Breaking News

তুমিময় নেশা । পর্ব-০৬

রাইসার বাসায় ঢুকতেই সামনে পড়ে রাইসার আম্মু। মিহি সালাম দেয় তিনি সালাম এর জবাব দিয়ে মিষ্টি করে হেসে বললেন,
“তাহলে তুমি ই সেই মিহি! বাহ ভারী মিষ্টি চেহারা তো!”
মিহি কপট লজ্জা পায়।‌ রাইসা বলে উঠল,
“লজ্জায় লাল টমেটো হয়ে যাচ্ছে দেখি!”
“থাক রাইসা তুই ওকে তোর ঘরে নিয়ে যা আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি!”
“আচ্ছা চল মিহি!”
রাইসা মিহি কে নিয়ে তার ঘরে যায়।
নাতাশা কে মিনহাজ ও মিরার সামনে দাঁড় করানো হয়েছে। ঠিক যেনো সে কোনো খুনের আসামি। মিনহাজ আর মিরা প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে আছে সালিফের দিকে! নাতাশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না।
“সালিফ ছাড়ো বলছি আমাকে!”
“ছাড়বো কেন? তোমার রহস্য টা সবার জানা উচিত বুঝেছো!”
মিনহাজ বলে উঠলো,
“কিসের রহস্য? আর আমার মেয়ে কে এভাবে বেঁধে রেখেছো কেন?”
“আংকেল আপনারা প্রথম থেকেই ভুল করেছেন!”
“কি ভুল? আর কি উল্টাপাল্টা বলছো তুমি সালিফ?”
“উল্টাপাল্টা আমি বলি নি। এতো দিন আপনাদের উল্টাপাল্টা বুঝিয়েছে এই নাতাশা সেজে আসা সিমি মেয়েটা!”
“মানে?”
“উনাদের সব খুলে বলো!”
“মা বাবা তোমরা এর কথা বিশ্বাস করো না। সালিফ তোমাদের ভুল বোঝাচ্ছে!”
এতো দিন যাবৎ নাটক করছে। তার উপর মিনহাজের সব টাকা উড়িয়ে এসেছে। তারা দু’জন ই মেয়ে কে খুব ভালোবাসেন তাই কোনো বাঁধা ও দেয় নি। কিন্তু উনারা জানেন ই না এটা তাদের মেয়ে ই নয়! সালিফ একটা থাপ্পড় বসিয়ে দেয় সিমির গালে।
“বলবা নাকি আরো কয়েক টা লাগাবো?”
নাতাশা সেজে আসা মেয়েটি সিমি। মিনহাজের মেয়ে নাতাশা। সে কানাডায় চলে গিয়েছিলো বছর খানেক আগে। তাও তার মতের বিরুদ্ধে বিয়ে ঠিক করা হয়েছিলো বলে! তাও বাবা মায়ের উপর রাগ করে। এতো বছর বাবা মায়ের সাথে নিজ থেকে যোগাযোগ করে নি। দুঃসম্পর্কের ফুফির কাছ থেকে মিনহাজ খবর পেতো। মেয়ের কোনো ছবি দেখেন নি তারা ৪ বছরেও। রাগ কমার পর নাতাশা ফোন দিয়ে জানায় যে সে দেখে ফিরছে। তারা ও খুব খুশি হয়। যেহুতু উনারা মেয়ের চেহারা চিনতেন না নাতাশার জায়গায় সিমি খুব সহজে ঢুকে পড়েছিলো!
পরিস্থিতি থমথমে হয়ে গেছে। মিনহাজ ও মিরা স্তব্ধ হয়ে আছে। যেনো বিশ্বাস ই করতে পারছেন না এসব। কিন্তু এটাই সত্যি! নাতাশা অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে আছে! মিনহাজ নাতাশার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললো,
“আমার মেয়ে কোথায়?”
নাতাশার মুখে কোনো কথা নেই। মিনহাজ এবার আরো জোড়ে চেঁচিয়ে বললো,
“জবাব দাও আমার মেয়ে কোথায়? বলছো না কেন তুমি?”
এরপর নাতাশা যা বলে তা শুনে সবাই একেবারেই নির্বাক হয়ে যায়!
চলবে…..

No comments

info.kroyhouse24@gmail.com