হুকুম মানলে হুকুমদাতার প্রিয়পাত্র হওয়া যায়
সুলতান মাহমুদ গাজনবী(রহঃ)! তাঁর একজন বিশ্বাসী গোলাম ছিল। যার নাম ছিল আয়াজ।
বাদশাহ আয়াজকে খুব ভালবাসতেন!
এ বিষয়টি নিয়ে বাদশাহর দরবারের মন্ত্রী পরিষদ খুব সমালোচনা করত!
এই খবর বাদশাহের কানেও গেল।
বাদশাহ একদিন মন্ত্রীদেরকে ডেকে বললেনঃ “আমি আয়াজকে এত ভালবাসি কেন দেখবেন?
তিনি একটি দামী হীরার টুকরো আনালেন। ঐ হীরাটিকে প্রধান মন্ত্রীর কাছে দিয়ে বললেনঃ “এটিকে
ভেঙ্গে ফেলুন!”
মন্ত্রী বললেনঃ “বাদশাহ হুজুর! এটি মহামূল্যবান একটি হীরার টুকরা! কিভাবে একে ভাঙ্গী বলুন?”
এভাবে বাদশাহ একে একে সকল মন্ত্রীদেরকে ঐ হীরার টুকরাটি দিলেন এবং সবাইকেই ভেঙ্গে ফেলতে বললেন! কিন্তু কেউই সেটি ভাঙতে চাইলেন না!
বরং সেটি ভাঙতে সবাই অস্বীকার করল! সবারই যুক্তি ছিলোঃ “হুজুর! এত দামী জিনিস ভাঙবো কিভাবে?”
বাদশাহ এবার আয়াজকে ডাকলেন এবং হীরার টুকরাটি দিয়ে বললেনঃ “আয়াজ এটাকে ভেঙ্গে ফেল।”
আয়াজ সঙ্গে সঙ্গে একটি আছাড় দিয়ে সেটিকে ভেঙ্গে ফেলল!
বাদশাহ বললেনঃ “আয়াজ কি করলে? এটা কি তা তুমি জানো?”
আয়াজ বললঃ “জ্বি হুজুর! জানি! এটা একটি মূল্যবান হীরা।”
বাদশাহ আবার বললেনঃ “ভেঙ্গে ফেললে এত দামী জিনিস?”
আয়াজ বললঃ “হুজুর! এটা দামী জিনিস তা জানি! তবে আপনার হুকুম আমার কাছে এরচেয়েও অনেক বেশি দামী!”
এবার বাদশাহ সকল মন্ত্রীদেরকে লক্ষ্য করে বললেনঃ “দেখেছেন? একারণেই আমি ওকে এত ভালবাসি।”
সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহু আকবার!
“একজন সামান্য বাদশাহের হুকুম পালন করার জন্য সেই বাদশাহ যদি এত ভালবাসতে পারেন, তবে মহান আল্লাহ যিনি সকল বাদশাহের বাদশাহ তাঁর হুকুম মান্য করলে তিনি কত ভালবাসতে পারেন?”
মহান আল্লাহ তা’আলা আমাদের প্রত্যেককে সঠিক এবং পরিপূর্ণ ভাবে তাঁর হুকুম ও নবীর তরীকার উপর চলার তাওফীক দান করুন এবং আমাদেরকে ক্ষমা, কবুল ও হিফাযত করুন(আ-মীন)।।
No comments
info.kroyhouse24@gmail.com