পদ্ম পুকুর বরিশাল
নদীর তীরে অবস্থিত বরিশাল অবস্থিত। বরিশালের রুপ বৈচিত্রের কথা বলে প্রকাশ করা সম্ভব না।
আপনি যদি বরিশালে না আসেন তাহলে আপনার জীবনের অনেকটাই বাকি রয়ে যাবে প্রকৃতির অপরুপ সৌন্দর্য ।
বরিশালের কথা যেমন সুনেছেন মানুষের মুখে বাস্তবে বরিশাল বিভাগ তার চেয়েও সুন্দর।
বরিশালের সৌন্দর্যর মোধ্যে অন্যতম হচ্ছে বরিশাল পদ্ম পুকুর।
এখানে প্রতি দিন শত শত দর্শনার্থী ভির করে প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখার জন্য।
তবে কররোনা কলে এখানে তেমন লোকের দেখা পাওয়া যায় না।
পদ্ম পুকুর বরিশাল
লোকেশন: বরিশাল শিশুপার্কের উল্টো দিকে মডেল স্কুল এর পেছনে ও রাজা বাহাদুর শাহ্ সড়ক ঘেষা বি.আই.ডব্লিউ.টি.এ নির্বাহী প্রোকৌশলি কার্যালয় অর্থাৎ হিম নীর বা চান বাংলো চত্বরের জলাশয় ঘিরে।
এমন অপরুপ সৌন্দর্য যা আপনার ও আপনার সঙ্গির মনকে ভালোবাসার পূর্ণ করে দিবে এই পরিবেশ। সচরাচর এমন সৌন্দর্য মন্ডিত স্থান খুজে পাওয়া খুবই কষ্টকর । সবচে মজার বিষয় হলো এখানে বারোমাস -ই পদ্ম ফুল ফোটে। তাই আপনি যখনই আসুন না কেন পদ্মের দেখা পাবেন ই পাবেন।
No comments
info.kroyhouse24@gmail.com