Breaking News

কালো বউ | পর্ব- ২৫



রুপকঃ এই ফাইলগুলো লান্সের আগে কমপ্লিট করে আমাকে দেখাবে,,,,,(একগাদা ফাইল এগিয়ে দিয়ে)
তমসাঃ স,,,স্যার এতগুলো ফাইল লান্সের আগে কীভাবে পসিবল,,,(হতাস হয়ে)
রুপকঃ কেনো পসিবল না,,,, এই তো মাত্র কয়েকটা ফাইল,,,,, এখনই শুরু করে দাও,,, মনে রেখো দুইটা ভুল অলরেডি করে ফেলেছো,,, আর করলে,,,
তমসাঃ ওকে,,,, ওকে আমি করে দিচ্ছি,,,(ফাইলগুলো নিয়ে বের হয়ে যাওয়ার আগে আবার ঘুরে দাঁড়ালাম স্যারের দিকে,,)
রুপকঃ কিছু বলবে,,,,?
তমসাঃ স্যার,,,, আঙ্কেল কেমন আছে এখন,,,,?
রুপকঃ এখন ভালো আছে,,, তুমি তোমার কাজে যাও,,,
তমসাঃ ওকে,,,,(স্যার হঠাৎ করে এমন কেনো করছে,,,,)
ক্রিংক্রিংক্রিং
তমসাঃ(ফোন বেজে উঠলে ধ্যান ভাঙলো,,,, আরাফাত এখন কেনো ফোন দিচ্ছে,,,) হ্যালো,,,
আরাফাতঃ হাসবেন্ডের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো না,,,, সালাম না দিয়ে হ্যালো,,,,?
তমসাঃ আসসালামু আলাইকুম,,,, কৃপা করে এখন বলবেন কেনো কল দিয়েছেন,,,,? (মুচকি হেঁসে)
রুপকঃ(কতো সুন্দর করে কথা বলছে উডবির সাথে,,, আচ্ছা এই সেই মেয়ে তো,,, যে একটু কথা বলার জন্য,,,, একটু খেলার জন্য আমার আশেপাশে ঘুরঘুর করতো,,, তমসাকে তো দেখে মনেও হচ্ছে না সেই ছোটবেলার কথা তার মনে আছে,,,কাঁচের দেয়ালের ওপারে তমসা কথা বলছে আরাফাতের সাথে,,, মুখের উজ্জ্বলতা দেখেই বুঝা যাচ্ছে,,,)
আরাফাতঃ আজকে কিছু শপিং করবো,,, বিকেলে বের হবে আমার সাথে,,, বিয়ের তো বেশি দিন বাকি নেই,,, ধীরে ধীরে সব গুছাতে হবে,,,
তমসাঃ(আরাফাতের কথা শুনে ঠোঁটের কোণের মুচকি হাসি হাওয়া হয়ে গেলো,,, চোখ গেলো সামনে পড়ে থাকা এক গাদা ফাইলের দিকে,,, কী বলবো এখন আরাফাতকে,,,,?) আরাফাত,,,,,
আরাফাতঃ এখন প্লিজ বলো না,,, তুমি বিজি আছো,,,,,
তমসাঃ স্যার এক গাদা ফাইল দিয়েছে লান্সের আগে কমপ্লিট করতে,,,,, লান্সের আগে তো দূর আফিস টাইমের আগেও শেষ করা পসিবল নয়,,,,(কথা বলতে বলতেই ফাইলগুলোর একটা পিক তুলে আরাফাতকে দিলাম,,,,)
আরাফাতঃ (পিকটা ওপেন করে দেখলাম,,, সত্যি অনেকগুলো ফাইল,,,,) ওকে,,,, ঐ অফিসে আমার পরিচিত একজন আছে,,, তাকে বলে দিচ্ছি তোমাকে হেল্প করতে,,,, তবে মিস্টার রুপক যেনো জানতে না পারে,,,,
তমসাঃ ওকে,,,,(খুশি হয়ে)
রুপকঃ (এর হাসি আর সয্য হচ্ছে না,,,, সুইচ দিয়ে পর্দা নামিয়ে দিলাম যাতে বাইরে দেখতে না পাই,,,, কাজটা শেষ করতে লেট হোক তারপর হাসাহাসি করা বের করবো,,, নিজের কাজে মন দিলাম,,,,)
তমসাঃ(একটু পর একটা মেয়ে এসে হাফ ফাইল নিয়ে গেলো আমার থেকে,,,, মেয়েটাকে অফিসে দেখেছি তবে চিনি না,,,, নাম বললো কাজল,,,, আমিও তাড়াতাড়ি বাকি ফাইলগুলো দেখতে লাগলাম,,,,)
***
বৃষ্টিঃ (ক্লাস শুরু হয়েছে কেবল,,, আর বারবার ফোনটা ভাইব্রেট করে উঠছে,,, ভাইয়া এতো বারবার কেনো কল দিচ্ছে এখন,,,,? কল রিসিভ না করায় ম্যাসেজ দিলো,,, এমন তো করে না কখনো,,, ম্যাসেজ ওপেন করলাম,,,)
রোদঃ Pick up the phone ,,, I want to talk to you immediately,,,,,
বৃষ্টিঃ(কী করবো এখন,,,,? ভাইয়া তো কখনো এমন করে না,,, নিশ্চয়ই কোনো জরুরি কথা,,,, স্যারকে ওয়াশরুমের কথা বলে রুম থেকে বের হলাম,,, আর সাথে সাথেই ভাইয়ার কল,,,,) কী হয়েছে,,,,
রোদঃ সিনহার বিয়ে কবে,,,,?(রেগে)
বৃষ্টিঃ সিনহার বিয়ে,,,?(সিনহার বিয়ে এলো কোথা থেকে আবার,,,,? ভাইয়া কী পাগল টাগল হয়ে গেলো নাকি,,,, কী বলছে এসব,,,,?)
রোদঃ তুই মনে হচ্ছে আকাশ থেকে পড়লি,,,?
বৃষ্টিঃ ন,,,না মানে তুই কোথা থেকে শুনলি,,,,?
রোদঃ কী মনে করেছিস,,,? তুই না বললে আমি জানতে পারবো না,,,,,? আমি সিনহাকে কল দিয়েছিলাম,,, বললো আগামী মাসের পনেরো তারিখ ওর বিয়ে,,,,।
বৃষ্টিঃ (এটা কী হলো,,,,? বিয়ে তো তমসা আপুর,,,, সিনহা মিথ্যা কেনো বললো,,,,?)
রোদঃ কী হলো,,, বোবা হয়ে গেছিস নাকি,,,,?
বৃষ্টিঃ হ্যাঁ বিয়ে তো হবে,,,, কিন্তু সিনহার,,,,
রোদঃ কী মনে করেছিস,,,, ঐ মেয়ে বিয়ে করবে আর আমি বসে বসে দেখবো,,,, আমি দেশে ফিরছি পনেরো তারিখ,,,,,, বিয়ে কীভাবে হয় আমিও দেখে নিবো,,,, তুই হেল্প করলে ভালো না করলে আমি নিজেই সব করতে পারবো,,,,
বৃষ্টিঃ ক,,,কী করবি তুই,,,,?(অবাক হয়ে)
রোদঃ বিয়ের আগেই কনে গায়েব হয়ে যাবে,,, তখন বিয়ে কীভাবে হবে,,,,?
বৃষ্টিঃ গায়েব হবে মানে,,,(চোখ বড়বড় করে)
রোদঃ কিডন্যাপ করে নিবো,,,, তারপর দেখি কী করে,,,,?
বৃষ্টিঃ আরে পাগল,,,,,(মাথায় হাত দিয়ে,,,) তুই বিয়ের কনে কিডন্যাপ করবি,,,, কিন্তু কনে তো সিনহা,,,,,,,,
রোদঃ তো আমি কখন বললাম কনে সিনহা না,,,,,
বৃষ্টিঃ না তো আমি বলবো,,, কিন্তু তুই শেষ করতে দিচ্ছিস কোথায়,,,,,?
রোদঃ তুই না করবি আর সেটা শুনে আমি হাত গুটিয়ে বসে থাকবো মনে করেছিস,,,,? এই প্রথম রোদ চৌধুরী কারো প্রেমে পড়েছে,,,, এমনই এমনই তাকে অন্যকারো হতে দেখবে,,,,?
বৃষ্টিঃ আরে আমার পুরো কথা তো শেষ করতে দিবি,,,,?
রোদঃ আমি তোর কোনো কথা শুনার জন্য কল দেয়নি,,,, কল দিয়েছি তুই আমাকে হেল্প করবি কিনা জানার জন্য,,,,, (রাগে কটমট করে,,,,)
বৃষ্টিঃ রাগে তোর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে,,,, মাথা ঠান্ডা হলে তারপর কল দিস,,,, আল্লাহ হাফেজ,,, (কল কেটে দিলাম,,,, আমার পুরো কথাই শুনছে না,,,, বিয়ের কনে কিডন্যাপ করবে,,,, কনে তে সিনহা না,,,, তমসা আপু,,,, আর তমসা আপুকে কিডন্যাপ করবে নাকি এ,,,,, সিনহার বিয়ের খবর কোথায় পেয়েছে আল্লাহ জানে,,,, বললো তো সিনহা বলেছে,,, সিনহা মিথ্যা কেনো বললো,,,,?)
রোদঃ(রাগে ফোন আছাড় দিয়ে বিছানায় ফেললাম,,,, সত্যি মাথা কাজ করছে না আমার,,,, এই ইস্টুপিট মেয়ে কীভাবে রাজি হলো বিয়েতে,,,?)
তানভীরঃ বৃষ্টি,,,, ক্লাস বাদ দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছো,,,?
বৃষ্টিঃ ভাইয়া কল দিয়েছিলো,,,,
তানভীরঃ কেনো সমস্যা,,,,,?
বৃষ্টিঃ (সমস্যা তো অনেক বড়,,,, এখন আপনাকে কীভাবে বলি আমার ভাইয়া আপনার বোনকে কিডন্যাপ করার প্লান করছে,,,,,,,)
তানভীরঃ কী ভাবছো,,,?(কপাল কুঁচকে)
বৃষ্টিঃ ন,,,না কিছু ভাবছি না,,,, ভাইয়া এমনই কল দিয়েছিলো,,,,, কথা বলা শেষ,,, আমি ক্লাসে যাচ্ছি,,,
তানভীরঃ ওকে যাও,,,,
বৃষ্টিঃ (স্যারের দিকে না তাকিয়ে ক্লাসে চলে গেলাম৷)
তানভীরঃ এর আবার কী হলো,,,,?(বৃষ্টির দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে চলে গেলাম)
বৃষ্টিঃ (ক্লাসে গিয়ে সিনহার দিকে তাকালাম,,,, মনে মনে বলতে লাগলাম,,,, কোন পাগলকে কী বলেছিস,,,? এখন তো তোকে কুরবানির গরু বানাবে,,,, আমরা ভাইবোন দুজনেই বাবা-মার উল্টো,,,, বাবা-মা দুজনই গম্ভীর প্রকৃতির আর আমরা ভাইবোন ফুপির মতো তেদর প্রকৃতির,,,, ভাইয়ার মাথায় একবার যখন ঢুকেছে তোকে কিডন্যাপ করবে তাহলে সেটা করেই ছাড়বে,,, এখন আমি কী করবো,,? আমার কথাই তো শুনছে না,,, বসে বসে কলম কামড়াতে লাগলাম আর ভাবতে লাগলাম কী করা যায়,,,? আমাকে এমন করতে দেখে সিনহা একটু পর পর সরু চোখে তাকাচ্ছে আর আমি প্লাস্টিক মার্কা একটা হাসি দিচ্ছি আর ও বিরক্ত হয়ে আবার সামনে তাকাচ্ছে,,,,,,)
***
তমসাঃ(লান্সের আগেই কাজলের নেওয়া ফাইলগুলো দিয়ে গেলো,,,, আমার ফাইলগুলোও কমপ্লিট হয়ে গেছে প্রায়,,,, শেষ হয়ে গেলে স্যারের কেবিনে চলে গেলাম,,,,) May i come in sir,,,?
রুপকঃ come,,,,,
তমসাঃ স্যার লান্সের টাইম হয়ে গেছে,,, আর ফাইল কমপ্লিট,,, (সব ফাইল টেবিলে রাখলাম,,,,)
রুপকঃ (ফাইল কমপ্লিট শুনে অবাক হয়ে তাকালাম,,,,) স,,সবগুলো কমপ্লিট,,,?
তমসাঃ ইয়েস স্যার,,,,,,
রুপকঃ (এতো তাড়াতাড়ি কীভাবে করলো,,,?)
তমসাঃ স্যার আমাকে ছুটি দিতে হবে একটু,,,,(মাথা নিচু করে,,,)
চলবে,,,,

No comments

info.kroyhouse24@gmail.com