Breaking News

সত্য ঘটনা অবলম্বনে গল্পঃ খেলাঘর । পর্ব -০৭


জীবন কখন কোন দিকে মোর নিবে তা কেউ বলতে পারবে না…
কাল যার সব ছিল আজ সে রাস্তার ফকির হয়ে যেতে পারে..সব উপরওয়ালার লীলা খেলা..
আজ কাকলির জন্য দুয়ার বেবস্থা করা হয়েছে..চার দিন হয়ে গেলো ওর মৃত্যুর…
একা একা অন্ধকার কবরে পরে আছে..মৃত্যুর সাথে সাথে পৃথিবীর সমস্ত কিছুর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়…
এইযে আমরা ঠিকই নিজেদেরকে সামলে নিয়েছি….
বাড়িতে শোকের মাতম ও কমে গেছে…
সবাই খুব ব্যাস্ত….
অনেক গরিব মানুষদের খাওয়ানো হবে আজ..
যে যার মতো নিজেদের কাজ করে যাচ্ছে…
আমি এক কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি…
বুকের ভিতর ভার হয়ে আজ কাকলি বেঁচে থাকলে এই দিনে ওর ছেলের আকিকা দিয়ে নাম রাখা হতো…
আর আজ ওর আত্মার মাগফিরাতের জন্য দুয়ার আয়োজন করা হয়েছে…
ভাবতেই ভিতর থেকে কান্না গুলো দলা পাকিয়ে আসছে…
কাকলির বাবা মা ও নিজেদেরকে সামলে নিয়েছে অনেকটা…
তবে ভিতরে ভিতরে সবাই গুমরে মরছে এইটা খুব ভালো ভাবে বুঝতে পারছি…
সব কিছু শেষ করে হসপিটালের উদ্দেশে বের হলাম…কাল থেকে আবার স্কুলে যেতে হবে…
বেশি সময় দিতে পারবো না…জানিনা মা ছাড়া বাচ্চাটা কিভাবে বড় হবে…
ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম…আজ বাসায় নিয়ে যেতে পারবো…
মায়ের কোল নছিবে হলোনা…
আজ মায়ের কোলে চরে যাওয়ার কথা ছিল আর যাবে অনাথ হয়ে…
চোখের কোন আবার পানি জমা হলো…
আজকাল চোখ দুটো বড্ডো অবাদ্ধ হয়ে গেছে…
কোনো বাধাই মানতে চাই না…
আবির সব ফর্মালিটি পূরণ করে এসেছে…
সাথে আবিরের মা ও কাকলির মা এসেছে…
আমার কোলে বাচ্চাটা ঘুমিয়ে আছে…
ডাক্তার বার বার বলে দিয়েছে বাচ্চাটাকে কহিব সাবধানে রাখতে হবে…
হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি…
আবির একটু পর পর আমার দিকে তাকাচ্ছে…
আমি খুব ভালো ভাবেই বুঝতে পারছি তার দীর্ঘশাসের কারণ…
হয়তো সে এইখানে শুধু কাকলিকেই আশা করেছিল…
গাড়িতে কেউ কোনো কথা বললো না….
নিস্তব্ধতায় সব বলে দিচ্ছিলো…
কেউ চেয়ে ও খুশি হতে পারছিলো না…
এই অবুঝ প্রানটাকে বাঁচিয়ে রাখাটাও একটা লড়াই হয়ে গেছে…
আমি সব কিছু গুছিয়ে বাবুকে আবিরের মায়ের কোলে দিয়ে বের হলাম বাসার উদ্দেশ্যে..
সামনে এগুতেই চোখ পড়লো আবিরের উপর…
পুকুর পারে বসে আছে…
খুব খারাপ লাগছে আবিরের জন্য…
জানিনা সব কিছু কিভাবে সামলাবে..আমার বিশ্বাস সামলে নিতে পারবে…
পাশ কাটিয়ে চলে যেতেই আবিরের কথা শুনে পা গুলো আপনা আপনি থেমে গেলো..
খেলাঘর শেষ হওয়ার পর বিশ্বাস কন্টিনিউ করবো…
পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ..ভালোবাসা রইলো..
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com