Breaking News

গল্পঃ প্রতিঘাত । পর্ব- ০২


(কয়েক পর্বে অতীত চলবে…সবাই একটু ধৈর্য ধরে পড়বেন প্লিজ)
বাসায় এসে গাল ফুলিয়ে বসে আছি|
আমার সাথে কেন এমন করে এই লোকটা
ধুর ভাল্লাগেনা|জীবনটা একটা বাশঝার এ পরিণত হইছে
নিচ থেকে আম্মুর পেনপেনানি শুনা যাচ্ছে|ভয় এ বড়সড় একটা ঢোক গিললাম
এইরে আমি আবার কি করলাম|
আম্মু- এইযে মহারানী,সারাদিন এ কি আপনার খাওয়ার কথা একবারো মনে পরে|নাকি এইভাবে শুটকি মাছ এর মতো সারাজীবন থাকতে চান| কখন থেকে ডাকছি কথা কানে যাচ্ছে না|বলি খেতে হবে তো নাকি..
আমি-উফফ আম্মু আমি তো এখনই আসতাম..এই দেখো আমি নিচে যাওয়ার জন্য বের হচ্ছিলাম|
আম্মু সরু চোখে আমার দিকে তাকিয়ে আছে
আমি-চলো চলো খুব খিদে পেয়েছে|
খাবার টেবিল এ আর কোনো কথা হলো না|চুপচাপ খেয়ে রুম এ চলে এলাম|খুব ঘুম পাচ্ছে|আমার আবার একটা খানদানি গুন আছে,যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারি হাহ..
ঘুম ভাঙলো বিকেল এর দিকে|ফ্রেশ হয়ে ছাদ এ গেলাম|কিছুক্ষন হাটাহাটি করার পর রেলিং ধরে দূরের রাস্তায় তাকালাম,আর সাথে সাথে চোখ বের হওয়ার উপক্রম|অভ্র দাঁড়িয়ে,আমার দিকে তাকিয়ে আছে | এর আবার কি হলো
অভ্র-ওই নিচে আয়|অনেক্ষন ধরে দাঁড়িয়ে আছি|কথা আছে|
এইদিকে আমার প্রাণ পাখি পগারপার|চুপচাপ রেলিং এর আড়ালে বসে পড়লাম |
মানে আমি কিছু দেখি নি আর আমি কিছু সুনিও নি ….
হামাগুড়ি দিয়ে সিঁড়ি ঘর পর্যন্ত আসলাম|হাহ এইবার বোঝো,গন্ডার একটা|
বলতে বলতে উঠে দাঁড়াতেই দেখি সামনে অভ্র দাঁড়িয়ে আছে|পারলে চোখ দিয়ে গিলে খাবে নাকি|আমি ভয়ে ভয়ে ওনার দিকে তাকালাম|
আমি-
আমি নিচে ই যাচ্ছিলাম(জোরপূর্বক হাসি দিয়ে)
অভ্র-গন্ডার কে?
আমি-আমি,,আমি ই গন্ডার|দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি তাই আর কি
অভ্র-তাই নাকি (ভ্রু কুঁচকে)
আমি- হুম|
অভ্র-ভালো,খুব ভালো|এইবার চল আমার সাথে|তোর মায়ের সাথে কথা হয়েছে,আমাদের বাড়িতে যাচ্ছি বলেছি|সন্ধ্যার আগে চলে আসবো বলেছি|তাড়াতাড়ি চল|সময় নেই আমার একদম!
এহ,আসছে আমার মহারাজ,সময় নাই,তাহলে আসতে কে বলছে|সিন্দাবাদ এর জীন কোথাকার|আর আমার মা কেমনে রাজি হয়ে গেলো|আজিব|
ভাবাভাবি শেষ হলে আমরা যেতে পারি ভাবনার খালা|
কাঁদো কাঁদো ভাবে তাকাতেই আমার হাত তার হাত এ আবদ্ধ হয়ে গেলো|চোখের পলকে আমি তার গাড়িতে|
এইসব কি হচ্ছে আমার সাথে
সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম|
আমি-আমরা কোথায় যাচ্ছি?
মিনিটের মধ্যে তার মুখ আমার সামনে,ততক্ষনে আমার চোখ ফুটবল এ রূপান্তরিত হয়ে গেছে,
অভ্র-আমার দুনিয়াতে|
চলবে..

No comments

info.kroyhouse24@gmail.com