Breaking News

কালো বউ | পর্ব- ২৩



আরাফাতঃ এ,,,,এই ছবি তুই কোথায় পেয়েছিস,,,,?
আয়রাঃ সেটা দিয়ে তোর কী কাজ,,,,? যেখানেই পাই ছবিটা তো আর মিথ্যা নয়,,,, তোর সাধের তমসাকে তার বস কোলে করে কেনো যাচ্ছিলো জানিস,,,, তিনি ক্যাফেতে মাথা ঘুরে পরে গিয়েছিলো,,,,, হঠাৎ মাথা ঘুরে পরে গেলো কেনো বলতো,,,,? আর হসপিটালেই বা কেনো গিয়েছিলো,,,?
আরাফাতঃ ত,,তুই এখন যা এখান থেকে,,,(রেগে ধমক দিয়ে)
আয়রাঃ তোর চোখে ধুলো দিয়ে তোর হবু বউ তার বসের সাথে ঘুরে বেড়াচ্ছে,,,, সেই রাগ তুই আমার ওপর কেনো ঝাড়ছিস,,,,?
আরাফাতঃ I said go,,,, (চিৎকার করে,,)
(আয়রা কিছুটা ঘাবড়ে গিয়ে আবার পরক্ষণে মুখ ভেংচি কেটে চলে গেলো আর আরাফাত তমসাকে কল দিলো,,,, তিনবার কল দেওয়ার পর তমসা রিসিভ করলো,,,)
আরাফাতঃ কোন কাজে বিজি আছিস,,, কল রিসিভ করতে এতো লেট হলো,,,,,(দাঁতে দাঁত চেপে)
তমসাঃ ওয়াশরুমে গিয়েছিলাম,,,, এভাবে কেনো কথা বলছিস,,,?
আরাফাতঃ কেনো আমার কথা ভালো লাগছে না,,,, তোর বসকে এনে দিবো,,,, তার সাথে কথা বলবি,,,?
তমসাঃ এই কী বলছিস এসব,,,? মাথা ঠিক আছে তোর,,,?
আরাফাতঃ কেনো বসের কথা শুনে গায়ে লাগছে তোর,,,?
তমসাঃ কী হয়েছে তোর,,,? এভাবে কেনো কথা বলছিস,,,?
আরাফাতঃ মিস্টার মির্জার কোলে তুই কী করছিলি,,,,,? হসপিটালে কেনো গিয়েছিলি উনার সাথে,,,,?
তমসাঃ আরাফাত,,,,, (অবাক হয়ে) তুই জেনেছিস আমি হসপিটালে ছিলাম,,,, আমি কেমন আছি,,, আমার কিছু হয়েছে কিনা,,,,? এসব প্রশ্ন একবারও তোর মাথায় এলো না,,, তার পরিবর্তে তুই আমাকে জিজ্ঞেস করছিস স্যার আমাকে কোলে কেনো নিলো,,,? কেনো গিয়েছিলাম উনার সাথে হসপিটালে,,,, এই তোর ভালোবাসা আরাফাত,,,,? এক মিনিট,,,,,,? তুই কী বললি,,,? কেনো গিয়েছিলাম উনার সাথে হসপিটালে,,,,,,? তুই কী আমার ক্যারেক্টারে আঙ্গুল তুলছিস,,,,?
আরাফাতঃ ন,,,না,,,, আমি,,,, মানে,,,, আমার ভুল হয়ে গেছে,,,, আসলে আয়রা পিক দেখালো তুই মিস্টার মির্জার কোলে,,, মাথা খারাপ হয়ে গিয়েছিলো,,,,,।
তমসাঃ আর তাই তুই আমার ওপর সন্দেহ করেছিস,,,,?
আরাফাতঃ আমি,,, সরি,,, সরি আর এমন হবে না,,,।
তমসাঃ যে এখনই আমাকে বিশ্বাস করে না তার সাথে সারাজীবন কীভাবে কাটাবো আরাফাত,,,,?
আরাফাতঃ এ,,,,এই কী বলছিস এসব,,,? এই তমসা এতোদিন ওয়েট করার প্রয়োজন নেই,,, আমি আজই বাবার সাথে কথা বলছি,,, আমরা সামনের মাসে বিয়ে করবো,,,।
তমসাঃ কিন্তু,,,,,,
আরাফাতঃ প্লিজ তমসা,,,, আমি তোকে হারাতে চাই না কোনো কারণেই,,,,, আমি আজই কথা বলবো,,,,।
তমসাঃ আমার কথা শুন আরাফাত,,,,
আরাফাতঃ কোনো কথা না,,,, তোর কিছু করতে হবে না,,, যা করার আমি করছি,,,
তমসাঃ কিন্তু,,,, যা কেটে দিলো,,, কী হয়েছে ওর,,,? এমন বিহেভ কেনো করছে,,,?
আয়রাঃ ধূর,,,, কী করলাম আর কী হলো,,,? এটা তো আরো উল্টো হয়ে গেলো,,,, আমি কিছুতেই ঐ কয়লার ড্রামকে নিজের ভাবি বানাতে পারবো না,,,, ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিবো কীভাবে ঐ ব্লাক ডায়মন্ডকে,,, ভাইয়া যে কী দেখেছে এর মধ্যে আল্লাহ মালুম,,,,। কিন্তু আমি কিছুতেই ওকে আমার ভাবি হতে দিবো না,,,,, কিছুতেই না,,,,,(শয়তানি হাসি দিয়ে)
***
বৃষ্টিঃ (আমার কী দোষ,,,,? কিছুই বুঝতে পারছি না,,, সকালে মারামারি করে সারাদিন আমাকে এভয়েড করে যাচ্ছে,,, একটা বার তাকাচ্ছেও না,,,, আমি কী করেছি,,,,? এমন ভাব করছে যেনো আমাকে চেনেই না,,,,, দেখো ক্লাস নিচ্ছে কীভাবে,,,? মনে হচ্ছে একদিনে সবাইকে সব শিখিয়ে ফেলবে,,,) স্যার আমি বুঝতে পারিনি,,, (অনেকটা জোরে)
তানভীরঃ ক্লাসে মন থাকলে তো বুঝতে পারবে,,,(গম্ভীর গলায়)
বৃষ্টিঃ সেটা কী আমার দোষ স্যার,,,? মন যদি অন্যকেউ চুরি করে সেটা তার দোষ,,,,(শয়তানি হাঁসি দিয়ে)
(ক্লাসের সবাই একসাথে হেঁসে উঠলো,,, আর সিনহা অবাক হয়ে একবার বৃষ্টির দিকে তাকাচ্ছে তো একবার তানভীরের দিকে তাকাচ্ছে,,,, কারণ তানভীর কটমটে তাকিয়ে আছে বৃষ্টির দিকে,,,)
তানভীরঃ Shut up everyone ,,,, does it seem like a fish market ,,,?(জোরে ধমক দিয়ে,,, এক ধমকে পুরো রুমে পিনপতন নীরবতা)
বৃষ্টিঃ স্যার,,,,, আপনি এমন রিয়াক্ট করছেন কেনো,,,? আমি তো আর বলিনি আপনি মনটা চুরি করেছেন,,,, (মুচকি হেঁসে)
তানভীরঃ Shut up,,,, get out of my class,,, (জোরে ধমক দিয়ে,,,,)
বৃষ্টিঃ স্যার,,,,,
তানভীরঃ I said get out of here,,,,
বৃষ্টিঃ (স্যারের ধমকে চমকে উঠলাম,,, তারপর ক্লাস থেকে বের হয়ে গেলাম,,,, কী মনে করে নিজেকে,,,, একবার বাগে পাই,,, আমাকে ধমক দেওয়া না পুরো ক্লাসের সামনে,,,,? পুরো ভার্সিটির সামনে যদি আপনার কোলে না উঠেছি তাহলে আমার নামও বৃষ্টি চৌধুরী নয়,,,,রাগে ফুঁসতে ফুঁসতে ভার্সিটির বকুল তলায় গিয়ে বসলাম,,,, একটু পরই স্যার ক্লাস শেষ করে নিজের কেবিনের দিকে যেতে লাগলো,,, আমিও উঠে উনার দিকে যেতে লাগলাম,,,, উনি কেবিনে ঢুকতেই আমি কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিলাম আর স্যার ঘুরে আমার দিকে তাকালো,,,)
তানভীরঃ তুমি এখানে কী করছো,,,,?
বৃষ্টিঃ প্রবলেম কী আপনার,,,? আমার সাথে এমন কেনো করছেন,,? আমি গিয়ে রকিকে বলেছি আমার হাত ধরে টানাটানি করো,,,,?
তানভীরঃ তুমি সেটা না বললেও এটা করার সাহস তুমিই ওকে দিয়েছো,,,(বৃষ্টির দিকে তাকিয়ে)
বৃষ্টিঃ সেটা তো আমি আপনার জন্য করেছি,,? তাহলে সব কিছুর জন্য আপনি দায়ী,,,, তখন যদি বাবার কাছে আমার নামে কমপ্লেইন না করে রাজি হয়ে যেতেন তাহলে এসব কিছুই হতো না,,,,(গাল ফুলিয়ে)
তানভীরঃ এখন সব দোষ আমার,,,,(অবাক হয়ে)
বৃষ্টিঃ হ্যাঁ আপনারই তো,,,,
তানভীরঃ আমি তোমাকে বলেছিলাম এসব করতে,,?
বৃষ্টিঃ বাদ দিন না,,, (ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস করে,,,)
তানভীরঃ (এমন ফেস দেখলে কে রাগ করে থাকতে পারে,,,,?) হুম,,,
বৃষ্টিঃ কিন্তু আপনার জন্য একটা পানিশমেন্ট আছে,,,(রাগ করার ভান করে)
তানভীরঃ সব গন্ডগোল করলে তুমি আর পানিশমেন্ট আমার,,,?
বৃষ্টিঃ আপনি পুরো ক্লাসের সামনে আমাকে বকেছেন,,,, এখন সেটার শাস্তি পেতে হবে,,,
তানভীরঃ কী শাস্তি রাণী সাহেবা,,,,?
বৃষ্টিঃ চোখ বন্ধ করুন,,
তানভীরঃ চোখ কেনো বন্ধ করবো,,,,?
বৃষ্টিঃ আমি বলছি তাই,,,,(কড়া চোখে তাকিয়ে)
তানভীরঃ ওকে ওকে করছি,,,(চোখ বন্ধ করে নিলাম,,,)
বৃষ্টিঃ (এবার দেখবে মজা,,,, টুস করে উনার ঠোঁটে কামড় বসিয়ে দিলাম,,,,)
আউচ,,,,,,,
তানভীরঃ ইস,,,,,, এটা কী করলে,,? রক্ত বের হয়ে গেছে,,, এখনই ফোলে যাবে,,,, আমি বাইরে কীভাবে যাবো,,,,?
বৃষ্টিঃ আপনি আমাকে পুরো ক্লাসের সামনে হাঁসির পাত্রী বানিয়েছেন,,,, আমি কী এমনই এমনই ছেড়ে দিবো,,,,? এখন আপনি যার সামনে যাবেন সেই হাঁসবে,,৷
তানভীরঃ (কথা শুনে একটা শয়তানি হাঁসি দিলাম)
বৃষ্টিঃ কী হলো আপনি হাঁসলেন কেনো,,,?
তানভীরঃ এর শোধ বিয়ের পরের জন্য তোলা রইলো,,, তখনই এর শোধ নিবো,,, আর এখনকার উপায় আমার জানা আছে,,,, এটা আজকে আমার লাস্ট ক্লাস ছিলো,,, (মুখে একটা মাস্ক পরে নিলাম,,,) এখন কে আমাকে দেখে হাঁসবে,,,?(ভ্রু নাচিয়ে,,,)
বৃষ্টিঃ (কী বুদ্ধি,,,,? স্যার চলে গেলে রুম থেকে আমিও বের হয়ে সিনহার সাথে বাড়ি যাওয়ার জন্য বের হলাম,,,,)
তানভীরঃ (বাসায় এসে কলিংবেল বাজালে মা দরজা খোলে দিলো,,,, ভেতরে গিয়ে দেখি বাবা সোভায় বসে আছে,,, এই সময় বাবা বাসায়,,,,?) বাবা তুমি এখন বাসায়,,,,?
বাবাঃ আরাফাতের বাবা কল দিয়েছিলো,,,,
তানভীরঃ কেনো,,,,?
বাবাঃ জানি না,,,, আজ বিকেলে নাকি আমাদের বাসায় আসছে সবাই,,, আর্জেন্ট কথা নাকি আছে ,,,
তানভীরঃ আসলে আসবে,,, এখানে এখানে টেনশন করার কী আছে,,,,?
বাবাঃ উনারা এভাবে হঠাৎ কেনো আসছে,,, যদি বিয়ের জন্য না করে দেয়,,,,?
তানভীরঃ এসব কী বলছো,,,? এমন কেনো করবে,,,? আরাফাত তো তমসাকে ভালোবাসে,,,
বাবাঃ তাহলে কী এমন কথা,,,,?
চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com