Breaking News

সত্য ঘটনা অবলম্বনে গল্পঃ খেলাঘর । ৪র্থ -পর্ব


(দুঃখিত গত পর্বে রাসেলকে রাফিন
বলার জন্য..ভুলগুলো আল্লাহর দেয়া
মহান গুন দিয়ে মাফ করে দিবেন)
রাসেলের কোথায় গা জলে যাচ্ছে…
একটা মানুষ এতটা লো মেন্টালিটির
কিভাবে হতে পারে…
এতদিন পর তার মনে হয় আমি তার
কাছে ফিরে যাব…লাইক সিরিয়াসলি…
— দেখুন আপনার যদি কোনো কাজ না
থাকে তাহলে মুড়ি খান…বাট আমাকে ডিসটার্ব করবেন না…আপনার কাছে ফেরত যাওয়ার
চেয়ে সারা জীবন একা থাকা বেশি
সুখের মনে করবো….
— এইভাবে কেন বলছো ফাইজা…
মানুষ মাত্রই ভুল হয়…আমার এই ভুলটা
কি একেবারেই ক্ষমা করা যায় না…
——প্রতারকদের ক্ষমা করতে নেই…প্রতারকরা হচ্ছে সাপের মতো…তাদের যতই আদর যত্ন
করোনা কেন…সুযোক পেলেই ছোবল মারতে
দুবার ভাববে না…
আর আপনাকে এইসব বলার কোনো
মানেই হয় না…
আপনি হয়তো ভুলে গেছেন যে আমাদের
ডিভোর্স হয়ে গেছে…তাই ফিরে যাওয়ার
প্রশ্নই আসে না…
—- প্লিজ ফাইজা..একটু বোঝার চেষ্টা করো…
আর কিছু না শুনেই ফোনে কেটে দিলাম…
লোকটা এখন আবার কি চায়..আমাকে
কি আর কোনো ভাবে শেষ করা বাকি আছে..
লাইফটা একটা বিরক্তকর রেলগাড়িতে পরিণত
হইছে…যত্তসব…ধুর..
এতক্ষন আমার কথা গিলছিলো দুই জন…
আমি তাকাতেই চা গেলায় মনোযোগ দিলো…
কিছু ভালো লাগে না…মাঝে মধ্যে মন চায়
কোথাও হারিয়ে যাই..এইসব প্রব্লেম আর
ভালোলাগে না…
এর মধ্যেই শিশির ভাই এর আগমন..
পাখির মধ্যে কোনো পরিবর্তন নেই…
যেন দেশে ঘূর্ণিঝড় হয়ে সব ভাসায় নিয়ে
গেছে আর শিশির ভাইকে তো একেবারে
হিমালয়ে নিয়ে ফেলছে…
__কেমন আছো তোমরা??ফাইজা তোমার কি খবর??
__জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া..
শিশির ভাই পাখির দিকে তাকিয়ে
মুচকি হাসলো…
এই মেয়েটার মধ্যে অসম্ভব রকমের
ইগনোর করার ক্ষমতা আছে…
—তা লেডি দাবাং আপনার কি খবর…
—-ভালো.
—অন্তু কেমন আছে ???
—সেটা তো আপনি আমার থেকে
ভালো বলতে পারবেন…আমার ধারণা
ঠিক হলে আপনি এখন
আমার বাসা থেকেই এসেছেন…
শিশির ভাই ম্লান হাসলো..আসলেই সে
পাখিকে ভালোবাসে হয়তো….
তবে তার চোখ বলে সে সত্যি তাকে খুব ভালোবাসে….
আমি অফিস থেকে বেরিয়ে গেলাম..আজকে
একটু কাকলিকে দেখতে যাবো…
ওর পাঁচ মাস চলছে..এতদিন যাই নি তাই
খুব রাগ করেছে….
ওর সংসারের সুখের জন্য আমি ওর কাছে
কম যাই তা ওকে কি করে বোঝাবো…
(লেখার পর সব ডিলেট হয়ে গেছে…তাই আবার লিখলাম…ছোট বলে লজ্জা দিবেন না…কালকে আরেক পার্ট দেয়ার চেষ্টা করবো…ভালোবাসা রইলো)
চলবে….

No comments

info.kroyhouse24@gmail.com