কবিতা একাত্তরের ডোম । আবু তাহের
কবিতা একাত্তুরের ডোম
আবু তাহের
পঁচিশের কালো রাত
কেড়ে নিয়েছে আমার স্বাধীনতায় পাওয়া ঘুম,
জেগে আছি আজও আমি বিভীষিকা নিয়ে,
একাত্তুরের পথে পথে লাশ কুড়ানো আমি এক ডোম।
কত লাশ কেটেছি মর্গে আমি,
কাঁপেনি হাত আমার কিঞ্চিত,
একাত্তুরের পথে পথে
ঝরে পড়া আমের মত কুড়িয়েছি আমি কত দেহ,
দেখেছি আমি মা বোন ভাইয়ের ঝাজড়া হয়ে যাওয়া
লাশ পড়ে আছে পথে পথে অনুকম্পা বঞ্চিত।
বীভৎস রাতের হত্যাযজ্ঞে
দেহগুলো যখন বিচারের আশায় বিধাতার পানে চেয়ে,
পাক কমান্ডার তখন গর্জে উঠে বলল আমায়,
এই বাঙাল বানচোত বলছি তোকে
মরাগুলো ফেল ভাগারে নিয়ে গিয়ে।
নিরুপায় আমি ভীতসন্ত্রস্ত্র,
দেখেছি লাশের উপর বীভৎসতার চিত্র,
চূর্ণ-বিচূর্ণ মাথার মগজ,
কারো বা বক্ষ হতে বেরিয়ে আছে কাটা হৃদপিন্ড,
উলঙ্গ যুবতীর দেখি স্তন গিয়েছে থেতলে,
যোনিপথ হয়েছে বেয়নেটের খোঁচায় ক্ষতবিক্ষত।
ভাঙ্গা ইমারতের ফাঁকে ফাঁকে দেখি
আবালবৃদ্ধবনিতার পঁচা দেহ কুকুর রয়েছে ঘিরে,
ধীরে ধীরে শিরে শিরে করে ভাগার করেছি পূর্ণ
চূর্ণ হৃদয়ে নিদ্রাহীন কত রজনী করেছি পার,
হিসেব কি কেউ করেছে তার?
আপামর জনতার ত্যাগের বিনিময়ে কেনা বাংলা
তবে কেন হবে আজ বিভেদ বৈষম্যে বিভক্ত বিবর্ণ?
নতুন ও সুন্দর সুন্দর গল্প ও কবিতা পেতে আমাদের ওয়েবসাইট লাভ স্টোরি বিডি তে চোখ রাখুন এবং প্রতিদিন আমরা ভালোবাসার গল্প, প্রেমের গল্প, প্রথম প্রেমের গল্প, বিরহের গল্প, ভুতের গল্প, রোমান্টিক গল্প, রম্য গল্প সহ সকল ধরনের গল্প ও কবিতা পেতে আমাদের সাথেই থাকুন।
No comments
info.kroyhouse24@gmail.com