( আরোহি আর এক মুহূর্ত দেরী না করে বাসায় চলে যায়)
Back to Aornob and Arony
অরনি কোনো উত্তর না দেওয়ায়,,
অর্ণবঃ আচ্ছা চলো এখন তাহলে উঠি
অরনিঃ ( ও উঠতে নিলেই আমি ওর হাত ধরে ওকে বসিয়ে দিলাম)
অর্ণবঃ কি হলো?
অরনিঃ আমার আপনাকে কিছু বলার আছে
অর্ণবঃ বলো
অরনিঃ আসলে আমি জানতাম আপনি RJ অর্ণব। আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আগে আপনাকে চিনতাম না। শুধু আপনার নাম জানতাম। কিন্তু দেখেছিলাম না। কিছু দিন আগেই খোজ নিয়ে জেনেছি। আর সেদিন ইচ্ছা করেই আপনার গাড়ির সামনে আসি। কিন্তু কিভাবে যেন সত্যি আমার পায়ে মোচ লাগে। পরের সব কিছু কোনোটা প্লান করা ছিলো না। পরের ভুল গুলো এমনিতেই হয়ে গেছে। আমি শুধু আপনার গাড়ির সামনে গিয়ে নাটক করতে চেয়েছিলাম
অর্ণবঃ আর এসব করে তোমার লাভ ???
অরনিঃ আসলে আমি আপনার ফ্যান হলেও আমি আমার বোনের জন্য প্লান করেছিলাম
অর্ণবঃ মানে?
অরনিঃ মানে, একদিন আমি আর আমার বড় বোন একসাথে আপনার শো শুনছিলাম। ঐ দিন আহানের গান শোনার পর থেকে আমার বোন আহানকে অনেক ভালোবেসে ফেলেছে। আমি চেয়েছিলাম যদি ওদের সেট করিয়ে দিতে পারি…. আর….
অর্ণবঃ আর??
অরনিঃ আর সাথে আমিও আমার স্বপ্নের ক্রাশকে পেয়ে যেতে পারি আমরা দুজনেই যেন আমাদের ভালোবাসার মানুষগুলোকে পাই তাই প্লান করেছিলাম। কিন্তু সব প্লান মাটি হয়ে গেলো সেদিনের ভুলের জন্য। সেদিনের পর আমি আর আপনার সামনে যেতে চাইনি কিন্তু আমাদের আবার দেখা হয়ে যায়। তারপর এই তো.. আপনি সবটা জানেন,,, এখন যদি আমার ভুলের জন্য আপনি আমাকে কোনো শাস্তি দিতে চান দিন, কিন্তু প্লিজ আমার বোনের জন্য আমাকে হেল্প করুন। ওকে আমি অনেক কাদতে দেখেছি, ওর অনেক দোয়ায় আহান ছিলো। আমি নিজে না পাই কিন্তু ওকে ওর ভালোবাসার মানুষকে পাইয়ে দিতে চাই। আম সরি অর্ণব কিন্তু আমি আগে যা বলেছি এবং এখন যা বলছি সবটা সত্যি
অর্ণবঃ………..
.
to be continued…
No comments
info.kroyhouse24@gmail.com