Breaking News

বইঃপথের পাঁচালী | লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রিয় চরিত্রঃ দূর্গা ও অপু
মডেলঃ ছোট বোন তুশি ও ভাই তুষার
চরিত্র বর্ণনাঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কালজয়ী উপন্যাস পথের পাঁচালী।
এই বইটিতে লেখক এক টানাপোড়েন এর সংসারে বেড়ে ওঠা দুই ভাইবোনের মিষ্টি খুনসুটি
অপূর্ব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই গল্পে অন্যান্য চরিত্রের মতো দূর্গা ও অপু দুটি প্রধান চরিত্র।
অভাবের তাড়নায় টানাটানির সংসারেও দুই ভাইবোন প্রকৃতির নিয়মেই হেসে খেলে বড় হচ্ছিল।
দূর্গার কখনো বঁইচির বিচি কখনো কড়ি বা অন্যান্য ফল ফুল কুড়িয়ে এবং বনেবাদাড়ে ঘুরে দিন কেটে যেত।
অপু মাছ ধরে এবং খেলে দিন কাটাতো।
তবু দুই ভাইবোনের যে মিষ্টি খুনসুটি লেখক তুলে ধরেছেন তা আমাদের শৈশবকেই মনে করিয়ে দেয়।
রেল গাড়ি দেখার স্বপ্ন নিয়ে প্রতিটা রাত কেটে যেত তাদের।
সেই স্বপ্ন অপূর্ণ রেখেই কঠিন অসুস্থতায় দূর্গা পৃথিবীর মায়া ত্যাগ করে।
এবং অপু হারায় তার সবচেয়ে কাছের সঙ্গীকে। তাতেও ভাগ্য বিধাতার মন সুপ্রসন্ন হয়নি।
নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে তাদের চলে যেতে হয় কাশি।
নাড়ির টানে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় বারবার অপুর মনে হতে থাকে তার দিদি তাকে ডাকছে।
দিদির স্মৃতি সঙ্গে নিয়ে সে চলে যায় অজানা এক শহরে।
সেই যান্ত্রিক শহরে তার দিন কাটে চরম একাকীত্বতায় ও অভাবে।
পিতা হারা অপু তার কষ্টের দিন কাটায় এক রকম ঘরবন্দী হয়ে।
বারবার তার চোখে ভাসে তাদের ফেলে আসা সেই নিশ্চিন্দিপুর গ্রামের দৃশ্য।
গ্রাম এবং শহরের মধ্যেকার সমস্ত স্মৃতি মনে করে অপু কাঁদে নিশ্চিন্দিপুর ফিরে যাবার জন্য।
আকুল হয়ে সে কেঁদে কেঁদে বলতে থাকে,
“আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয় ভগবান -তুমি এই করো, ঠিক যেন নিশ্চিন্দিপুর যাওয়া হয়।
নইলে বাঁচব না -পায়ে পড়ি তোমার।”


No comments

info.kroyhouse24@gmail.com