গল্পঃ প্রতিঘাত । লেখিকা - সানজিদা
-ছেড়ে যেতে চাইছো???
-হুম…
-তাহলে ভালোবেসে ছিলে কেন?
-ভলোবাসতে ইচ্ছে হয়েছিল তাই
-তাহলে ছেড়ে কেন যাচ্ছ?
-নিয়তি চাইছে তাই
-আমাকে ছেড়ে ভালো থাকবে তো?
-ভাল রাখার দায়িত্ব অন্য কেউ নিয়ে নিবে..হয়তো সে ভালো রাখবে
চলে এসেছিলাম সেই দিন ৪ বছর এর ভালোবাসা কে ছেড়ে..
বুঝতে পেরেছিলাম আমার জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে|
খুব সহজে সে আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে | একবার ও ভাবলো না তাকে ছাড়া আমি কিভাবে থাকবো|
একবার যদি পিছনে ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেতো,,, কাউকে ভেঙে চুড়ে শেষ করে দিয়ে সে চলে গেছে||যে মেয়েটা সব সময় হাসি তে মাতোয়ারা হয়ে থাকতো তার চোখে আজ কষ্টের সমুদ্র বইছে| চিৎকার করে কান্না করেছে ভালোবাসা হারানোর কষ্টে|যাওয়ার আগে আমার ভুল টা তো বলে যেতো|
আমি সামান্তা বিনতে নূর…আর যার কথা এতক্ষন বললাম,সে আমার ভালোবাসা তাজোয়ান আহমেদ অভ্র| দেখতে মাশাল্লাহ নায়ক এর মতো..গায়ের রং পুরাই ফর্সা,হাইট ৬’১,জিম করা বডি,ঠোঁট চকলেট কালার,হয়তো ছিগারেট খায়,সব চেয়ে সুন্দর হচ্ছে তার চোখ…পুরো নীল..খুব ইউনিক..আর আমি,পুরো শ্যামবালিকা..লম্বা ৫’৪,চুল কোমর পর্যন্ত ,নিজের মধ্যে বলার মতো আর কিছু খুঁজে পেলাম না|বাকিটা পরে জানবেন|
৫ বছর আগে কলেজ এর নবীন বরন এ তার সাথে প্রথম দেখা| তারপর প্রতিদিন সে আমাকে ফলো করতো|নানা বাহানায় কথা বলতে চাইতো|আমি খুব একটা পাত্তা দিতাম না|ভয় হতো খুব.কারণ তারা ছিল আমাদের এলাকার খুব প্রভাবশালী লোক..আর আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে..বাবা প্রাইমারি স্কুল এর শিক্ষক..আর মা গৃহিনী..ছোট এক ভাই ক্লাস এইট এ পরে..আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে..আর তার বাবা আমাদের এলাকার এমপি…তার চাচা চেয়ারম্যান..তার দিকে তাকানো যেন আমার জন্য খুব বড় ভুল|যতটা পারতাম তাকে এড়িয়ে চলতাম..বুঝতে পারতাম সে কিছু বলতে চায়..তবুও কিছু করার ছিল না.কোথায় সে আর কোথায় আমি.
একদিন বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছিলাম আর দুষ্টামি করছিলাম জানি না কোথা থেকে উড়ে এসে আমার হাত এর ফুচকা ফেলে দিলো,জোর করে টেনে নিয়ে গেলো কলেজ এর পিছনের গেট এর দিকে…ঐখানে তার সাঙ্গপাঙ্গরা ও ছিল..সবাই আমাকে দেখে অনেকটা হচকচিয়ে গেয়েছিল..ফেস দেখে মনে হচ্ছিলো তাদের কেউ পচা ডিম খাইয়ে দিয়েছে..আমার অবস্থা ছিল করুন..সবার সামনে আমাকে গাড়ির সাথে চেপে ধরেছিলো..এক হাত দিয়ে গাল চেপে ধরে বলেছিলো,
অভ্র -আর যেন কোনো ছেলের সাথে না দেখি..তুই শুধু আমার|
আমি-প্লিজ ছাড়ুন,আমি ব্যথা পাচ্ছি(কাঁদো কাঁদো ভাবে)
অভ্র -আমার ব্যথা তোর চোখে লাগে না?
আমি-আমি আপনাকে কি করলাম ?(অবাক হয়ে)
অভ্র-তুই আর কি করবি সব আমার দোষ|
এখন সরাসরি বাসায় যাবি| এইদিক সেদিক দখলে পা ভেঙে দিবো|
আমি-হাহ…
চলবে…
No comments
info.kroyhouse24@gmail.com