Breaking News

ডাব বিক্রেতা । মেহরাব কাব্য

বাবাই তুমি এতো কষ্ট কেন করছো। তোমাকে না বলছি তুমি এই রোদে বসে থাকবে না।
কই মামনি রোদ।
তুমি শুধু মিথ্যে কথা বলো। এই রোদে বাবাই তোমার অনেক কষ্ট হয়।
কষ্ট হয় না মামনি৷ এখানেই যে আমার সৃতি আছে
ঠিক আছে আমি আর স্কুলে যাবো না
কেন
তুমি ডাব বিক্রি করবে আমি তোমার মাথায় ছাতি ধরে রাখবো।
তুমি স্কুলে যাবা। রোদ তো তোমার স্কুল ছুটির টাইমে পড়ে।
ঠিক আছে আমি তাড়াতাড়ি এসে তোমার মাথায় ছাতি ধরে রাখবো৷ তুমি ডাব বিক্রি করবে।
কাব্য মেয়েকে বুকে জরিয়ে নিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। ৭ বছরের মেয়ের মুখে এমন কথা শুনলে সব বাবাই আনন্দে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে।

৭ বছর আগে
কাব্য সবে মাত্র কলেজে উঠেছে কাব্যের ফ্যামিলির দিকটা বেশ ভালই। বেশি বড়লোক ও না গরিব ও না। সমাজে আর ৫ টা বড় ফ্যামিলির সাথে যায়। কাব্য ক্লাসে যেয়ে চোখটা আটকে গেলো সামনের বেন্জ্চের বসে থাকা মেয়েটার দিকে। হাসিটা যেনো কাব্যের মন যেয়ে কেড়ে নিলো। এতো সুন্দর হাসি কোন মেয়ের হয়।
জেরিনঃ এই ছেলে সমস্যা কি ( ডাক্কা দিয়ে সরিয়ে দিলো)
কাব্যঃ কি কি কিছু না তো আপু ( থ ম খেয়ে বললো সামনে ছিটকে যেয়ে পিছে ফিরে)
জেরিনঃ তাহলে দরজার সামনে দাড়িয়ে আছো কেন কাউকে ডুকতে দিবে না ( রাগি লুকে)
রাফসানঃ আপু কি হয়েছে। এই তুমি কি নতুন
ক্লাসের সবাই তাকিয়ে আছে
মারিয়াঃ ছেলেটার কপালে আজ দুঃখ আছে
জান্নাতঃ এই বড় আপুটা কি সারাজীবনই ফেল করেই থেকে যাবে। 
কলেজে আসলেই কোন না কোন ঝটলা পাকাবে।
তিশাঃ চুপ কর আপু শুনলে চুলের মুটি একটা ও রাখবে না।

কাব্যঃ জ্বী
রাফসানঃ এনি হলেন জেরিন আপু। আমাদের ক্লাসের সিনিয়র
কাব্যঃ সিনিয়র হলে আমাদের ক্লাসে কি
রাফসানঃ আরে বোকা আপু এই ক্লাসে এই নিয়ে ৩ বার ফেল করে রয়েছে ( হেসে দিয়ে)
জেরিনঃ রাফসানের বাচ্চা তোকে আজ আমি বিড়াল কাটা করবো৷ 
রাফসানঃ আপু আমি না ( দৌড় শুরু)
ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে দিলো।।।
কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। ক্লাস করার ফাকে ফাকে কাব্য জান্নাতের দিকে লক্ষ্য রাখছে বার বার
মারিয়াঃ এই দেখ নতুন ছেলেটা তোর দিকে বার বার তাকাচ্ছক।
জান্নাতঃ আমি কি করবো এটা তো আর নতুন না। কত ছেলেই তাকালো গেলো।
তিশাঃ তবে এর তাকানোটা ভিন্ন।
জান্নাতঃ ভিন্ন বলতে

রাফসানঃ এই তোর সমস্যা কি
কাব্যঃ কি সমস্যা হবে আমার
রাফসানঃ ব্ল্যাক বোর্ড এ না তাকিয়ে মেয়েদের দিকে তাকিয়ে কি দেখিস
কাব্যঃ ক ক কই কিছু না আমি তো স্যারের পড়া দেখছি
মারিয়াঃ সবার তাকানোর ভেতর এঙ্গেল থাকে কিন্তু এর তাকানো অন্য এঙ্গেল।
জান্নাতঃ মানে ও শরীরের দিকে তাকাচ্ছে। কোন কিছু সরে গেছে আমার।
তিশাঃ আরে নাহ। ও তো তোর মুখের দিকে তাকিয়ে আছে৷
মারিয়াঃ ছুটির পর বেটাকে বোঝাবো।।
কলেজ ছুটির পর কাব্য ক্যাম্পাস দিয়ে হেটে যাচ্ছিলো
জেরিনঃ এই ছেলে দাঁড়া
কাব্যঃ জ্বী আপু বলুন
জেরিনঃ কলেজে নতুন
কাব্যঃহ্যা

জেরিনঃ কলেজের একটা নীতি আছে জানিস
কাব্যঃ না আপু কি নীতি
জেরিনঃ যারা নতুন আসে তারা কান ধরে এই খান থেকে গেট পর্যন্ত যায়। তোকে ও যেতে হবে
কাব্যঃ কিন্তু আপু
জেরিনঃ তুই কিন্তু আনলি কেন ( চোখ রাঙ্গিয়ে)
তিশাঃ কি হয়েছে আপু এত রেগে আছেন কেন
জেরিনঃ আস্ত বেয়াদব পোলা বড় আপুর মুখে কথা।
জান্নাতঃ এই ছেলে আপুর কথা শুনিস না কেন? আপু রাগলে তোর হাত পা ঠিক থাকবে না।
কাব্যঃ আচ্ছা আপু যাচ্ছি।
কাব্য কান ধরে হাটতে লাগলো সবাই হাসছে পেছন থেকে
তিশাঃ জান্নাত মার মার ব্যস্ত।

জেরিনঃ আমার কাছে ও দে আমি ও মারি। পাইছি মুরগি একটা।
কাব্যের পিঠে মাথায় পঁচা ডিম মারছে। ভেঙ্গে কাব্যের শরীরে মাথায়।
কাব্য কান থেকে হাতটা ও সরাতে পারছে না। কি গন্ধ আজ কলেজে না আসলে হতো। কার যে মুখটা দেখছিলাম। কাব্য মনে মনে বকবক করতে লাগলো।
এদিকে সবাই হাসাহাসিতে শেষ৷ আজকে কাব্যের মতো মুরগি পাবে কেউ জানতো না। তাহলে বেশি করে মজা নিতো।
রাফসানঃ জেরিন আপু কি হয়েছে।
মারিয়াঃ মুরগি
রাফসানঃ কই।
জেরিনঃ সামনে তাকিয়ে দেখ
রাফসানঃ সকালের সেই ছেলেটা না। কি করছিস কি তিশা।
জেরিনঃ চুপ থাক বেশি কথা বললে তোর ও ঐ অবস্থা করবো।
রাফসানঃ তুমি এবার আর পাশ করতে পাবে না জেরিন আপু।
জেরিনঃ কি বললি

কাব্য গেইটের কাছে যেতে না যেতেই কান ছেড়ে দিয়ে গেইটের বাইরে দৌড় দিলো।
দূর ক্লাস থেকে কত প্ল্যান করে বের হলাম 
এখন এই গন্ধ পচা ডিম শরীরে নিয়ে গেলে পাবলিক গন্ধ পেয়ে পিটাবে। 
আমার আর মানসম্মান থাকবে৷ একটু কি দাড়িয়ে যাবো। 
যদি হাসি মুখটা আরেকবার দেখতে পাই। 
আচ্ছা ওরা আমাকে আবার দেখলে যদি পঁচা ডিম মারে। না গাছের আড়ালে দাড়িয়ে যায়।
রাফসান দৌড় দিলো জেরিন পিছুপিছু।
জান্নাতঃ মুরগি তো পেলাম প্রতিদিন কিছু না কিছু করবো।
তিশাঃ হ্যা। চল এখন বাসায় যায়।কাল নতুন আইডিয়া বের করবো।
মারিয়াঃ হ্যা চল।
জান্নাত মারিয়া তিশা তিনজনেই গেইট দিয়ে বের হলো৷ 
কাব্য জান্নাতকে দেখতে পেয়ে খুশি হয়ে গেলো। জান্নাতরা চলে গেলো। 
কাব্য সেখান থেকে বাসায় চলে আসলো।।

চলবে..

No comments

info.kroyhouse24@gmail.com