Breaking News

অভিমানি । পর্ব - ০৩ এবং শেষ

মেঘা এসে আমাদের বললো, তোরা আমাকে মিথ্যা বললি কেনো? আমরা অবাক হয়ে জিগ্গেস করলাম, কি মিথ্যা বললাম?
মেয়েটার নামকি রিদয় বলতো?
মেঘার কথা শুনে রিদয় কি বলবে বুঝতে পারতেছে না। ওকে চুপ থাকতে দেখে মেঘা বললো, কি হলো চুপ করে আছিস কেনো?
না মানে মেয়েটার নাম তো মনে নাই
তুই ওকে ভালোবাসিস আর তার নামই তোর মনে নেই এটা কেমন কথা। সত্তিটা তো হলো মেয়েটা তোকে চিনেও না তাহলে কেনো মেয়েটাকে না দেখেই তুই বলে দিলি ভালোবাসিস?
রিদয় মনে মনে ভাবছে, কিছুখন আগে তো আমিও মেয়েটাকে ভালোবাসতাম না। কিন্তু এখন তো ভালোবাসি। আর কেনো এমন করেছি তা যদি বলি তাহলে রবি আমাকে ছাড়বে না। রিদয় মেঘাকে বললো, আরে এখন এসব বাদ দে রবি আজকে ট্রিট দিবে চল তো
মেঘা আর কথা বাড়ালো না

৩দিন পর
মেঘা এখন আগের থেকেও কম কথা বলে রবির সাথে। রবি বুঝতেছে না মেঘা ওর সাথে এমন কেনো করছে।
একদিন রবি ওর বন্ধুদের সাথে নদীর পাড়ে আসলো হঠাৎ মেঘাকে দেখলো। রবি মেঘাকে জিগ্গেস করলো, তুই আমাকে ইগনোর কেনো করতেছিস?
আমি কোথায় তোকে ইগনোর করলাম? এখন কি তোর সাথে সারাদিনই কথা বলতে হবে। আমারও তো স্বাধীনতা থাকা দরকার।
কেনো এতো পরিবর্তন জানতে পারি কি?
কোনো কারন নেই
বিরক্ত করার জন্য সরি

রবি আর কিছু না বলে মেঘার কাছ থেকে চলে আসলো। ও আর কখনও মেঘার সাথে যোগাযোগের চেষ্টা করেনি।
১০ দিন পর
রবির মাঝে অনেক পরিবর্তন এসেছে আগের মত আর কারও সাথে কথা বলে না। আর মেঘা ওকে সবকিছু থেকে ব্লক দিয়েছে ওর সাথে কথাও বলে না। রবিও মেঘার উপর অনেক অভিমান করে আছে
রিদয় একদিন মেঘাকে একটা ছেলের হাত ধরে ঘুরতে দেখলো। রিদয় সাথে সাথেই মেঘার কাছে জিগ্গেস করলো, ছেলেটা কে?

বয়ফ্রেন্ড আমার
মানে কি? কবে থেকে?
১ মাস হয়েছে
এর জন্যই বুঝি রবির সাথে যোগাযোগ বন্ধ করেছিস?
হ্যা। আমি রবির সাথে কথা বলি ও সেটা চায় না
রবি তোকে অনেক ভালোবাসে কিন্তু তুই ওর ভালোবাসা বুঝলি না। একদিন ঠিকই বুঝতে পারবি কিন্তু তখন অনেক দেঁড়ি হয়ে যাবে

এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না
রিদয় মেঘাকে আর কিছু বললো না। রবিকে এসে বলার পর রবি আরও কষ্ট পেলো। রবি ভাবলো মেঘা যার সাথে ভালো থাকবে তার সাথেই থাকুক।
হয়তো আমি ওর ভালোবাসার যোগ্য না। আমার কাছে ওর স্মৃতিগুলোই থাকুক

সমাপ্ত...

No comments

info.kroyhouse24@gmail.com