আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি
★★★আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ
তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন মন্দ কাজ দেখবে, সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয় । যদি (তাতে) ক্ষমতা না রাখে, তাহলে নিজ জিভ দ্বারা (উপদেশ দিয়ে পরিবর্তন করে) । যদি (তাতে) সামর্থ্য না রাখে, তাহলে অন্তর দ্বারা (ঘৃণা করে) । আর এ হল সবচেয়ে দুর্বল ঈমান ।
[সহীহুল বুখারীঃ ৯৫৬; মুসলিমঃ ৪৯]
★★★আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেন,
তোমরা রাস্তায় বসা হতে বিরত থাকো ।
সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূূল! সে মজলিসে না বসলে তো আমাদের উপায় নেই; আমরা সেখানে কথাবার্তা বলি ।
রাসূলুল্লাহ (সা) বলেন, যখন তোমরা (সেখানে) না বসে পারবেই না, তখন তোমরা রাস্তার হক আদায় করো ।
তারা বললেন, হে আল্লাহর রাসূল! রাস্তার হক কি ?
তিনি বললেন, দৃষ্টি সংযত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, ভাল কাজের নির্দেশ ও মন্দ কাজে নিষেধ করা ।
[সহীহুল বুখারীঃ ২৪৬৫; মুসলিমঃ ১২১১; আহমাদঃ ১০৯১৬]
★★★ আবু যায়দ উসামাহ ইবনে যায়দ ইবনে হারেসাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি,
কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে । অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । সেখানে তার নাড়ি-ভুঁড়ি বেড় হয়ে যাবে এবং সে তার চারিপাশে এমনভাবে ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির চারপাশে ঘুরতে থাকে । তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত হয়ে তাকে বলবে, 'ওহে অমুক! তোমার এ অবস্থা কেন ? তুমি না (আমাদেরকে) সৎকাজের আদেশ, আর অসৎ কাজে বাধা দান করতে?'সে বলবে, 'অবশ্যই! আমি (তোমাদেরকে) সৎকাজের আদেশ দিতাম; কিন্তু আমি তা নিজে করতাম না এবং অসৎ কাজে বাধা দান করতাম; অথচ আমি নিজেই তা করতাম
[সহীহুল বুখারীঃ ২৬৮২; মুসলিমঃ ৫৯; রিয়াদুস স্বা-লিহীনঃ ২০৩]
No comments
info.kroyhouse24@gmail.com