Breaking News

দুই মেরু । পর্ব – ০২

ওয়াশরুম থেকে বেরিয়ে নিধিকে কোথাও দেখতে পেলোনা আদি..
সেদিকে ধেয়ান না দিয়ে নিজের মতো করে চুল মুছতে লাগলো..
আজকে তার কাপড়গুলো ও বের করে রাখেনি নিধি…সব সময় আদির প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে রাখে নিধি…আজ যেন সবকিছু খাপছাড়া লাগছে আদির কাছে.
নিজেই কাপড় বের করে চেঞ্জ করে রুম থেকে বের হলো আদি..নিধিকে এর মধ্যে একবার ও রুমে দেখে নি…অন্য সময় হলে তো সব সময় সামনে সামনেই থাকে….সব কিছু চাওয়ার আগেই পেয়ে যায়…আজ এখনো কফি ও পেলো না….

কিচেনে গিয়ে অনেকটা অবাক হলো আদি..নিধি এখানে নেই…
হঠাৎ করেই মনের ভিতর অজানা শুন্যতা ঘিরে ধরলো….
দ্রুত পায়ে পুরো বাড়ি খুঁজতে লাগলো নিধিকে..কোথাও নেই নিধি…
হাত পা কাঁপতে লাগলো আদির…
রুমে এসে গাড়ির চাবি নিতেই একটা ভাঁজ করা কাগজে চোখ পড়লো তার…
প্রিয় ভালোবাসা,
তুমি বরাবরই আমার প্রিয় ছিলে…কখনো তোমাকে অপ্রিয়র খাতায় ফেলতে চাই নি..তাই এতো কিছুর পরে ও তোমাকে ভালোবাসতে আমার একটু ও খারাপ লাগছে না…ভালোবাসার সময় তো এই শর্ত ছিল না যে,তুমিও আমায় সব সময় এভাবেই ভালোবাসবে…তোমার ভালোবাসা আগের মতোই আছে…শুধু মানুষটা বদলে গেছে..

এইসব কথা কেন লিখছি এইটা ভাবছোতো??
আমি তোমাকে আজ সব সম্পর্কের বাঁধন থেকে মুক্তি দিচ্ছি তাই এইসব বলা…তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুল বুঝছি….কিন্তু না..আজকেই আমি তোমাকে পুরোপুরি ঠিক ভাবে চিনতে পেরেছি…
আচ্ছা আদি,,,এমন যদি হতো,তুমি কখনো বাবা হতে পারবে না..তাহলে কি আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতে পারতাম বলো??ভালোবাসা কি এতো ঠুনকো??সামান্য একটা অপূর্ণতায় কি ভালোবাসা বদলে যেতে পারে? এটা কেমন ভালোবাসা?

কতটা কষ্ট হয় নিজের ভালোবাসা কে অন্য কারো সাথে এক বিছানায় দেখতে জানো তুমি??খুব কষ্ট হয়…বুকের বা পাসে অসহ্য ব্যাথা করে….
কেন এই লুকোচুরি বলো তো?? একটা বার বলে দেখতে…তোমার খুশির জন্য তো জনটা ও দিয়ে দিতাম….আচ্ছা থাকে এইসব কথা….
ছেড়ে যেতে কষ্ট হচ্ছে…কিন্তু তোমার অংশ আমার সাথে আছে এইটা ভেবে নিজেকে সামলে নিতে পারবো…তুমি বাবা হতে যাচ্ছ….কিন্তু এই বাচ্চা তুমি ডিজার্ভ করো না….এইটা শুধু আমার সন্তান….তোমার কাছে এলিনা নামের অপশন আছে…সে নিশ্চই তোমাকে বাবা হওয়ার সুখ দিবে…
সুখী হও…
ইতি
অপ্রিয় ভালোবাসা…

চিঠি হাতে স্তব্ধ হয়ে বসে আছে আদি…চোখের পানিতে চিঠি অনেকটা ভিজে গেছে…
আমি কেন একটু অপেক্ষা করতে পারলাম না…তাহলে আজ নিধিকে হারাতে হতো না…
চট্টগ্রামের বাসে বসে আছে নিধি…
উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে নিজের জীবনের সমীকরণ মেলানোর চেষ্টায় সে….
চট্টগ্রামের নাসিরাবাদ নিধির এক ফুপি থাকে…
বাবা মা অনেক আগেই না ফেরার দেশে পারি জমিয়েছে..আপন বলতে একটা মাত্র ভাই…সে ও জার্মানিতে নিজের স্টাডি কমপ্লিট করতে গেছে…
তাই নিজের বাড়িতে না গিয়ে আপাতত কিছুদিন ফুপির কাছেই থাকবে নিধি….
বেগতিগত সমস্যার কারণে বেশি বরো করা হলো না…

চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com