সিরাজগঞ্জ জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই
আসেন সিরাজগঞ্জ জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই
(০১) ১৯৮৪ সালের ১লা এপ্রিলে পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে।
(০২) এই জেলাতে উপজেলা রয়েছে ৯টি।
(০৩) এই জেলাতে থানা রয়েছে ১১টি।
(০৪) এই জেলাতে রেলওয়ে ষ্টেশন রয়েছে ৯টি।
(০৫) বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা গুলোর মধ্যে এটি একটি।
(০৬) সবচেয়ে বড় সেতুটি (যমুনা সেতু) আমাদের জেলাতেই।
(০৭) আমাদের একটি নদীবন্দর (বাঘাবাড়ি নদী বন্দর) রয়েছে।
(০৮) পরিবেশ বান্ধব পার্ক (ইকো পার্ক, রাসেল পার্ক) আছে।
(০৯) বিখ্যাত বিখ্যাত অনেক মানুষ আছে (মাওলানা ভাসানী, ক্যাপ্টেন মুনসুর আলী, গণিত সম্রাট
যাদব চক্রবর্তী আরও আছে), যাদের শুধু বাংলাদেশ না সারা বিশ্ব চেনে।
(১০) রয়েছে দুগ্ধ খামার (মিল্ক ভিটা)।
(১১) রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি (শাহজাদপুর)।
(১২) বাংলাদেশের বড় বিল (চলন বিল) রয়েছে।
(১৩) নাম করা পীরদের মাজারসহ রয়েছে পুরাতন স্থাপত্যশৈলীর মসজিদ (শাহ মখদুম (রা:) মসজিদ)।
(১৪) বিখ্যাত কিছু মন্দির ও আছে (নবরত্ন মন্দির,শিবা মন্দির)।
(১৫) রয়েছে অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান।
(১৬) আরো আছে পাওয়ার প্লান্ট।
(১৭) রয়েছে বাংলাদেশের বড় হসপিটাল (খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল)
(১৮) রয়েছে উত্তরবঙ্গের সবথেকে বড় অডিটোরিয়াম (এম, মনসুর আলী অডিটোরিয়াম)।
অনেক অনেক অনেক কিছু আছে আমাদের হারাবার ভয় নেই আমাদের আমরা এগিয়ে যেতে চাই
ইনশাআল্লাহ এগিয়ে যাবো আপনি আমাদের সিরাজগঞ্জ
সর্ম্পকে কিছু বলতে চাইলে আমাদের সাথে শেয়ার করুন.
আবার বলি তথ্যগুলি কিন্তু সংক্ষেপে দিলাম,
গোডাউনে আরো আছে
No comments
info.kroyhouse24@gmail.com