বরিশাল জেলা ভ্রমণ গাইড ২০২২
আপনি যদি বরিশাল জেলা ভ্রমণ করতে চান তাহলে এই পোষ্টটি ভালোভাবে পড়ুন তাহলে আপনার ঘুরার আনান্দ শত গুন বেড়ে যাবে। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল । এটি ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্বতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশষ্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ‘ভেনিস’ বলা হয়। বরিশাল অন্যতম গুরুত্বপূর্ন একটি নদীবন্দর।
-: বরিশালের দর্শনীয় জায়গা গুলোর এক নজরে দেখে নেয়া যাক:-
- বিবির পুকুর- বরিশাল সদর উপজেলা , বলিশাল।
- ব্রজমোহন কলেজ – বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- বরিশাল মহাশ্মাশান- বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- জীবনানন্দ দাশ এর বাড়ি ( ধানসিঁড়ি) – বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিদ্দীনের বাসভবন- বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- অক্সফোর্ড মিশন গীর্জা – বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- বেল ইসলামিয়া হসপিটা্ল – বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)- বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- ৩০ গোডাউন -বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- আশ্বিনী কুমার টাউন হল – বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- এবাদুল্লাহ মসজিদ- বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- শ্বেতপাদ্ম পুকুর- বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- মুকুন্দ দাসের কালিবাড়ী- বরিশাল সদর উপজেলা, বরিশাল।
- দুর্গাসাগর দিঘী- বাবুগঞ্জ উপজেলা, বরিশাল।
- বরিশাল বিশ্ববিদ্যালয় – বরিশাল।
- বাইতুল আমান জামে মসজিদ ( গুঠিয়া মসজিদ )- গুঠিয়া উপজেলা , বরিশাল।
এছাড়াও ঘুরে দেখতে পারেন:- মাহিলারা মঠ, সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, শের-ই- বাংলা জাদুঘর, শংকর মঠ, জমিদার বাড়ি (মাঘরপাশা), লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া), কবি বিজয়গুপ্তর মনসামঙ্গল কাব্যে উল্লেখিত মনসা মন্দির, আদম আলী হাজীর গলি, পাক্কা বাড়ি দূর্গ (মেহেন্দিগঞ্জ)।
No comments
info.kroyhouse24@gmail.com