খুলনা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়সূচী
আপনি যদি খুলনা থেকে ট্রেন যোগে যাতয়াত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারনা থাকতে হবে। কারন বেশির ভাগ মানুষই মাত্র এক দুই মিনিটের জন্যই ট্রেন ফেল করে। তবে আপনার যদি ট্রেন ছাড়ার সময় সম্পর্কে সঠিক তথ্য জানা থাকে তাহলে আপনকে আর ট্রেন ফেল করতে হবে না। আপনদের সুবিধার জন্য খুলনা থেকে ছেড়ে যাওয়া সবগুলো ট্রেনের সময় সুচী দেওয়া হয়েছে।
খুলনা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়সূচী নিচে ছক আকারে দেওয়া হলোঃ-
মনে রাখবেন বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনের সময় সূচী যে কোন সময় পরিবর্তন করার ক্ষমতা রাখে।
খুলনা হইতে আন্তঃনগর ট্রেন: | ||||||
ট্রেন নং | নাম | বন্ধের দিন | হইতে | ছাড়ে | গন্তব্য | পৌছায় |
715 | কপোতাক্ষ এক্সপ্রেস | শনিবার | খুলনা | 6:30 | রাজশাহী | 12:20 |
725 | সুন্দরবন এক্সপ্রেস | মঙ্গলবার | খুলনা | 20:30 | ঢাকা | 5:40 |
727 | রুপসা এক্সপ্রেস | বৃহস্পতিবার | খুলনা | 7:15 | চিলাহাটি | 17:00 |
747 | সিমান্ত এক্সপ্রেস | না | খুলনা | 21:15 | চিলাহাটি | 6:20 |
761 | সাগরদাঁড়ি এক্সপ্রেস | সমবার | খুলনা | 16:00 | রাজশাহী | 22:00 |
763 | চিত্রা এক্সপ্রেস | সমবার | খুলনা | 8:40 | ঢাকা | 17:40 |
3130 | বন্ধন এক্সপ্রেস | শুধু মাত্র মঙ্গলবার চলে ট্রেনটি | খুলনা | 13:30 (BST) | কলকাতা | 18:10 (IST) |
খুলনা হইতে মেইল/এক্সপ্রেস ট্রেন: | ||||||
ট্রেন নং | নাম | বন্ধের দিন | হইতে | ছাড়ে | গন্তব্য | পৌছায় |
15 | মহানন্দা এক্সপ্রেস | না | খুলনা | 11:00 | চাঁপাইনবাবগঞ্জ | 21:40 |
23 | রকেট এক্সপ্রেস | না | খুলনা | 9:30 | পার্বতীপুর | 22:00 |
25 | নকশি কাঁথা এক্সপ্রেস | না | খুলনা | 2:00 | গোয়ালন্দ ঘাট | 11:00 |
53 | বেনাপোল কমিউটার | না | খুলনা | 6:00 | বেনাপোল | 8:30 |
95 | খুলনা কমিউটার | না | খুলনা | 12:10 | বেনাপোল | 14:30 |
No comments
info.kroyhouse24@gmail.com