Breaking News

গল্পঃ প্রতিঘাত । পর্ব- ০৪


(দেরিতে দেয়ার জন্য আমি সত্যি ই খুব দুঃখিত|একটু অসুস্থ আছি তাই দেরি হচ্ছে)
নূর চোখ খুলেই ওদের দুইজনকে দেখতে পেলো|
মেঘ-তুই ঠিক আছিস?
নূর-হুম…
অভি এতক্ষন নূর কে দেখছিলো | নূরের হাবভাব বোঝার চেষ্টা করছে | এতটা নির্লিপ্ত নূর তো কখনো ছিল না |
নূর -আমি বাসায় যাবো মেঘ|
মেঘ – আর কিছুক্ষন থাকতে হবে | সেলাইন শেষ হলে যেতে পারবি|
নূর একটানে হাত থেকে সেলাইন খুলে ফেললো…
(অভি আর মেঘ এর চোখ বেরিয়ে আসার
উপক্রম | নূর এর ব্লাড ফোবিয়া আছে আর এই সেলাইন,ইনজেকশন জিনিস গুলো ও খুব ভয় পায়)
সেলাইন খোলার জন্য নূর এর হাত থেকে রক্ত বের হচ্ছে |
অভি -পাগল হয়ে গেলে নাকি!কি করছো এই সব | (রেগে)
নূর-সরি স্যার| আমার বাসায় যাওয়ার তারা আছে |বাবা-মা আমার জন্য অপেক্ষা করছে | এমনিতেই ফালতু কাজে অনেক সময় নষ্ট হয়ে গেছে আর আপনার ও অতি মূল্যবান সময় নষ্ট হলো | আপনার আসার কোনো দরকার ছিল না | প্রতিদিন কত মানুষ অসুস্থ হয়| আপনি তো আর সবার সাথে দেখা করেন না ! আমার জন্য এসেছেন সে জন্য ধন্যবাদ |
মেঘ হা হয়ে এতক্ষন নূর এর কথা গিলছিল|এইবার বোধহয় বেচারার বদহজম হলো|
রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে অভি | সেদিকে তাকিয়ে তাচ্ছিল্লের হাসি দিলো নূর |
বেড থেকে নেমে নিজেই যাওয়ার জন্য উদ্দত হলো ..
অভি – এক পা এগুলে পা কেটে রেখে দিবো |
নূর – মাফ করবেন স্যার,আমার কাছে আমার বাবা-মা এর সময়ের মূল্য অনেক বেশি | এমনিতেই কিছু অপ্রয়োজনীয় মানুষের জন্য তাদের অনেক অবাদ্ধ হয়েছি | আর হতে পারছি না | তাছাড়া আজ ছেলে পক্ষের লোক আমাকে দেখতে আসবে | আর দেরি করা পসিবলে না |
মেঘ নিজের হাত নিজে করাচ্ছে | হচ্ছেটা কি!
অভির দিকে ভয়ার্ত চোখে তাকালো | হয়তো কিছুক্ষন পর একটা মার্ডার হার্ট এটাক বলে চালাতে হবে |
অভ্র মেঘকে ইশারায় বাইরে যেতে বললো |
বলতে দেরি,মেঘ আলাদিন এর জীন এর মতো ভেনিস হয়ে গেছে |বাইরে এসে কিছুক্ষন হাপিয়ে নিজে নিজেই বললো
মেঘ -বইন তুই এইটা ভাবিস না যে আমি ভয়
পাইছি | আমি বাস তোর করুন পরিণতি নিজের চোখে দেখতে পারবো না |
এইসব বলে তাদের আর এক বেস্ট ফ্রেন্ড কে কল করলো !!!
মেঘ – দোস্ত আজ নূর কে ছেলেপক্ষ দেখতে আসবে ! তুই তাড়াতাড়ি ক্যাম্পাস এ চলে আয় |আজকে জিরা পানির পার্টি দিমু |
প্রিয়া -এ্যহ||||| নাউযুবিল্লাহ , কি কছ! অভ্র ভাই জানে ?
মেঘ – ফকিন্নি আগে ক্যাম্পাস এ আয় | পরে সব কমু |
নূর এখনো নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে আছে |
অভ্র – কি জানি বলছিলে ?
নূর – ছেলে পক্ষ আস…..
বাকিটা আর বলা হলো না তার আগেই নূর এর ঠোঁট অভ্রর ঠোঁটে |
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com