Breaking News

সত্য ঘটনা অবলম্বনে গল্পঃ খেলাঘর । পর্ব -১০


বিকেলের সিন্গ্ধ আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে..
আকাশে মেঘের ঘনঘটা…
যেন মুখ ভার করে প্রকৃতির সাথে অভিমানের পালা চলছে….
অসম্ভব সুন্দর চারিদিকের আবহাওয়া….সিন্গ্ধ বাতাসে মুহূর্তেই সারাদিনের ক্লান্তি ভাব চলে যায়….
এতো ভাল আবহাওয়া ও আমার মন ভালো করতে পারছে না….
কিছুক্ষন আগে রাসেল চলে গেছে…অনেকটা রাগ আমি তার উপর ঝেড়েছি….
সম্পর্ক পুরোপুরি ভাবে শেষ হওয়ার পর কোন যুক্তিতে আবার তার কাছে ফিরে যেতে বলে বিষয়টা আমার বোধগম্য নয়…
সে হয়তো এখনো আমাকে চিনতে পারেনি ঠিকঠাক…
আমি কখনো কারো জীবনে অপশন হয়ে থাকতে চাইনি….
আজ সুমি তাকে ছেড়ে চলে যাওয়ায় আমাকে অপশন হিসেবে বেবহার করতে চাইছেন..
কতটা অপমানিত হয় একজন স্ত্রী,যখন তারই বেডরুমে তার স্বামীর বুকে অন্য নারীকে দেখতে পায়..তা বুঝতে পারলে হয়তো এই মুখ নিয়ে কখনো আমার সামনে দাঁড়াতে পারতো না…
কিছুক্ষন পর নিজের পাশে কারো অস্তিত্ব অনুভব করতে পারলাম..
আমার থেকে কিছুটা দূরে শিশির ভাইয়া বসে আছে ….
চোখে মুখে তার অনেকটাই হতাশার ছাপ…আসরের নামাজ পরে হয়তো এসেছে মাত্র…
আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো…হাসিটা অনেকটা প্রাণহীন….
তাকে দেখে খুব খারাপ লাগে মাঝে মধ্যে…পাখির দিক থেকে ও ঠিক আছে….শিশির ভাইয়াকে ও দোষ দিতে পারছি না…তাদের ভবিষ্যতে কি হবে পুরোটাই আল্লাহর হাতে….
নীরবতা ভেঙে শিশির ভাই যা বললো তাতে আমার মাথা ঘুরে যাচ্ছে….
~দেখো ফাইজা….আমাকে ভুল বুঝোনা বোন…আবিরের মা আমাকে পাঠিয়েছে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে…
আমি তোমার সাথে আগে কথা বলতে চাইছিলাম তাই এখানে আসা…..
পুরোটাই তোমার মতামতের উপর নির্ভর করছে…কোনো জোরাজুরি নেই…
তবে আমি বলবো,বাচ্চাটার কথা চিন্তা করে একবার ভেবে দেখতে পারো..
আমি এখনো ঘোরের মধ্যে আছি….কিছুই মাথায় ঢুকছে না…
এইসবের কথা আমি আমার চিন্তায় ও আনি নি….
~ আমার পক্ষে সম্ভব না এই বিয়ে করা…
ঐটা কাকলির সংসার,কাকলির স্বামী,কাকলির সন্তান….
আমি কখনোই তা নিজের করতে পারবো না শিশির ভাই….
~ কাকলির বলেই তোকে বলছি আগলে রাখতে…
কারণ কাকলি এখন আর বেঁচে নেই…
কয়েক দিন পর আবিরকে জোর করে হলেও সবাই বিয়ে করিয়ে দিবে…
তখন কাকলির অস্তিত্ব ও আর ওখানে থাকবে না….
সব কিছু অন্য কারো হয়ে যাবে….
একবার ভেবে দেখ,,তুই না করে দিলেও বিয়ে থেমে থাকবে না….
হয়তো অন্য কারো সাথে হয়ে যাবে…
সে কি কাকলির বাচ্চাকে তোর মত করে আগলে রাখবে,ভালোবাসবে….
কাকলির সব কিছু তুই কেড়ে নিচ্ছিস না……
সব কিছু আগলে রাখার দায়িত্বটা না….
আবিরের কথা বাদ দে….
বাচ্চাটার কথা ভাব….কাকলির একমাত্র চিহ্ন সে…
তাকে পৃথিবীতে আনতে গিয়ে আজ সে আমাদের মাঝে নেই….
এমন তো নয় যে তুই কখনোই বিয়ে করবি না…
সমাজে থাকতে গেলে তোকেও বিয়ে করতে হবে…
আমার কথা গুলো একটু ভেবে দেখিস…
শিশির ভাইয়া উঠে চলে গেলো….
কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না…তার কথা গুলো অযুক্তিক ছিল না…
তবে সব কিছু এতো সহজ না….
এইটা নিয়ে মানুষ আমাকে কথা শুনাতে ছাড়বে না…..
চলবে….

No comments

info.kroyhouse24@gmail.com