সত্য ঘটনা অবলম্বনে গল্পঃ খেলাঘর । পর্ব -০৬
হসপিটালের বারান্দায় স্তব্ধ হয়ে বসে আছি আমি….
কি থেকে কি হয়ে গেলো…কালকেও কথা হলো…
সব ঠিক ছিল…আবির আজ এসেছে….
(আবির কাকলির হাসবেন্ডের নাম)
এসেই এই রকম একটা ভয়ানকে পরিস্থিতিতে পড়েছে….
দুপুরে গোছল করতে গিয়ে ওয়াশরুমে পরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে…
অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে আমার কলিজা আমাদের ছেড়ে চলে গেছে…
কথা গুলো মনে হতেই ডুকরে কেঁদে উঠলাম…
আবার সব কিছু এলোমেলো হয়ে গেলো..
আবির অনুভূতি শুন্য মানুষের মতো বসে আছে…
হাসপাতাল ভারী হয়ে উঠছে কাকলির মায়ের আর্তনাদে…
কাকলির ভাই সব ফর্মালিটি শেষ করছে…
কাকলির মৃতদেহ এখনো আমার সামনে…
আল্লাহ…
কিভাবে সহ্য করবো আমি…
বাচ্চাটা এখনো আই সি ইউ তে আছে…
প্রিমেচিউর বেবি তাই কিছুদিন হসপিটালে রাখতে হবে…
কাকলির একটা ছেলে বেবি হয়েছে….
নিজের সন্তানকে দেখে যেতে পারলো না….
এই বাচ্চা নিয়ে কত স্বপ্ন ছিল ওর…কত কত প্ল্যান করে রেখে ছিল..
সেই স্বপ্ন গুলো ওর অপূর্ণই থেকে গেলো…
কাকলির ভাইয়া এসে আবিরের কাঁধে হাত রাখতেই আবির ঢলে পরলো তার উপর…
আমরা সবাই হচকচিয়ে গেলাম…আল্লাহ…
রক্ষা করো…আর কোনো খারাপ খবর শুনতে চাই না…
অজ্ঞান হয়ে গেছে আবির…এতো প্রেসার নিতে পারে নি…বিপি ফল করেছে…
কাকলির দাফন সম্পন্ন হয়েছে কিছুক্ষন আগে…
বাড়িতে কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই সোনা যাচ্ছে না…
আবির চিৎকার করে কান্না করছে…
কাকলির মৃত্যু মেনে নিতে পারছে না কেউই…
সবার পাগল পাগল অবস্থা…আমি চুপচাপ বসে আছি…
কাকলির মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে..
আমার চোখ থেকেও বিরতিহীন ভাবে পানি পড়ছে…
এই বাড়িতে কাকলিকে ছাড়া দম বন্ধ হয়ে আসছে,,,
তাই আমি হসপিটালে চলে গেলাম…
হসপিটালে আপাতত কেউ নেই…
আমি বারান্দায় এক কোনায় বসে আছি…
আই সি ইউ তে থাকার পারমিশন নেই..রাতে কেউ না থাকলেও চলতো…
কিন্তু আমি নিজের মনকে মানাতে পারি নি…
কাকলির অংশ,তার সন্তান হসপিটালে একা থাকবে এইটা আমি মেনে নিতে পারবো না…
কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি…
পাশে কারো অস্তিত্ব টের পেয়ে ঘুম ছুটে গেলো আমার…
আবির বসে আছে আমার পাশে…
হয়তো সেও নিজের সন্তানকে ছেড়ে থাকতে পারেনি….
আমার সাথে কেন এমন হলো বলতো ফাইজা….
আমিতো কাকলিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম…
ও কেন আমাকে ছেড়ে চলে গেলো…
ডুকরে কেঁদে উঠলো আবির….
আমি চুপ করে আছি..কি বলে সান্তনা দিবো ভেবে পাচ্ছি না….
আমার সন্তানটা জন্মের পর তার মা কে দেখতে পাবেন এইটা আমি মেনে নিতে পারছি না….
চলবে…
No comments
info.kroyhouse24@gmail.com