স্বপ্নের ক্রাশ । সত্য ঘটনা অবলম্বনে । পর্ব -১৪
আহান আরোহির হাত ধরে স্টেজে নিয়ে গেলো। এবার ওদের ড্যান্স শুরু হবে,
আহান আরোহির বাংলা গানে ড্যান্স করার কথা কিন্তু হঠাৎ করে হিন্দি গান শুরু হয়ে গেলো। আরোহি এমনিতেই ভয় পাচ্ছিলো, আবার এখন গান পরিবর্তন হওয়াতে অবাক। কিন্তু আহানের কোনো মাঘা ব্যাথাই নেই। বরং আরোহিকে নিজের দিকে টান দিয়ে নাচতে শুরু করে।
আসলে এটা আহানেরই প্লান ছিলো। বাংলায় অনেক ভালো গান আছে কিন্তু ম্যামটা একটা ঘুমন্ত গান সিলেক্ট করে দিয়েছিলেন। আহান মুখ বুজে প্রাক্টিস করেছে ঠিকই কিন্তু তার প্লান ছিলো নিজের মন মতো গানে নাচার
আহান আরোহি “Tere Bin ” গানে ড্যান্স করছিলো।
Tere bin, tere bin
Tere bin, tere bin
Tera bina marna nahi
Jeena nahi tere bin (x2)
( আহান আরোহিকে ঘুরিয়ে ঘুরিয়ে, এরপর কাছে এনে লিফট করে উপরে উঠালো। এভাবে ড্যান্স করছিলো,, আরোহি আহান একে অপরের মধ্যে এতোটাই হারিয়ে গেছে যে ওরা ভুলেই গেছে ওরা কলেজের প্রোগ্রামে ড্যান্স করছে,, আর সাবই ওদের ড্যান্স এতো পছন্দ করছে যে কোনো টিচারই কোনো প্রতিবাদ করতে পারেনি)
(এরপর গানের সারগাম হচ্ছিলো তখন আরোহি ক্লাসিক্যাল ড্যান্স মিক্স করলো)
Pa Pa Pa Pa Pa Pa Pa Pa
Ga Ma Pa San Ni San Ni San Ni
Ma Ma Ma Ma Ma Ma Ma Ma Ma
Ga Re Pa Ma Ga)
Bawre piya lagge na jiya
Dekho mera man jalta diya
Jalta diya bhujhe na piya
Bhujhe na piya jalta diya
Hmm Mm..
(এই টুকু আরোহি আহানের আশে পাশে ঘুরে ক্লাসিক্যাল ড্যান্স করে নাচলো। ওদের নাচটা কাপল ড্যান্স আর ক্লাসিক্যাল ড্যান্সএর মিক্স। সবাই অনেক পছন্দ করেছে)
Tere bin, tere bin
Tere bin, tere bin
Tera bina marna nahi
Jeena nahi tere bin
tere bin tere bin………
( এখানেই ওদের ড্যান্স শেষ হলো। ওরা এখনও একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে।
ওদের নাচ এতো সুন্দর হয়েছে যে সবাই এতোক্ষন থ হয়ে ওদের ড্যান্স দেখছিলো।
ড্যান্স শেষ হওয়ার কিচ্ছুক্ষন পরও সবাই ওদের দেখতে চুপ করে আছে।
ওদের জোড়ি দেখেই সবাই মনে মনে বলছে ” ওয়াহ! কিয়া জোড়ি হ্যায়”
হঠাৎ সবাই হাত তালি দিলো। এতোক্ষনে ওদের মনে পড়লো ওরা স্টেজে।
আরোহি তো লজ্জায় লাল হয়ে স্টেজ থেকে নেমে গেলো। আরোহি স্টেজ থেকে নেমে
বিল্ডিং- এর দিলে চলে যাচ্ছে আর এখনও শোনা যাচ্ছে মাইকে বলছে,
” আরোহি আর আহানের এতো সুন্দর পারফর্মেন্সের জন্য একটা হাত তালি হয়ে যাক?
অসম্ভব সুন্দর ছিলো এই ড্যান্স। “
আরোহির পা আটকে গেলো। একরাশ বিস্ময় নিয়ে মুখ ফুটে একবার উচ্চারণ করে উঠলো তার অতি প্রিয় নামটা , ” আহান ! ”
আরোহিঃ (মনে মনে) আহান মানে. ও তো অহি.. তাহলে আহান কেন বললো? এ কি আমার আহান??
( পরক্ষনেই আবার ভাবলো) না না আমার আহান কিভাবে হবে? আহান কত বিজি।
আর ও আহান হলে আমাকে ওর নাম বলতো।
ধুর আমি তো আহানের বয়স, দেখতে কেমন কিছুই তো জানি না।
আচ্ছা ওকে গিয়ে একবার জিজ্ঞেস করবো ওকে আহান কেন বললো??
একবার জিজ্ঞেস করতে তো কোনো সমস্যা নেই… একবার জিজ্ঞেস করেই আসি।
(বলে স্টেজের দিকে পা বাড়াতে নিলেই কেউ ওর মুখ চেপে ধরে। আরোহির চোখ মুখ বেধে কোথাও নিয়ে যায়। আরোহি চিৎকারও করতে পারে না )
আহানের পয়েন্ট অফ ভিউ,
আহানঃ (মনে মনে) আরোহি আজকে আমি তোমাকে তোমার জীবনের সব থেকে বড় গিফট দিবো।
আজ আমি তোমাকে তোমার আহানের পরিচয় দিবো।
আমার বিশ্বাস তুমি রাগ করবে না।
আজ নাচের সময় আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি ।
সেজন্যই তো আজকে স্টেজে আমার নামটা বলালাম। আর একটা সারপ্রাইজ দিবো।
তখন নিজেই বুঝে যাবে আমি কে
আরোহির পয়েন্ট অফ ভিউ,
আরোহিঃ আমাকে একটা রুমে লক করে রেখেছে। দেখে তো কলেজেরই একটা ক্লাস রুম মনে হচ্ছে। হ্যা ভালো করে দেখলাম এটা আমাদের কম্পিউটার ল্যাব। কিন্তু কে নিয়ে এলো আমায়?
হঠাৎ কেউ আরোহির সামনে এলো,
আরোহিঃ তুমিইইইইই আমাকে এখানে কেন নিয়ে এসেছো?
সায়রঃ খুব ভালো লাগে না আহানের সাথে থাকতে? (আরোহির হাত ধরে) কি হয় আমার সাথে থাকলে ?
আরোহিঃ আমার হাত ছাড়ো। কোন সাহসে আমার হাত ধরেছো তুমি?
সায়রঃ কোন সাহস? আজ এমন হাল করবো তুই বাধ্য হবি আমার কাছে আসতে।
আরোহিঃ ৷ প্লিজ ছাড়ো আমায় ( সায়র আমার কাছে আসলে নিলেই ওর একটা ফোন আসে তাই আমাকে ছেড়ে কথা বলায় ব্যাস্ত হয়ে যায়)
ফোনে,
সায়রঃ বল
এখনই আসতে হবে??
সায়রঃ উফফ এই আহানটা ওকে আসছি
আরোহিঃ আহান!!
সায়র কল কেটে দিয়ে,
সায়রঃ এইখানে থাকো। খবরদার বাড়াবাড়ি করবা না। বাহিরে আমার লোক আছেই।
( বলেই বের হয়ে গেলাম)
আরোহিঃ ( সায়র বের হয়ে যেতেই আমি রুমের সব জায়গা খুটিয়ে দেখতে লাগলাম,
যদি বের হতে পারি। কিন্তু নাহ কয়েকটা জানালা ছাড়া আর কিছু থাকাদ কথাই না।
আর কম্পিউটার ল্যাব ৬ তলায় করা। এখান থেকে লাফ দিলে শুধু পালাবো না, উপরে চলে যাবো,,
জানালার কাছে যেতেই অনুষ্ঠানের আওয়াজ পেলাম,,
কিন্তু একিইইই আহান গান করছে এটা আহানের গলা আমি শিওর।
জানালা খুলে দাড়াতেই আওয়াজটা আরো স্পষ্ট হলো।
হ্যা আমি ঠিক শুনেছি। এটা আহান গাচ্ছে। আবার আমার সেই প্রিয় গানটা
“গল্পগুলো আমাদের” আমাই কেদেই দিলাম আমি আহানকে দেখতে পেতাম,
কিন্তু এই সায়রের বাচ্চা সায়রের জন্য দেখতে পেলাম না। দুনিয়ায় যত গালি আছে, অভিশাপ আছে সায়রকে দিচ্ছি)
আহানের পয়েন্ট অফ ভিউ,
আহানঃ ( আজ আরোহিকে নিজের পরিচয় দিতে আজ আরোহির প্রিয় গানটাই গাইলাম।
কিন্তু স্টেজেই চারিপাশে তাকিয়ে দেখলাম আরোহি কোথাও নেই। কিন্তু এমন তো হওয়ার কথা না।
ও আমার কন্ঠ শুনলেই ছুটে আসবে আমি জানি। কিন্তু এলো না কেন? ও ঠিক আছে তো?
সায়র তো এখানেই আছে। তাহলে ওর তো সেফ থাকার কথা আমি গান শেষ করে স্টেজ থেকে নামলাম।
সবাই হাত তালি দিচ্ছে কিন্তু আমার মনটা খারাপ। যার জন্য এতো কিছু তাকেই দেখলাম না )
সায়রের পয়েন্ট অফ ভিউ,
সায়রঃ আমি জানতাম আহান আমাকে আর আরোহিকে একসাথে না দেখলে আমাকে সন্দেহ করতো।
তাই এখানে এলাম ।
নিহাঃ কাজ হয়ে গেছে?
সায়রঃ এখনো কিছু করিনি। তবে আজই কাজ হয়ে যাবে
আহানঃ (আরোহিকে খুজতে বাহিরের দিকে যেতেই মিতু ডাকলো) হ্যা বলো
মিতুঃ আরোহিকে দেখেছো?
আরোহিঃ না,, কেন? ও তো নাচ শেষেই তোমাদের কাছে গেলো
নিশাঃ না তো। নাচের পর আর দেখিনি ওকে
আহানঃ হোয়াট? নাচ প্রায় ১ ঘন্টা আগে শেষ হয়েছে। ওকে এতক্ষন দেখনি!!!
নিশাঃ চলো ঐ দিকটাই দেখি।
আহানঃ হুম
সবাই আরোহিকে খুজতে ব্যাস্ত হয়ে পড়ে
.
to be continued….
No comments
info.kroyhouse24@gmail.com