Breaking News

পিতার স্বপ্ন কন্যার চোখে - তানিয়া সুলতানা হ্যাপি

পিতার স্বপ্ন কন্যার চোখে – তানিয়া সুলতানা হ্যাপি
মানুষের মহৎকর্ম কখনো বিফল হয় না।
অবিস্মরণীয় কীর্তিই একদিন ইতিহাসে ঠাঁই পায়,
দেশ, দেশের মানুষের মুক্তির সংগ্রামে
তোমার আত্নত্যাগ ও বিফলে যায় নি পিতা!
তোমার রক্তের সুযোগ্য উত্তরাধিকারী
তোমার মতোই কাজ পাগল তোমার মেয়ে,
তোমার আদর্শের দীক্ষা নিয়ে,
দেশ ও জনগণের কল্যাণে ছুটে চলে অবিরাম ।
বারবার মৃত্যুকে উপেক্ষা করে দেশ, দেশের জনগণ,
দেশের গণতন্ত্র, জনগণের অর্থনৈতিক মুক্তি, তোমার স্বপ্ন,
আর তোমার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে করে…
তোমার মতো আজ তাঁর নাম ও বিশ্বনন্দিত।
পিতার স্বপ্ন বাস্তবায়নে কন্যার এমন নিরলস আত্নত্যাগ
যা বিশ্বের ইতিহাসের বিরল, অনন্য, অসাধারণ, নজিরবিহীন।
পিতার স্বপ্ন কন্যার চোখে বাস্তবায়নের এই অনন্য নিদর্শন
যা আজ বিশ্বের বুকে এক নতুন দিগন্তের উন্মোচন।
দেশের তরে তোমার অমূল্য অসীম আত্নত্যাগ
তোমার প্রতি খোদার ঐশ্বরিক মহিমা
আর তোমার নির্ভিক, সাহসী কন্যার বিচক্ষণ নেতৃত্বগুনে
বিশ্বজুড়ে এখন প্রতিধ্বনিত হচ্ছে এমন জপ মন্ত্রঃ
হে পিতা! তোমায় স্মরি প্রজ্জ্বলিত মোমের আলোয়
পিতা তুমি ওপার থেকে একটি বার চেয়ে দেখো!
তোমার নাম হয়েছে আজ বিশ্বজুড়ে খ্যাত।
তোমার নামের আদর্শের প্রদীপ বিশ্বজুড়ে জ্বলছে অবিরত।
—————————————————————————————————————————————
কবিতাঃ সৌন্দর্য কাহাকে বলে
 পারভেজ কবির
ফেসবুকে আমার মেকআপ মাখানো মুখখানা দেখে তো কতইনা লাভ রিয়েক্ট দিতে,
এখন সরাসরি সেই মেয়েকেই দেখে কিনা বলছো,
সবই লাগছে তিতে।
আমার মডেল মার্কা ছবি খানা দেখে কিংবা গানের গলা শুনে বলতে,
বাহ্ বাহ্ কত সুন্দর ছেলেটা, গলার কন্ঠটা কতইনা মিটে;
সামনে যখন দেখলে আমায়,
বললে, এহ্! ছেলেটা তো অনেক বেটে।
দূর থেকে তো মুম্বাইকে ও স্ট্যার প্লাসের সিরিয়ালের সেটের মতো সুন্দর ও পরিপাটি মনে হয়,
কিন্তুু বাস্তবতা কি তাই?
তবুও আমরা সব মানুষই সৌন্দর্য খুঁজি,
কিন্তুু সৌন্দর্য কি আমরা আসলেই বুঝি?
সৌন্দর্য থাকে চরিত্রে,
যত্ন,ভালোবাসা,আদবকায়দায় ও সত্যে;
মুখের সৌন্দর্য হারিয়ে গেলে ও,
মনের সৌন্দর্য থাকবে এই মর্তে।

No comments

info.kroyhouse24@gmail.com