Breaking News

এক কাপ চা ও তুমি

বিছানার চাদর শরীরে জড়ানো অবস্থায় ঘুমঘুম চোখে মারিয়া বললো,
— এই তানভীর –?
— [তানভীর র আবেশিত স্বর] হুম বলো—
— ক’টা বাজে?
— [মৃদু হেসে] এইতো ছ’টা…
— তবে আমি উঠে চা দিচ্ছি–
— হুম দাও…
মারিয়া চোঁখ খুলতেই বিছানার পাশে রাখা ল্যাপটপে Skype ভিডিও কলে তানভীর মুখটা দেখেই অবাক হয়ে গেলো! তারমানে ও এতক্ষণ পূর্বেই কানেক্ট করে রাখা ভিডিও কলের মাধ্যমে সব দেখে শোনে কথা বলছিলো! মারিয়া অবাক হয়ে কপালকুঞ্চিত করে দ্রুত জিজ্ঞেস করলোঃ
— এই তুমি কই?
—- অফিসে, আবার কোথায় থাকব?
— এত সকালে-!?
বলেই মারিয়া ঘড়ির দিকে তাকিয়ে 9:30 দেখে! তারমানে তানভীর ওকে মিথ্যে বলেছে যে ৬ টা বাজে আবার ওকে ডাক না দিয়ে এভাবে অফিসেও চলে গেছে, তাই ওর উপর ভিষণ রাগ করে কলটা কেটে দেয়! অতঃপর খাট থেকে নেমে সামনে পা বাড়াতেই চিরকুট–
“জানতামতো কলটা কেটে দেবে, যাও দাঁত ব্রাশ করে নাও। পাশের টেবিলে ব্রাশ পেষ্ট রাখা আছে”
ব্রাশটা হাতে নিয়ে মুচকি হাসে মারিয়া , কিন্তু পেষ্ট হাতে নিতেই ওটার নিচের চিরকুটটা চোখে পড়ে–
“হেসো না, ফ্রেশ হয়ে অাস আগে”
বাথরুমের দরজায় লাগানো চিরকুট–
“হিটারে পানি গরম করা আছে”
মারিয়া হেসে বাথরুমে ঢুকতেই মিষ্টি পারফিউমের গন্ধ পাই! মনে মনে বলে “পাগলটা কখন কি-যে করে”, শেষে ফ্রেশ হয়ে তোয়ালে হাতে নিতেই আবার চিরকুট–
“আমার পছন্দের শাড়িটা আইরন টেবিলে ভাঁজ করা আছে, প্লীজ ওটা পরে নাও”
শাড়িটা পরে বেরিয়ে ড্রেসিং টেবিলে আসতেই, ওখানে লাগানো চিরকুটে দেখতে পায়–
“এই চুলটাতো ভাল করে মুছে নাও”
চুল মুছে ভেজা টাওয়াল স্ট্যান্ডে রাখতে গিয়ে–
“এই টিপ পড়তে ভুলে গেছ কিন্তু”
মারিয়া দৌড়ে এসে টিপ পড়তে গেলে, লাল টিপের পাতার নিচে–
“বেলকনিতে একবার যাও নাগো প্লীজ”
ওখানে যেতেই টি-টেবিলে মারিয়া র পছন্দের আদা- চায়ের সমস্ত ব্যবস্থা সাথে চিরকুট–
“ঠান্ডা হয়ে যাবে বলে চা বানালাম না। দু, চামচ চিনি দিয়ে চা টা বানিয়ে নাও”
চা বানিয়ে প্রিচসহ কাপ তুলতেই–
“একাই চা খেবে, আমাকে ডাকবে না? আমি কিন্তু চা খেয়ে অফিসে আসিনি”
..
..
মারিয়া ফোনটা হাতে নিয়ে তানভীর কে কল করতেই দরজাতে কলিং বেল বেজে উঠে। ও ছুটে দরজা খুলতেই, তানভীর গোলাপ বাড়িয়ে দিয়ে বলেঃ
— লাভ ইউ পাগলি….
মারিয়া কিছু বলতে পারে না শুধু শক্ত করে তানভীর কে জড়িয়ে ধরে! এমন সময় তানভীর আবার বলে,
— এই চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি মিথ্যে বলে অফিস থেকে বেড়িয়ে এসেছি তাই বেশি সময় দিতে পারবো না!!
মারিয়া তানভীর কে এক হাতে পেচিয়ে বারান্দার দিকে হাঁটতে হাঁটতে,
— তুমি এমন কেন?
—- আমার এই পাগলিটার জন্য–
— আমায় ঘুম থেকে তুললে না কেন?
—- তুললে কি পাগলিটা আমায় এমন করে জড়িয়ে ধরতো?
— কিহ্–?
“হাসতে হাসতে ওরা চায়ের কাপে চুমুক দেয়”

No comments

info.kroyhouse24@gmail.com