Breaking News

উপহার । তিতিশ্মা মুসাররাত কুহু

ওগো শোনোনা,ঘুমায় গেছো?
-এত রাইতে কি হইলো তোমার?
-কইছিলাম কি,আমারে একটা জিনিষ কিইন্ন্যা দিবা?
-রাইত কয়ডা বাজে হেই খেয়াল আছে?
-হ হ আছে আছে।
-তাড়াতাড়ি কও,কি লাগবো তোমার?আমার ঘুমাইতে হইবো।বিয়ান বেলা উইঠাই তো আবার কামে যাইতে হইবো।
-কইছিলাম যে,আমাগো বিয়ার এক বছর হইলে পরেই তুমি আমারে একটা উপহার দিবা?বড়লোকেরা নাকি বিয়ার বছর পূরণ হইলেই বউগো কত কি দামী দামী জিনিষ উপহার দেয়।
-অহ এই কথা?আমি বড়লোক হইবার না পারি,কিন্তু আমার মনডা যে মেলা বড় রে বউ।কি লাগবো,কও আমারে।
-আমারে তুমি একটা লাল পাইড়া সাদা শাড়ী কিইন্না দিবা?
খুব মনে টানছে আমার।লাল পাইড়া সাদা শাড়ী পইরা,পায়ে লাল রঙের আলতা দিয়া,হাত ভর্তি লাল কাঁচের চুড়ি পইরা,
ঠোঁটে লাল রঙের লিপিস্টিক দিয়া তোমার লগে নদীর পাড়ে ঘুরতে যামু।ফুসকা খামু,বাদাম খামু।
লওইয়া যাইবা আমারে?
-হরে বউ হ,আমি তোর সব ইচ্ছা পূরণ করুম।সব।
অহন ঘুমা,মেলা রাইত অইছে।
বাজান ও বাজান,
তুমি প্রতিবছর এই দিনে একটা কইরা লাল পাইড়া সাদা শাড়ী,এক মুঠ চুড়ি,একটা লাল লিপিস্টিক কিনো ক্যান?কাউরে তো দেও ও না।
তাইলে শুধু শুধু কিইন্ন্যা টেকা নষ্ট করো ক্যান?আর ক্যানই বা এগুলা ধইরা ধইরা সারা রাইত একা ঘরে কান্দো?
মারে,আমি একজনরে কথা দিছিলাম,আমি তারে এ সব কিছু কিইন্ন্যা দিমু।তারে উপহার দিমু।
কিন্তু আমি আমার কথা রাখতে পারি নাই।
মানুষটারে এগুলান কিইনন্যা দেওনের আগেই সে আমারে,একটা ফুটফুইটা পরী উপহার দিয়া দুনিয়াডা ছাইড়া চইল্লা গেলো।
মানুষ টা থাকতে তো কিইন্ন্যা দিতে পারলাম না।
তাই অহন কিইন্ন্যা কিইন্ন্যা বুকের যন্ত্রণা কমানের বৃথা চেষ্টা করি।

No comments

info.kroyhouse24@gmail.com