Breaking News

বিদেশে থাকা টাকার মেশিন টার মেয়াদ শেষ, তাই দেশে পাটিয়ে দিচ্ছে

বিদেশে থাকা টাকার মেশিন টার মেয়াদ শেষ, 
তাই দেশে পাটিয়ে দিচ্ছে!!! 

আমার স্বল্প জ্ঞান থেকে একটু লেখার চেষ্টা করতেছি, খুব নিকটেই  কোরবানি ঈদ যারা পরিবার বা আত্মীয়-স্বজন দের সাথে ঈদ কাটাতে পারবেন তারা হয়তো ঈদের পরিপূর্ণতা পাবেন,  পরিবার পরিজন ও প্রিয় মানুষ গুলোর মুখে হাসি ফুটানোর জন্য সব কিছু ছেড়ে  হাজার হাজার মাইল দুর প্রবাসে কর্মরত রয়েছেন আল্লাহ তাদেরকে সব সময় সুস্থ রাখেন যেন এই কামনা রইল! যতটুকু ধারণা করেছি যদি ও আমি কখনো প্রভাসে যায় নেই, প্রবাসীদের  ঈদ মানে কষ্ট। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এই কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এই কথার বাস্তবতা খুজে পাওয়া মুশকিল। প্রবাসীদের ঈদটা একটু অন্য রকম, পৃথিবীতে প্রবাসের কষ্টটা একটু অন্য ধরনেরই। সব আছে তবু যেন  তাদের  মাঝে কিছুই নেই। তবে কেউ প্রবাসী না হওয়া পর্যন্ত প্রবাসীদের কষ্ট অনুভব করা সম্ভব না। আমার ও অনেক ইচ্ছে ছিল প্রবাসে যাওয়ার ২০১৫ সালে পাসপোর্ট করেও কোন দেশে যাওয়ার সুযোগ হয় নাই, তাতে দুঃখ নেই আমার ভাগ্য হয়তো প্রবাস নেই এটাই, তবে কেউ কারো সাথে এমন আচরণ করবেন না যাতে সৃতিচারণ হয়ে থাকে সারাজীবন,  কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যা এক অনন্য শিক্ষা, পরিশেষে এটাই বলবো সকল রেমিট্যান্স যোদ্ধাদের কে অগ্রীম ঈদ মোবারক এবং সকলের সুস্থতা কামনা করি  , আল্লাহ হাফেজ

No comments

info.kroyhouse24@gmail.com