বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর
বিবির পুকুর বাংলাদেশের বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শতবর্ষের পুরানো ও ঐতিহ্যবাহী কৃত্তিম জলাশয়। ১৯০৮ খ্রিস্টাব্দে উলিয়াম কেরির পালিত সন্তান জিন্নত বিবির উদ্যেগে জনগণেরপানির কষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডের পূর্ব পাশে ৪০০ পুট দৈর্ঘ্য ও ১৮৫০ ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। পরবর্তীতে এটি তার নাম অনুসারে ‘বিবির পুকুর’ নামে পরিচিত লাভ করে। বাংলাদেশের অন্য কোন বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয়/ পুকুর নেই এবং এটি বরিশাল নগরীর অন্যতন সৌন্দয ও ঐতিহ্য বলে বিবেচিত হয়।
আপনি যদি বরিশালে ঘুরতে গিয়ে থাকেন তাহলে বিবির পুকুর না দেখে থাকলে চরম মিস করবেন। আর বিবির পুকুর দেখতে গেলে সন্ধার সময় যাবেন কারন সন্ধায় দেখতে একটু অন্যরকম আমারকাছে মনে হয়েছে। যদিও আমি সকাল বিকাল সন্ধা সব সমই দেখেছি।
বিঃ দঃ বিবির পুকুরের দিনে এক রকম এবং রাতে অন্য রকম যা আপনি মিলাতে পারবেন না। রাতের বিবির পুকুর সাজে এক ভিন্ন সাজে চার পাশে ছোট ছোট টং দোকান ও ভ্রামনান দোকান তো আছেই। তাছাড়া আপনার দৃষ্টি কারবে প্রকৃতিক ও কোলাহল মুক্ত একটি পরিবেশ।
No comments
info.kroyhouse24@gmail.com