Breaking News

সুন্দর কিছু কবিতা


চিরন্তন
লেখক – শাহজাহান মুনির
কার বিহনে কিসের নেশায়
হারিয়ে যাচ্ছি নিভে রোজ,
কেমন করে উধাও হলে
এক পৃথিবী নিবে খোঁজ।
মনের ঘরে কিসের তরে
জমিয়ে রাখি এতো ক্ষোভ,
এই আছি তো থাকব না এই
অহং কিসের এতো লোভ?
নিত্য আমার বুকের ভেতর
কিসের জ্বালা কোন জ্বালে,
দহের মায়ায় আছি পড়ে
আটকে আছি খুন জালে।


লিখা- জাহিদুর রহমান

আমি বেঁচে উঠেছিলাম
মারা যাবার ঠিক আগ মূহুর্তে একটি কোমল হাতের পরশে
হাতটি আমাকে বলেছিল ..
বলেছিল- আমি তো আছি ৷৷
সেই থেকে আমি হাতটির হয়ে গেলাম
হাতটি আমায় ভালোবেসেছিল ঠিকই
আর আমি ??
আমি চেয়েছিলাম হাত আঁকড়ে ধরে বাঁচতে
আমার বাঁচতে চাওয়ায় আত্মপ্রেম ছিল, ভালোবাসা নয় ৷৷
ভালোবাসা সেই হাতটির মতো মহান
যে তোর যত্ন নেয় সারাটি জীবন ধরে ৷৷
আমি হাতটির কাছে ভালোবাসার পাঠ নিয়ে আজ বলছি-
নিজেকে বাঁচাতে নয়, হাতটির কোমলতা ধরে রাখতে আমি ফিরে এসেছি
ভালোবাসি তোরে, অনেক অনেক ভালোবাসি ৷৷


কবিতার মতন তবেম কবিতা নয়

মুহাম্মাদ শহীদুল্লাহ্ সিদ্দিকী
তুমি আকাশ হলে
আমার ভীষণ অসুবিধে হবে ;
সমুদ্র হলেও তাই;
কি বৃক্ষ,কি বৃষ্টি,কি ফুল,কি পাখি ….
আমি চাই তুমি ‘মানুষ’ থাকো;
কথা বলবার আমার একজন মানুষ লাগবে।
আমি আকাশ কিংবা সমুদ্র নিয়ে কি ভাবছি
সেসব মানুষ না হলে কেউ বুঝবে না।
আমি চাই দাড়ি,কমা,প্রশ্নবোধক চিহ্ন
দেওয়ার মতন একজন মানুষ।
যে থেকে-থেকে আমাকে
কথা বলতে দেবে না,
তার নিজেরও
কিছু কথা থাকবে…

No comments

info.kroyhouse24@gmail.com