কালো বউ | পর্ব -২৪
তমসার বাবাঃ হঠাৎ করে এমন ডিসিশনের কারণ বুঝতে পারছি না,,,,
আ-বাবাঃ বিয়ে আজ হোক আর ছয়মাস পর,,, সেটা তো হতোই,,,, এমনিতে তমসা মামুনির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে,,,, তাছাড়া শুভ কাজ ফেলে না রাখাই ভালো মনে করছি,,,।
ত-বাবাঃ আপনারা যেটা ভালো মনে করেন,,,,
আ-বাবাঃ এই মাস তো প্রায় শেষই হয়ে গেছে,,, আমরা আগামী মাসের পনেরো তারিখ বিয়ের ডেট ফিক্সড করতে চাইছি,,,,
ত-বাবাঃ তাহলে তো হাতে বেশি সময় নেই,,,,
আ-বাবাঃ হ্যাঁ,,,, তাড়াতাড়ি বিয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে,,, কী বলো আরাফাতের মা,,,?
আ-মাঃ তোমাদের বাপ ছেলের যখন যা মর্জি হয় তাই করো,,, আমার মতামতের কোন প্রয়োজন আছে নাকি,,,,
(আরাফাতের মায়ের কথা শুনে সবার মুখের হাঁসি উধাও হয়ে গেলো,,, আরাফাতের মা মুখ ভেংচি কেটে ফোন নিয়ে বিজি হয়ে গেলো,,, আরাফাতের বাবা কী বলবে ঠিক বুঝতে পারছে না,,,, তানভীরের কপাল কুঁচকে গেছে,,, মনে হচ্ছে রেগে গেছে,,,, সেটা তমসা খেয়াল করলো,,,)
তমসাঃ আঙ্কেল আপনি তো কিছুই নিলেন না,,,, একটু কিছু মুখে দিন,,,,(কথা ঘুরানোর জন্য)
আ-বাবাঃ হ্যাঁ মামুনি নিচ্ছি তো,,,,(একটা জুসের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিয়ে রেখে দিলাম,,,) এবার তাহলে আমরা উঠি,,,
তমসার মাঃ আরে কী বলছেন,,, ? রাতের ডিনার সেরে যাবেন না,,,,,?
আ-বাবাঃ না সেটা আজ সম্ভব নয়,, আমার এখন আবার একটু অফিসে যেতে হবে,,,, আর আরাফাতের ও,,,,, চলো সবাই উঠা যাক,,,
তমসাঃ(আরাফাত একটু পরপর আমার দিকে তাকাচ্ছে,,,, এখন মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না,,,, ফোনে কীসব বললো,,, ওর দিক থেকে চোখ সরিয়ে নিলাম,,,,,একটু পর সবাই চলে গেলো,,, )
***
রোদঃ এই মেয়েকে কল দিতে দিতে পাগল হয়ে গেলাম রিসিভ করার নাম নেই,,,, ফাজিল মেয়ে একটা,,,, হায় রে রোদ চৌধুরী প্রেমে পরার আর মেয়ে খোঁজে পেলি না,,,,,
জনঃ What happen Rod,,,,? তুমি কার সাথে কথা বলছো,,,(ভাঙা ভাঙা বাংলায়)
রোদঃ (জনের কথা শুনে তার দিকে তাকালাম,,,, জন কানাডার,,,, এখন এদের আর নিজের মধ্যে খুব একটা তফাত খোঁজে পাই না,,, কিন্তু এর বাংলা বলা শুনলে হাঁসবো নাকি কাঁদবো বুঝতে পারি না,,, আমি টিচার হিসাবে কতটা খারাপ তার প্রমাণ জন,,, জনকে বাংলাটা আমিই শিখিয়েছি,,, তাই এখন এর আধমরা বাংলা সয্য করতে হয় সবসময়,,,। এখানে সবার সাথেই আমার ভালো বন্ধুত্ব তবে জন বলতে গেলে আমার বেস্টফ্রেন্ড,,,,) কিছু না এমনই,,,, জন,,?
জনঃ ইয়াহ,,,,,,
রোদঃ ভাবছিলাম এবার ও-ই কেনে অস্ট্রেলিয়া যাবো,,, অনেকদিন হলো ফুপির সাথে দেখা হয় না,,,, আর মাহির সাথেও না,,,,, তুমি যাবে,,,,?
জনঃ অবশ্যই যাবো,,,, আমার তো ঘুরতে অনেক ভালোলাগে,,,,, আরো কাউকে বলবে,,,,? নাকি শুধু আমরাই যাবো,,,,?
রোদঃ শুধু আমি আর তুমিই যাবো,,,,,
জনঃ ওকে,,,,,
রোদঃ (জনের সাথে কথা বলতে বলতেই সিনহাকে কল দিয়ে যাচ্ছি,,,, কিন্তু রিসিভ করছে না,,,, এবার সত্যি রাগ লাগছে,,,, গতকাল থেকে কল দিচ্ছি,,, এখন তো বাংলাদেশে রাতও নয়,,,, সকাল নয়টার বেশি,,,, সিনহার ভার্সিটি যাওয়ার টাইম,,,,, তাহলে কল কেনো ধরছে না,,,,,।
জনঃ আমি বাসায় যাচ্ছি,,,, সকালে ভার্সিটি যেতে হবে,,,,,
রোদঃ কেবল এগারোটা বাজে জন,,,, এখনই বাসায় গিয়ে কী করবে,,,,?
জনঃ একটু স্টাডি করতে হবে,,,, সামনে এক্সাম আছে,,, তোমার মনে নেই,,,,।
রোদঃ হ্যাঁ হ্যাঁ আছে,,, ঠিক আছে চলো আমিও বের হচ্ছি,,,,(জন আর আমি ক্লাব থেকে বের হয়ে পার্কিং থেকে যার যার গাড়ি নিয়ে বের হয়ে আসলাম,,,,,)
★★★
সিনহাঃ আপু আমার ফোন দেখেছিস,,,, গতকাল ভার্সিটি থেকে এসে কোথায় রেখেছি মনে নেই,,, একি তুই রেডি হচ্ছিস কেনো,,,? তুই না অসুস্থ আর তোর স্যার তিন দিনের ছুটি দিয়েছে,,,,?
তমসাঃ ছুটি দিয়েছিলো,,,, আবার ফোন দিয়ে ক্যান্সেল করে দিয়েছে,,,, অফিসে নাকি অনেক কাজ আছে,,,,,,(হাতে ঘড়িটা পরে নিয়ে সিনহার ফোন ওর দিকে এগিয়ে দিলাম,,,) গতকাল ভার্সিটি থেকে এসেই তো আমাকে নিয়ে বিজি হয়ে গিয়েছিলি,,, ফোন আমার রুমে রেখে গিয়েছিলি,,, আমি অনেক রাতে দেখেছি তাই আর তোকে ডাকিনি,,,,
সিনহাঃ কেউ কল দিয়েছিলো,,,,? (ফোন হাতে নিয়ে)
তমসাঃ বলতে পারবো না,,,, সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দিয়েছিলাম,,,,,
সিনহাঃ ওকে,,,,, অফিস যাচ্ছিস ঠিক আছে,,, তবে খাবার ঠিক সময়ে খেয়ে নিবি,,,, মনে থাকবে,,,?
তমসাঃ খুব ভালো করেই থাকবে মেরি মা,,, এখন চল,,, আমিও আজ তোর সাথেই যাচ্ছি,,,,
সিনহাঃ দাঁড়া আমার ব্যাগ নিয়ে আসছি,,,,
তমসাঃ ওকে,,,,,
সিনহাঃ (রুমে আসতে আসতে ফোনের লক খোলে আমার চোখ কপালে,,,,, পাঁচশ বারের উপরে কল দিয়েছে,,,, এ কী পাগল নাকি রে বাবা,,,,?)
তমসাঃ কী রে চল,,,,, লেট হচ্ছে তো,,,
সিনহাঃ আ,,,,আসছি,,,,,(আপুর সাথে ভার্সিটি পর্যন্ত আসতেই আরো পনেরো বিশবার হয়তো দিয়েছে,,,,, রিকশা থেকে নেমে আপুকে বায় বললাম আর আপু চলে গেলো,,,, ওমনি হাতের ফোন বেজে ওঠলো,,,,,) হ,,,,হ্যালো,,,,?
রোদঃ কোথায় ছিলে তুমি হ্যাঁ,,,, গতকাল থেকে কতবার কল দিয়েছি,,,,,,?(রেগে ধমক দিয়ে) কত টেনশনে ছিলাম,,,, তুমি ঠিক আছো কিনা,,,,
সিনহাঃ কেনো আমি এসব করতে বলেছি,,,,?
রোদঃ ত্যাড়া কথা বলবে না বলে দিলাম,,,,, কোথায় ছিলে বলো,,,,( জোরে ধমক দিয়ে,,,,)
সিনহাঃ ব,,,,বাসায় মেহমান এসেছিলো,,,,(ভয়ে ভয়ে)
রোদঃ মেহমান কেনো এসেছিলো,,,,?
সিনহাঃ বিয়ের তারিখ ঠিক করতে,,,,,
রোদঃ What,,,,,,,,,? কিসের বিয়ে,,,, কার বিয়ে,,,,?(ব্যস্ত হয়ে)
সিনহাঃ আরে,,,, আমার,,,,ন,,,,(এক মিনিট,,,, আমিও বুদ্ধু একটা,,,, যদি আপুর কথা না বলে আমার কথা বলি,,, তাহলে আর ডিস্টার্ব করবে না,,,, বাহ সিনহা তোর মাথায় কতো বুদ্ধি,,,,)
রোদঃ আমার কী,,,,,?
সিনহাঃ আরে আমার বিয়ে,,,, আর কার বিয়ে হবে,,,, আগামী মাসের পনেরো তারিখ আমার বিয়ে,,,,,
রোদঃ What the hell are you saying ,,,,? তোমার সাহস হলো কীভাবে বিয়েতে রাজি হওয়ার,,,,,?
সিনহাঃ আরে আজব তো,,,, আমার বিয়েতে আমি রাজি হবো না তো কী অন্যকেউ রাজি হবে,,,,?
রোদঃ বের করছি তোমার বিয়ে,,, আমিও দেখছি কীভাবে তুমি বিয়ে করো,,,,(ফোন কেটে রাগে পাশের সিটে ছুড়ে মারলাম,,,, বিয়ে করবে তুমি না,,,, বের করছি তোর বিয়ে করা আমি,,,, বিয়ে পনেরো তারিখ আর আমার এক্সাম শেষ চৌদ্দ তারিখ,,,,, এক্সাম শেষ করেই চলে যাবো আর,,,, বিয়ের আসর থেকে কনে গায়েব হয়ে যাবে,,,, রোদ চৌধুরীর যেটা চাই সেটা যে করেই হোক আদায় করতে জানে,,,,, শয়তানি হাসি দিয়ে,,,
সিনহাঃ উল্লু বানায়া বাড়া মাজা আয়য়া,,,,,
বৃষ্টিঃ এখানে দাঁড়িয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি করছিস কেনো,,,, ক্লাস শুরু হয়ে গেলো,,,,
সিনহাঃ এই রে,,, মনেই ছিলো না,,,, চল চল,,,,, (বৃষ্টির সাথে ক্লাসে চলে গেলাম,,,,)
***
রুপকঃ মিস তমসা আধ ঘন্টা লেট,,,, প্রথম দিনই বলেছিলাম আমার লেট করে অফিসে আসা একদম পছন্দ নয়,,,,,
তমসাঃ স,,,স্যার আসলে,,,,,
রুপকঃ আমি জানি তুমি গতকাল অসুস্থ ছিলে,,,, এমন সিরিয়াস কিছু হয়নি সেটাও জানি,,, গতকাল তুমি প্রথম ভুল করেছো আর আজ দ্বিতীয় ভুল করলে,,,, আর একটা চান্স বাকি আছে তোমার,,,
তমসাঃ ও,,,ওকে স্যার,,,,,
রুপকঃ গতকাল মিস্টার আরাফাতের সাথে মিটিং ছিলো বিকেলে,,,, ক্যান্সেল করে দিয়েছে,,,,, জানতে পারলাম তোমাদের বাড়ি গিয়েছে,,,,, কেনো?
তমসাঃ বিয়ের ডেট ফিক্সড করতে,,,,,
রুপকঃ ওহ্ ,,,,,, করা হয়েছে,,,,?
তমসাঃ জী স্যার,,,, আগামী মাসের পনেরো তারিখ,,,,,
রুপকঃ Congratulations ,,,,, ইনভাইট করলে না,,,,?
তমসাঃ কার্ড ছাপা হয়নি স্যার,,,, হয়ে গেলে অবশ্যই করবো,,,(মুচকি হেঁসে,,,)
রুপকঃ গুড,,,,,(তোমার মুখের এই হাঁসি বেশিদিন স্থায়ী হবে না মিস তমসা,,,, দেখা যাক কী হয়,,,, রহস্যময় হাঁসি দিয়ে)
চলবে,,,,
No comments
info.kroyhouse24@gmail.com