কুরবানিরর পশুর গলায় মালা পড়ানো বিলুপ্তপ্রায় , এটি একটি সুন্নত
কুরবানির পশুর গলায় মালা পরানো ও মালাটি নিজ হাতে বানানো একটি বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নতঃ
আয়েশা (রাঃ) বলেন,
আমি নিজ হাতে আল্লাহর রাসূল (সাঃ) এর কুরবানীর পশুর জন্য কিলাদা (মালা) পাকিয়ে দিয়েছি আর তিনি নিজ হাতে পশুকে কিলাদা (মালা) পরিয়ে দেন। এরপর আমার পিতার সঙ্গে তা পাঠান।
(সহিহ বুখারী, হাদিস নং ১৭০০)
‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (সাঃ) এর কুরবানীর পশুর জন্য মালা পাকিয়ে দিতাম আর তিনি তা বকরীর (ছাগলের) গলায় পরিয়ে দিতেন।
(সহিহ বুখারী, হাদিস নং ১৭০২)
আমাদের যাদের সুজগ আছে, তাঁদের উচিত এই সুন্নত কে ধরে রাখা। কারণ প্রতিটি সুন্নক্তের গুরুত্ব রয়েছে ।
No comments
info.kroyhouse24@gmail.com