Breaking News

কালো বউ । পর্ব -০৮



আকাশঃ আমি জামি তুমি টিউশন পড়াও না,,, কিন্তু বৃষ্টিকে পড়াতে হবে,,,
তানভীরঃ সরি আঙ্কেল,,, এটা পসিবল না,,, টিচার পেশা বেছে নিয়েছি শখের বসে,,, আপনার মতো এতো বড় না হলেও বাবার ছোটখাটো একটা বিজনেস আছে,,,, সেখানে মনোযোগ দিলে হয়তো সেটা উন্নতি করতে পারতাম,,, কিন্তু শখের বসে ভার্সিটির টিচার হয়েছি,,, তবে ক্লাস শেষে বাবার কাজে সাহায্য করতে হয়,,, এটাই বাবার শর্ত,,,, আমি টিউশন পড়াতে পারবো না,,,
আকাশঃ তোমার সম্পর্কে সব খোঁজ খবরই নিয়েছি,,,,তাই এসবই আমি জানি,,, তবে বৃষ্টি এই পর্যন্ত আমার কাছে যা চেয়েছে সেটাই এনে দিয়েছি আমি,,, তাই তোমার কাছে অনুরোধ করছি,,, তুমি যা ডিমান্ড করবে আমি দেবো,,,
তানভীরঃ আঙ্কেল,,, আমি আগেই বলেছি আমার ডিমান্ড পূরণ করার সামর্থ্য আমার বাবার আছে,,, তাছাড়া বাবারও প্রয়োজন নেই আমি নিজেই নিজের ডিমান্ড পূরণ করতে পারি,,,,, আপনার এই অফারটা যদি কোনো বেকার ছেলেকে দিন তাহলে তার হয়তো অনেক উপকার হবে,,,
আকাশঃ অন্যকারো কথা তো বৃষ্টি বলেনি,,,, বলেছে তোমার কথা,,,
তানভীরঃ আপনি অনেক বড় বিজনেসম্যান,,, এই সহজ হিসাবটা হয়তো বুঝতে পারবেন,,, ভার্সিটিতে আরো অনেক টিচার আছে,,, আমার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন টিচারও আছে,,, তাহলে বৃষ্টি সবাইকে ছেড়ে একান্ত আমার কাছেই কেনো পড়তে চাইছে,,,,?? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি,,,?? আজ আপনি যেটা চাইছেন কাল হয়তো এর ফল ভালো হবে না,,,
আকাশঃ কিন্তু,,,,,
তানভীরঃ আমার কথাগুলো একবার ভাবুন,,, তাহলে বুঝতে পারবেন আমি কী বুঝাতে চাইছি,,,, ভালো থাকবেন,,,, আসসালামু আলাইকুম,,
আকাশঃ ওয়ালাইকুম আসসালাম,,,, (ছেলেটা কী বুঝাতে চাইলো,,,?? এই ছেলের থেকে ভালো টিচার থাকার পরও বৃষ্টি এর কাছে কেনো পড়তে চাইছে,,,?? টিউশন পড়া দরকার সেটা বলার জন্য বৃষ্টির সেই পাগলামি,,,, কেনো,,?? তবে কী বৃষ্টি,,??)
রুপকঃ কী হয়েছে রোদ,,,,?? এমন করছিস কেনো,,??
রোদঃ কী হবে,, কিছু না,,,??(গম্ভীর গলায়)
রুপকঃ কী হয়েছে আমার ভাইটার,,,,বলবি না (রোদের কাঁধে ধরে)
রোদঃ আমি কারো ভাই না,,, যেদিন এসেছি সেদিন একবার দেখা করে হাওয়া হয়ে গেছো,,,,। আর একবার দেখা করতেও এলে না,,,,
রুপকঃ তুইও তো যাসনি দেখা করতে,,,
রোদঃ আমি যায়নি,,,?? (রেগে তাকিয়ে)
রুপকঃ গিয়েছিলি,,,??(অবাক হয়ে)
রোদঃ দুই দুইবার গিয়েছি দেখা করতে অফিসে,,,?তোমার পি.এ কী যেনো নাম মেয়েটার,,, আমাকে বলে স্যার মিটিংয়ে আছে,, কারো সাথে দেখা করতে পারবে না,,, আপনি বরং পরে আসুন,,, আমাকে কথা বলার সুযোগ না দিয়েই চলে গেছে,,, পরে আমিও আর যায়নি যার কাছে ভাইয়ের থেকে মিটিং বেশি তার কাছে কেনো যাবো,,,??
বৃষ্টিঃ ছি ছি ভাইয়া,,, তুই মেয়েদের মতো গাল ফোলাচ্ছিস,,,??
রোদঃ চুপ একদম,,,, (রেগে ধমক দিয়ে)
রুপকঃ এই ফালতু মেয়েকে সেদিন যদি আউট না করলে আজ ঠিকই করে দিতাম,,, ফালতু মেয়ে একটা,,,,পরে আমাকে একবার বলেওনি যে তুই গিয়েছিলি,,,(রেগে চোখমুখ লাল করে)
মেঘলাঃ তোমাদের কথা বলা শেষ হলে খেতে এসো,,, খাওয়া শেষে আবার আড্ডা দিয়ো,,,,
আকাশঃ কিসের আড্ডা হচ্ছে,,,, আর বাসার মেইন ডোর খোলা কেনো,,,,??
মেঘলাঃ আপনিও চলে এসেছেন,,,,
আকাশঃ হ্যাঁ চলে এলাম,,, লান্স করে আবার যাবো,,, ডোর খোলা কেনো,,,,??
রোদঃ আমি আসার পরে ভাইয়াকে দেখে ডোর অফ করতে ভুলে গিয়েছি,,,,
আকাশঃ আরে রুপক বাবা যে,,,, কেমন আছো ইয়াংম্যান,,,,??
রুপকঃ আলহামদুলিল্লাহ,,, আপনি কেমন আছেন,,,,??
আকাশঃ আলহামদুলিল্লাহ,,, তো বিজনেস কেমন চলছে,,, এবছর তো মনে হচ্ছে মির্জা গ্রুপ অব কোম্পানি নাম্বার ওয়ান হবে,,,
রুপকঃ সেটা তো পসিবল না,,, যতদিন খান গ্রুপ অব কোম্পানির হাল আপনার হাতে আছে,,, রোদ হাল ধরলে হয়তো হতে পারে,,,
রোদঃ কেনো আমি কিছু পারি না নাকি,,,??(ভাব নিয়ে)
আকাশঃ সেটা পরে বুঝতে পারবো,,, কী পারো,,??
মেঘলাঃ এই বিজনেসের গবেষণা বাড়ির বাইরে রেখে আসতে বলেছি না,,,?? এখন সবাই খেতে আসো,,,, ভালো হয়েছে আজ অনেকদিন পর সবাই একসাথে লান্স করা হবে,,,, রবিন ভাইয়া আসলে ভালো হতো,,,
(রবিনের কথা বলতেই রুপকের কপাল কুঁচকে গেলো,,, সেটা কেউ খেয়াল না করলেও মেঘলা করেছে,,,)
মেঘলাঃ (জানি না ছেলেটা কবে নিজের বাবাকে মন থেকে মেনে নিবে,,, এর জন্য আপু হয়তো কষ্ট পায়,,, কেউ আসুক ওদের জীবনে বাবা-ছেলের ভাঙা সম্পর্ক জোড়া দিতে,,,)
(খাওয়া দাওয়া শেষে রুপক আর আকাশ আবার অফিসে চলে গেলো,,, আর রোদ আর বৃষ্টি নিজেদের রুমে,,,)
★রাতে★
আকাশঃ বৃষ্টি,,,,
বৃষ্টিঃ হ্যাঁ বাবা,,,কিছু বলবে,,,??
আকাশঃ তোমাদের ছোটবেলা থেকেই তোমার আর রোদের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করেছি আমি,,, আশা করি এখনো তোমাদের কাছে ফ্রেন্ডই আছি,,, বাবা হিসাবে নয় একজন ফ্রেন্ড হিসাবে জিজ্ঞেস করছি,,,, তানভীরকে কী তুমি ভালোবাসো,,,??(স্পষ্ট ভাষায়)
বৃষ্টিঃ(চমকে উঠে বাবার দিকে তাকালাম,,,)
সিনহাঃ ভাইয়া বৃষ্টির বাবা তোমাকে কেনো যেতে বলেছিলো,,,??
তানভীরঃ এমনই,,,,
সিনহাঃ বলো না,,,
তানভীরঃ বললাম তো কিছু না,,, শুনতে পাসনি,,, তমসা কোথায়,,,??
সিনহাঃ নিজের রুমে বসে উপন্যাস পড়ছে,,, আপুর কাছে গেলে বলে ভাইয়া কোথায়,,,?? ভাইয়ার কাছে গেলে বলে আপু কোথায়,,,?? আমি তো নদীর জলে ভেসে এসেছি,,, আমাকে কারো দরকার নেই,,,, যখন হারিয়ে যাবে তখন খোঁজেও পাবে না,,, মনে রেখো,,,,
তানভীরঃ সিনহা,,,,,,,(রেগে জোরে ধমক দিয়ে)
সিনহাঃ (এতো জোরে ধমক দিয়েছে ভয়ে হাতে থাকা ফোনটাও পরে গেছে নিচে,,, একবার ফোনের দিকে তাকালাম,,, ভেঙে গেছে,,, আবার ভাইয়ার দিকে তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেলাম,,, আর দরজা বন্ধ করে দিলাম,,,)
তানভীরঃ সিনহা,,,, সিনহা দরজা খোল প্লিজ বোনু,,, সরি সরি আর ধমক দিবো না,,, এই কানে ধরছি,,, প্লিজ দরজা খোল,,, তোকে আমি আইফোন কিনে দিবো,,,,
সিনহাঃ (দরজা বন্ধ করে ঠোঁট ফুলিয়ে কান্না করছি,, আমাকে সবাই শুধু ধমকাবে,,,কেনো আমি কী ফেলনা নাকি,,,?? একে একে সবাই অনেক রিকুয়েষ্ট করছে দরজা খোলার জন্য,,, আমি টু শব্দও করছি না,,, ভাইয়ার গলা ভারি হয়ে এসেছে,, এতো সহজে দরজা খোলা যাবে না,,, কেবল একটা আইফোন বলেছে,,, আরো কিছু বলুক তারপর খোলবো,,,,,)
তমসাঃ সিনহা দরজা খোল না বোন,,,
তানভীরঃ তুই যা চাইবি তাই দিবো,,, তাও দরজা খোল প্লিজ,,,,
সিনহাঃ সত্যি তো,,,(ভাঙা ভাঙা গলায়,,)
তানভীরঃ ৩ সত্যি,,,,, তুই দরজা খোল তাও,,
সিনহাঃ ওকে,, তাহলে একটা আইফোন,,, একটা ল্যাপটপ,,, আর একটা ক্যামেরা,,,
তানভীরঃ ওকে,,, পেয়ে যাবি,,,এবার তো দরজা খোল,,,
সিনহাঃ (দরজা খোলে বের হয়ে আসলাম,,)
তমসাঃ ইস,,, এটুকুর মধ্যেই কান্না করে চোখমুখ লাল করে ফেলেছে,,,
মাঃ তোমাদের ঢং শেষ হলে সবাই খেতে এসো,,, খাবার ঠান্ডা হয়ে যাবে,,,
★খাবার টেবিলে★
বাবাঃ আগামীকাল তমসাকে দেখতে আসবে,,,
তমসাঃ(খাবারটা মুখে নিতে গিয়েও থেমে গেলাম,,, আবার প্লেটে রেখে দিলাম,,, আবার সেই অপমানিত হতে হবে,,,) বাবা আমাকে কাল একটা অফিসে যেতে হবে,,, আজ ইন্টারভিউ দিতে গিয়েছিলাম,,, ফোন করে আগামীকাল দেখা করতে বলেছে,,,,
বাবাঃ সেখানে যাবে সকালে,,, আর উনারা আসছেন বিকালে,,,,
তানভীরঃ আগেই ছেলের বা তার ফ্যামিলির সাথে কথা বলে নাও,,, এখানে এসে নাটক করলে আমার থেকে খারাপ কেউ হবে না,,,(গম্ভীর গলায়,,)
বাবাঃ তারা সব জেনেই আসছে,,, তুমি(তমসার মা) সব ঠিক করে রেখো (সিনহার দিকে ইশারা করে)
(তমসাকে দেখতে এলে সিনহাকে বাইরে রাখা হয় সেটা তানভীর জানে না,,,তাই ইশারায় বুঝিয়ে দিলো,,,)
মাঃ আমি সব ঠিকঠাক করে রাখবো,,, তানভীর বাসায় থাকবি তো,,,
তানভীরঃ আমি থাকলে ঝামেলা হবে,,, ওদের ফালতু কথা আমার সয্য হবে না আর পরে না আবার ঝামেলা হয়,,, আমি অফিসেই থাকবো,,,
মাঃ ঠিক আছে,,,,
তমসাঃ(খাবার আর মুখে দেওয়া হলো না,,,) আমার পেট ভরে গেছে,,,, আমি রুমে যাচ্ছি,,
মাঃ সে কী,,, কিছুই তো খেলি না,,,
তমসাঃ আর খাবো না,,, (রুমে চলে এলাম,,, বেলকনির চেয়ারটায় হেলান দিয়ে বসে পড়লাম,,, আবার সেই একই কথা শুনার জন্য নিজেকে প্রস্তুত করছি,,,)
সিনহাঃ আপু,,,,
তমসাঃ হুম,,, বল,,,
সিনহাঃ মন খারাপ করিস না,,, দেখিস তোর জীবনে এমন একজন আসবে,,, যে বাইরের রুপ দেখে নয় তোর ভেতরটা দেখে ভালোবাসবে,,, এতটা ভালোবাসবে যা আর কেউ বাসতে পারবে না,,,
তমসাঃ(মুচকি হাসি দিয়ে সিনহার গাল টেনে দিলাম,,) আগামীকাল কোথায় যাবি,,,??
সিনহাঃ বৃষ্টিদের বাসায়,,, ভার্সিটি থেকে চলে যাবো,,,, রাতে চলে আসবো,,,
তমসাঃ জানি না এর শেষ কোথায়,,,
মাঃ তমসা,,,,
তমসাঃ হ্যাঁ মা,,,,
মাঃ আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস,,, রাত জাগলে আরো কালো দেখাবে,,, আর বললেও তো কিছু শুনবি না,,, পারলে একটু কিছু দিস,,, আর সিনহা এখনো এখানে কী করছিস,,,?? যা গিয়ে ঘুমা,,, আর ওকেও ঘুমাতে দে,,
সিনহাঃ যাচ্ছি,,,
তমসাঃ (মা সিনহাকে নিয়ে চলে গেলো,,,, আমিও গিয়ে শুয়ে পড়লাম,,, জানি না আগামীকাল আবার কী ফেস করতে হবে,,,?? প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পরে মাকে সাহায্য করলাম,,,, ভাইয়া আর সিনহার সাথে আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম,,,,,, সেই অফিসে পৌঁছে গেলাম)
তমসাঃ Excuse me,,,,
রিঃ yes,,, how can i help you,,,??
তমসাঃ আমাকে ডাকা হয়েছিলো,,, গতকাল একটা ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম,,,,
রিঃ ওহ্,,,, ওকে ওয়েট,,, রহিম চাচা(পিয়ন),,,
রহিমঃ হ্যাঁ মেডাম,,,,,
রিঃ উনাকে ম্যানেজার স্যারের রুমে নিয়ে যাও,,,
রহিমঃ আচ্ছা,,,, চলেন আমার সাথে,,,,
তমসাঃ(স্যারের রুমের সামনে দিয়ে পিয়ন চলে গেলো,,,) May i come in sir,,,
জসিমঃ yes,,, come in,,,, sit
তমসাঃ,,,,,,,
জসিমঃ Congratulation,,,,, জবটা আপনি পাচ্ছেন,,, যদি এই শর্তগুলো আপনি মানেন,,,(একটা ফাইল এগিয়ে দিয়ে) পড়ে দেখুন রাজি থাকলে সাইন করে দিন,,,আর এপয়েন্টমেন্ট লেটার নিয়ে জান,,, আগামীকাল জয়েন করবেন,,,।
তমসাঃ(এতো প্রতিক্ষার পর জব পেয়েছি,,, সব শর্তেই রাজি আমি,,, তাই না পড়েই সাইন করে দিলাম,,,)
জসিমঃ পড়ে দেখলেন না,,,??
তমসাঃ প্রয়োজন নেই,,,
জসিমঃ তাহলে আজ আসুন,,, আগামীকাল ঠিক সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকবেন,,, আপনি যেহেতু ফাইলটা পড়ে দেখেননি তাই আমি বলে দিচ্ছি,,, সবচেয়ে যেটা জরুরি সেটা হলো টাইমলি অফিসে পৌঁছাতে হবে,,, এখানে কোনো এক্সকিউজ চলবে না,,,বাকিগুলো আস্তে আস্তে জানবেন
তমসাঃ ওকে স্যার,,, আমি তাহলে আসছি,,,
জসিমঃ ওকে,,,,
তমসাঃ(এপয়েন্টমেন্ট লেটার হাতে করে বের হয়ে আসলাম,,, কতদিনের প্রতিক্ষার ফল পেলাম আজ,,, আজ দিনটা ভালো হয়তো বাড়িতে যা হবে তাও ভালোই হবে,,, বাড়ির কথা মনে পড়তেই আবার মুখে আঁধার নেমে এলো,,, হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পরে গেলাম,,,,)
চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com