Breaking News

আমি কি মৃন্ময়ীকে ভালোবাসি

সাত বছর পর মৃন্ময়ীর সাথে এই সাজেকের পাহাড়ে এসে এভাবে দেখা হবে আমি কখন ও ভাবিনি,,,,
ও ওর স্বভাব সুলভ হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
এই মুহুর্তে মনে হচ্ছে আমি আর ও বুঝি এতদিন বুঝি একটা দেয়ালের দুপাশে দুজন দাড়িয়ে ছিলাম।।
অথচ মাঝে সাতটা বছর চলে গেছে। কথা বলবো কি না এই অস্বস্তি তে যখন ভুগছিলাম।
তখন মৃন্ময়ী নিজেই আমার কাছে এগিয়ে এসে কথা বল্ল
– কি ব্যাপার মিস্টার পারফেক্ট,, কেমন আছেন?
– হ্যা ভালো,,তুমি

– এইতো খুব ভালো, তোমার সাথে তোমার বউ আসে নি
– খুব স্বাভাবিক ভাবেই বলার চেষ্টা করলাম,কিন্তু এক রাশ জড়তা এসে আমার গলা চেপে ধরলো,
এই শীতের মধ্যে ও আমি ঘামতে শুরু করলাম।
আমি ডিভোর্সি এই একটা কথা বলতে আমার অনেকটা সময় লাগলো।
– কিন্তু মৃন্ময়ী খুব স্বাভাবিক ভাবে বল্ল,,, সরি।
আসলে আমি জানতাম নাহ্
– আচ্ছা ও জানতাম নাহ বল্ল কেনো তার মানে ও কি এত বছর আমার খোঁজ রেখেছে এবার ওকে ভালো করে খেয়াল করলাম , কলা পাতা রঙের একটা শাড়ি পরেছে,
কোমর পর্যন্ত খোলা চুল,ঠোঁটে ডিপ রঙের লিপিস্টিক।
আমি চোখ নামিয়ে নিয়ে ওকে বল্লাম আমার কথা বাদ দাও। তোমার কথা বলো।
– আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে গত বছর নিয়োগ দিয়েছি।
আর এখন ওখানেই আছি।

– আমি কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু বার বার সাত বছর আগে ফিরে যাচ্ছিলাম,
তবু নিজেকে শান্ত করে বল্লাম।
আচ্ছা ভালো থেকো। আজ তবে অাসি।
ও হাসি মুখে আমায় বিদায় দিল।আমি দোকান থেকে এক পেকেট সিগারেট কিনে একটা শলাকা ধরিয়ে বাকি গুলো পকেটে রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম।
আর ভাবতে ছিলাম সাত বছর আগের কথা।ভার্সিটির টপ স্টুডেন্ট ছিলাম আমি,
কোনো রকম বদ অভ্যাস ছিলনা এ কথায় সবার চোখে ভালো ছিলাম আমি,
মৃন্ময়ী আমার তিন বছর জুনিয়র ছিল।
পাশাপাশি বাসা হওয়ার জন্য আমরা আগে থেকেই পরিচিত ছিলাম,

খুব বাচ্চা স্বভাবের ছিল।এই যেমন আমি বন্ধুদের সাথে যখন ভার্সিটির ক্যান্টিনে বসে খাবার খেতে ব্যাস্ত।
মৃন্মমী হুট করে এসে বলত।
রনি ভাই একটা সিঙ্গারা খাওয়ান না।খুব ক্ষুধা পেয়েছে।
আমি রেগে বলতাম বাসা থেকে টাকা আনিস নি
ও বলত, তুমি তো জানো আমার সৎমা সে টাকা দেয়না।
একজন ১৯ বছরের মেয়ে কি করে এত সহজ ভাবে সব কিছু বলতে পারে। আমি বুঝতে পারিনা
তারপর কিভেবে যেন আমি ওকে খাওয়াতাম।
সুন্দরী বান্ধবীদের সাথে যখন আমি ফুচকা খেতে ব্যাস্ত ঠিক তখন ও কোথা থেকে এসে পাশে দাড়িয়ে বলত

আমিও খাবো বিরক্ত হয়ে একদিন আমি তো বলেই দিয়েছিলাম যে।
তুই কি সবসময় আমার পিছে পিছে থাকোস যে কখন আমি কি খাব।
আর তুই এসে ভাগ বসাবি।।
সেদিন ও হেসে বলেছিল। তোমার সাথে ফুচকা খেতে খুব ভালো লাগে।
ডিপার্টমেন্ট এর বর্ষবরণ প্রোগ্রাম এ মেয়েরা সবাই লাল শাড়ী পরেছিল। আর ছেলেরা লাল পান্জাবী।
সেদিন মৃন্ময়ীকে খুব সুন্দর লাগছিল।আমার বন্ধুরা সেদিন মৃন্ময়ীর সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছিল,,,,,সজল আমাকে বলেছিল ওকে একটা বার ডেকে আন।তুই যদি ওকে ডাকিশ অবশ্যই আসবে।

আমি সেদিন নিজে গিয়ে ওকে বলেছিলাম, সিঙ্গারা খাওয়ার জন্য।। সে কি খুশি,খুশি ও।
এরপর ও এল খাওয়ার এক পর্যায় আমার বন্ধুরা ওকে নানা ভাবে বাজে ইঙ্গিত করছিল ও অসহায় ভাবে আমার দিকে চেয়েছিল,,কিছু সময়। এক পর্যায় ও নিজে উঠে চলে গিয়েছিল,,,
যাওয়ার আগে আমার দিকে একবার তাকিয়েছিলো আমি ওর চোখে সেদিন এক টুকরো মেঘ দেখেছিলাম।

পরের দিন আমি যখন ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম হুট করে মৃন্ময়ী এসে আমায় জড়িয়ে ধরলো।
ওর এই ব্যবহারে আমি অনেক খানিক অবাক হয়েছিলাম।
ও কি বলতে চেয়েছিল আমি জানিনা তবে আমি অনেক ওকে বাজে ভাবে অনেক কিছু বলেছিলাম।
তার কিছুদিন পর আমি একটা চিঠি পাই,,,,,,
ভালোবাসার রনি ভাই, তুমি ভাবছ তো আমি কেন তোমায় চিঠি লিখছি,
তাহলে শোন, সেই ছোট বেলা থেকে আইডিয়াল হিসেবে আমি তোমাকে ভেবেছি ,
তুমি কি কখনও বোঝোনি আমি তোমায় ভালোবাসি।

আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই,,
আর তুমি এই পর্যন্ত আমায় চারশ পয়ষট্টি টাকার সিঙ্গারা খাইয়েছো আর ছয়শ নব্বই টাকার ফুচকা।
– চিঠি শেষ আমি খামের ভেতর টাকা গুলো পেয়েছিলাম।
এর পর বসন্ত আসি আসি করেও আসেনি আমি ওকে একটা চিঠি লিখেছিলাম আসলে ওটাকে চিঠি বলা যায় না আমি পুরো একটা অফসেট পেপারে সুন্দর করে একটা লাইন লিখেছিলাম “Mirinnoe you are not perfect for me””
ব্যাস তারপর ওকে আর কখনও ভার্সিটিতে দেখিনি।
মায়ের কাছে শুনেছিলাম।
ও ওর মামার বাসায় চলে গেছে।
বাকি পড়াশোনা সেখানেই শেষ করবে।

এর পর সাত বছর আজ দেখা,,,,
পরিশিষ্ট :বাইরে আজ অনেক বৃষ্টি আমি ফুল ভলিউমে মিনার এর ঝুম গানটা শুনছি।
ল্যাপটপের মনিটর জুড়ে মৃন্ময়ীর হাসি মুখের একটা ছবি তবে ক্রোপ করার জন্য হাসিটা ভালো করে বোঝা যাচ্ছে না।একটু আগে আমি এটা ক্রোপ করেছি ওর পাশে ওর হাসবেন্ড কে কেন জানি আমি সহ্য করতে পারছিলাম না।।আচ্ছা কোথায় যেন পড়েছিলাম যাকে ভালোবাসা যায় তার সব সহ্য করা যায় শুধু তার প্রিয় মানুষটা ছাড়া,,
তার মানে আমি কি মৃন্ময়ীকে ভালোবাসি,,,,

No comments

info.kroyhouse24@gmail.com