Breaking News

আবছা আলো । পর্ব -০৯

নিশিতাঃ(খালামুনি ভাইয়ার জন্য রান্না করছে,,,, আমি টুকিটাকি সাহায্য করছি,,, বর্ষণ ভাইয়া ড্রয়িংরুমে বসে ল্যাপটপে কিছু করছে,,, আমি কয়েকবার তাকালাম,,,,, সে নিজের মনে কাজ করছে,,,,)
খালামুনিঃ(আমার চোখ ফাঁকি দেওয়া কী এতো সহজ বর্ষণ,,,,??) নিশিতা,,,,,,,
নিশিতাঃ,,,,,,,,,,,,,,
খালামুনিঃ নিশিতা,,,, (অনেকটা জোরে)
নিশিতাঃ হ্যাঁ,,,,,
খালামুনিঃ কী ভাবছিস,,,,(ভ্রু কুঁচকে)
নিশিতাঃ না,,,, কী ভাববো,,,,?? তুমি কিছু বলছিলে,,,??
খালামুনিঃ সবজিগুলো ধুঁয়ে কেটে দে,,,,
নিশিতাঃ ঠিক আছে,,,,
খালামুনিঃ(কিছু তো হচ্ছে আমার চোখের আড়ালে,,,,আমি জানি বর্ষণ তুইও নিশিতার প্রতি দূর্বল,,, শুধুমাত্র নিশিতার জন্য তোদের দু-ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিলো,,,,, কিন্তু একই ভুল আমি দ্বিতীয় বার করবো না,,,, আমার এক ছেলেকে হারিয়েছি কিন্তু আমার ছেলের আশেপাশেও আসতে দিবো না এই অপয়া মেয়েকে,,,,)
বর্ষণঃ মা,,, তোমার হলো,,,,,
খালামুনিঃ হ্যাঁ,,,,, তুই তোর বাবার সাথে দেখা করে আর যোহরের নামাজ পরে আয়,,,, এসে খেয়ে চলে যাস,,,
বর্ষণঃ ঠিক আছে,,,,,(উঠে বাবার কাছে যাওয়ার জন্য বের হয়ে গেলাম,,,,,)
খালামুনিঃ নিশিতা,,,,,
নিশিতাঃ হ্যাঁ খালামুনি,,,,, (খালামুনি আমার ডানহাতের বাহু ধরে নিজের সামনে দাড়া করালেন,,, আমি খানিকটা অবাক হয়ে তাকালাম)
খালামুনিঃ লজ্জা করে না,,,, আমার এক ছেলেকে খেয়ে স্বাদ মেটেনি তোর,,,, আবার আমার অন্যছেলের ওপর নজর দিচ্ছিস,,,,
নিশিতাঃ খালামুনি,,,,,এসব কী বলছো,,,,? কী করেছি আমি,,,??
খালামুনিঃ আমি তোকে বলেছিলাম বর্ষণের থেকে দূরে থাকতে,,,,
নিশিতাঃ আ,,,আমি তো উনার কাছে যাইনি,,,, দূরেই থেকেছি,,,,
খালামুনিঃ বর্ষণ যাওয়ার আগে ওর সামনে আসবি না,,,
নিশিতাঃ ঠ,,,ঠিক আছে,,,,
খালামুনিঃ রুমে যা,,,,, বর্ষণ চলে যাওয়ার পর রুম থেকে বের হবি,,,,
নিশিতাঃ ঠ,,,ঠিক আছে,,,,, ( নিজের রুমে চলে গেলাম,,,, এখন বর্ষণ ভাইয়াকে নিয়েও সন্দেহ করছে,,,, এতো কথা কেনো শুনতে হচ্ছে আমাকে,, এতিম বলে,,,, পাশে দাঁড়ানোর কেউ নেই বলে,,,, এখন যদি খালামুনি বর্ষণ ভাইয়ার দেওয়া একটা গিফটও দেখেন,,, তাহলে কী থেকে কী বলবে আল্লাহ জানেন,,,কী করবো এগুলো আমি,,,,??)
বর্ষণঃ (বাবার সাথে দেখা করে তারপর মসজিদ থেকে যোহরের নামাজ পরে বাড়ি ফিরলাম,,,, ডাইনিং টেবিলের সামনে টুম্পা দাঁড়িয়ে আছে,,, গ্লাসে পানি দিচ্ছে,,,,,) টুম্পা,,,,
টুম্পাঃ জী ভাইজান,,,,,,
বর্ষণঃ মা,,, আর নিশি কোথায়,,,,??
টুম্পাঃ ভাবি তার রুমে আছে,,, আর আম্মা কেবল রুমে গেলো গোসল করতে,,,,
বর্ষণঃ মা আসলে আমাকে ডাকতে বলিস,,,, আমি রুমে যাচ্ছি,,,,(রুমে গিয়ে নিজের কিছু জিনিস ছিলো তা গুছিয়ে নিলাম,,,,, একটু পরই টুম্পা এসে ডেকে নিয়ে গেলো,,, নিচে গিয়ে দেখি মা বসে আছে ,,,, আমিও গিয়ে মায়ের পাশের চেয়ারে বসলাম,,,,) মা,,, নিশি কোথায়,,,,??
খালামুনিঃ ওর মাথা ধরেছে,,,, তাই নিজের রুমে গেছে রেস্ট নিতে,,,,
বর্ষণঃ খাবে না,,,??
খালামুনিঃ পরে খেয়ে নিবে,,,, তুই এখন খেয়ে নে,,,, তোর লেট হয়ে যাচ্ছে,,,
বর্ষণঃ ঠিক আছে,,, (খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম,,,, যাওয়ার আগে নিশিতাকে দেখতে পেলাম না একবারের জন্যেও,,,,)
★★★
নিশিতাঃ(বর্ষণ ভাইয়া চলে গেছেন আজ এক মাস,,,, আর মাত্র কয়েকটা দিন তারপর এখান থেকে চলে যেতে হবে,,,,, এই একমাস অনেকবার ফোন দিয়েছে বর্ষণ ভাইয়া,,,, কিন্তু আমি রিসিভ করিনি একবারও,,,, খালামুনি এখনো ভাইয়ার দেওয়া ফোন বা গিফট সম্পর্কে কিছু জানেন না,,,, কখন জেনে যাবে সেই ভয়ে থাকি সবসময়,,,, এর মধ্যে এক উটকো ঝামেলা এই ফোন,,,,)
ক্রিংক্রিংক্রিং
নিশিতাঃ হ্যালো,,,,,,,
,,,,,,,,,,,,
নিশিতাঃ হ্যালো,,,, কে বলুনতো আপনি,,,,?? কথা না বললে ফোন কেনো করেন,,,,?? কী চাই আমার কাছে,,,,,??
,,,,সময় হলেই জানতে পারবে,,,,,
নিশিতাঃ কী বলতে চাইছেন,,,,,??
,,,,,,কেমন আছো মিষ্টি,,,,??
নিশিতাঃ মিষ্টি ,,,,,? কে আপনি,,,? এই নাম আমার চেনা,,,,, একজনই আমাকে এই নামে ডাকতো,,, কিন্তু সে তো,,,,,
,,,,সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সঠিক সময়ে,,,,,
নিশিতাঃ হ্যালো,,,,,,হ্যালো,,,,,,,??
খালামুনিঃ নিশিতা,,,,,,,?? তুই কার সাথে কথা বলছিলি,,,,? ফোন কোথায় পেলি,,,,??(অবাক হয়ে নিশিতার হাতের দিলে তাকিয়ে)
নিশিতাঃ(খালামুনি,,,,,, আমি নিজের হাতের দিকে তাকালাম,,,,, ফোনটা এখনো আমার হাতেই,,, খালামুনিকে এখন কী বলবো,,,,? খালামুনি আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলো,,,,)
খালামুনিঃ কোথায় পেয়েছিস,,,? এতো দামী ফোন কোথা থেকে এলো তোর কাছে,,,,?
নিশিতাঃ আ,,,আমি,,,, আ,,আসলে,,,,, ম,,মানে
খালামুনিঃ কী হলো বলছিস না কেনো,,,??(জোরে ধমক দিয়ে)
নিশিতাঃ বর্ষণ ভাইয়া দিয়েছে,,,,, (চোখ বুজে একদমে বলে দিলাম)
ঠাসসসসসস
নিশিতাঃ(অবাক হয়ে খালামুনির দিকে তাকালাম,,, এতোকিছুর পরেও খালামুনি কখনো আমার গায়ে হাত তুলেননি,,,,, কিন্তু আজ আমার গায়ে হাত তুললেন,,,,)
খালামুনিঃ তোকে বলেছিলাম আমার ছেলের থেকে দূরে থাকতে,,,,, তুই কী আমার শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাস,,,,??(অনেকটা কান্না জড়ানো কণ্ঠে)
নিশিতাঃ খা,,খালামুনি কী বলছো এসব,,,,?? আমি কেনো বর্ষণ ভাইয়ার ক্ষতি করবো,,,??
খালামুনিঃ তোর কিছু করতে হবে না,,,, তোর ছায়া আমার ছেলের ওপর পড়লে ওর এমনই ক্ষতি হবে,,,, তুই কী ভুলে গিয়েছিস তুই একটা অপয়া মেয়ে,,,,? এই ফোন দিয়ে তুই বর্ষণের সাথে কথা বলিস তাই না,,,,?? এই ফোনই আজ (ভাঙতে গিয়েও থেমে গেলাম,,,)
নিশিতাঃ(ফোন ভাঙার শব্দ শোনার জন্য চোখ বন্ধ করে নিলাম,,, কিন্তু শব্দ না পেয়ে আবার তাকালাম,,,,)
খালামুনিঃ বর্ষণের নাম্বার ব্লক কর,,,,,(ফোন এগিয়ে দিয়ে)
নিশিতাঃ কিন্তু,,,,,,
খালামুনিঃ কিন্তু কী,,,, যা বলছি তাই কর,,,,(জোরে ধমক দিয়ে)
নিশিতাঃ (কাঁপা হাতে ফোনটা নিলাম,,, তারপর বর্ষণ ভাইয়ার নাম্বার ব্লক করে দিলাম,,,)
খালামুনিঃ আরো ক,,কী কী যেনো আছে,,,,?? কথা বলা যায়,,, ফে,,ফেসবুক সব ব্লক কর,,,,
নিশিতাঃ(সব ব্লক করে দিলাম,,,,) হ,,,য়ে গেছে,,,,,(খালামুনি আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলো)
খালামুনিঃ তোর আর নিয়ম পালন করতে হবে না,,, অনেক করে নিয়েছিস,,,,, তুই আজই বের হয়ে যাবি আমার বাড়ি থেকে,,,,,(কঠিন গলায়)
নিশিতাঃ খা,,খালামুনি এসব কী বলছো,,,,? এখন কোথায় যাবো আমি,,,,
খালামুনিঃ সেটা আমি জানি না,,,,
নিশিতাঃ আর তো মাত্র একটা মাস খালামুনি,,,, তারপর আমি চলে যাবো,,,, কথা দিচ্ছি,,,,
খালামুনিঃ আজ বিকেলের মধ্যে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি,,,, আমি তোর মুখও দেখতে চাই না,,,,
নিশিতাঃ(খালামুনি আমার ফোন নিয়ে চলে গেলেন,,, আমি বেডে বসে পড়লাম,,,, এই মুহূর্তে কোথায় যাবো আমি,,,?? আমি তো ভেবেছিলাম এখান থেকে যাওয়ার আগে একটা জবের ব্যবস্থা করে নিবো,,, কিন্তু হঠাৎ করে এভাবে কোথায় যাবো,,,? কী করবো কিছুই বুঝতে পারছি না,,, অনেক সময় এভাবে বসে থাকলাম,,, ধীরে ধীরে বেড থেকে উঠে নিজের জিনিস গুছাতে শুরু করলাম,,, কোথায় যাবো জানি না,,,? তবে এখানে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে আমার,,,, হঠাৎ খালামুনির চিৎকার শুনে থমকে গেলাম,,, কাজের লোকেদের চেঁচামেচি শুনে নিচে দৌড়ে গেলাম। নিচে গিয়ে থমকে গেলাম,,,,)
চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com