Breaking News

কালো বউ । পর্ব -১২



আরাফাতঃ(তোকে আমি হারাতে দিবো না,,, তুই আমারই হবি,,,)
তমসাঃ কী ভাবছিস আরাফাত,,,,??
আরাফাতঃ কিছু না,,,, সিনহা ফিরেছে,,,??
তমসাঃ না,,,,(তখনই বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো,,,,) আরাফাত আমি তোর সাথে পরে কথা বলি,,,
আরাফাতঃ ওকে ওকে,,,,,
রোদঃ সারা রাস্তা বকবক করে এখানে এসে ঘুমিয়ে পড়েছে,,,, এখন বাড়িতে কীভাবে পাঠাবো,,,??
তমসাঃ(অনেক সময় তো হলো গাড়িটা দাঁড়িয়েছে কিন্তু বের হচ্ছে না কেনো,,,??)
রোদঃ (ওর দিকে তাকিয়ে চোখ আঁটকে গেলো,,,, কিছু চুল মুখের ওপর পরে আছে,,,, মাথাটা জানালায় ঠেকিয়ে আছে,,,, একদম নিষ্পাপ লাগছে,,,, মাথাটা তুলতেই পিটপিট করে তাকালো,,,)
সিনহাঃ(উনাকে এতো কাছে থেকে চোখের ঘুম উধাও হয়ে গেছে,,,, গাল থেকে হাত সরিয়ে দিয়ে নিজের কাপড় টেনে ঠিক করার চেষ্টা করলাম,,,)
রোদঃ কোল,,,, কোল,,, কিছু হয়নি,,,, তোমার বাড়ি এসে পড়েছি,,,,
সিনহাঃ(আশেপাশে তাকিয়ে দেখলাম সত্যি চলে এসেছি,,,) ও,,,ওহ্ ঠিক আছে,,,, আ,,,আমি আসছি,,,,(দরজা খোলে বের হয়ে দাড়ালাম,,,, ঘুমের ঘোর কাটেনি,,,,) আসছি,,,,
রোদঃ কী মেয়েরে বাবা,,,, এক কাপ চা ও অফার করলো না,,,,(বিড়বিড় করে)
সিনহাঃ( বিড়বিড় করলেও আমার কানে লাগলো কথাটা,,, এখন নিজেরই লজ্জা লাগছে,,, আসলে ঘুম এখনো কাটেনি তাই ফর্মালিটি মাথাতেই আসেছি,,,) সরি ভাইয়া,,,, ভুলেই গিয়েছিলাম,,, চলুন,,, এক কাপ চা খেয়ে যাবেন,,,,
রোদঃ( এখন আসছে বলতে,,,,,) না,,, আজ না,, অন্য একদিন আসবো,,,, আজ অনেক রাত হয়ে গেছে,,,
সিনহাঃ ঠিক আছে,,,, (উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলো,,,, আমি গেটে নক করলে দারোয়ান কাকা গেইট খোলে দিলেন,,,, বাসায় ঢুকে কলিংবেল বাজালে আপু মেইন ডোর খোলে দিলো,,,) সরি আপু অনেক লেট হয়ে গেছে,,,, আসলে,,,,
তমসাঃ রুমে যা,,, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পর,,,
সিনহাঃ আপু প্লিজ শোন না,,,,, ডিনার করে আন্টি,, আঙ্কেল,,,, রোদ ভাইয়া আর বৃষ্টির সাথে আড্ডা দিতে দিতে কখন এতো রাত হয়ে গেছে খেয়াল করিনি,,,, প্লিজ আপু একটু বুঝার চেষ্টা কর,,,
তমসাঃ রুমে যা,,,,(গম্ভীর করে)
সিনহাঃ প্লিজ আপু,,,
তমসাঃ তুই জানিস ভাইয়া কতো রেগে গেছে,,, আগামীকাল তোর কপালে কী আছে আল্লাহ জানেন,,,,, আমি কিছু করতে পারবো না,,, আর এতো রাতে তোকে কে দিয়ে গেলো গাড়ি দিয়ে,,,,
সিনহাঃ বৃষ্টির বড় ভাইয়া,,,,, রোদ চৌধুরী,,,,
তমসাঃ ঠিক আছে রুমে যা এখন,,,, বাকিটা আগামীকাল শুনবো,,,,(যেতে যেতে)
সিনহাঃ আরে আরে দাঁড়া না আপু,,,,
তমসাঃ কী বল,,,,
সিনহাঃ আজকে যারা এসেছিলো,,, তারা কী বললো,,,??
তমসাঃ কাল বলবো,,, এখন গিয়ে ঘুমা,,,,
সিনহাঃ না না,,,, এখনই বলবি,,, প্লিজ বল না আপু,,,,,
তমসাঃ আরাফাত এসেছিলো আজ,,,, আর ও নাকি আমাকে আগে থেকেই পছন্দ করতো,,,
সিনহাঃ আরাফাত,,,??
তমসাঃ আমার স্কুল ফ্রেন্ড,,,, এসএসসি পরীক্ষার পর বাইরে চলে গিয়েছিলো পড়াশোনা করতে,,,
সিনহাঃ তারমানে বিয়ে ঠিক হয়ে গেছে,,,,??
তমসাঃ হ্যাঁ,,,,, ছয়মাস পর ডেট ফিক্সড করা হবে,,,
সিনহাঃ ইয়াহু,,,,,
তমসাঃ(সিনহার মুখ চেপে ধরলাম,,,,) আস্তে কথা বল,,, সবাই ঘুমাচ্ছে,,,,
সিনহাঃ ওকে ওকে,,,, আমার কী যে খুশি লাগছে,,,,(আপুকে ঘুরাতে ঘুরাতে,,,) অনেক মজা করবো,,, অনেক,,,,
তমসাঃ (মুচকি হাসলাম ওর কথা শুনে,,,,) পাগলি একটা,,,,
সিনহাঃ আপু তুই খুশি তো,,,??(সিরিয়াস হয়ে)
তমসাঃ খুশি না হওয়ার কী আছে,,,?? আরাফাতকে আমি অনেক আগে থেকে চিনি,,, ও অনেক ভালো ছেলে,,,, আর আমাকেও নাকি ভালোবাসে,,,,
সিনহাঃ আর উনার পরিবার,,,,??
তমসাঃ সিনহা জীবনে সব কিছু সহজে পাওয়া যায় না,,,, কিছু কিছু জিনিস নিজের যোগ্যতায় অর্জন করে নিতে হয়,,,, আমিও একদিন পারবো সবার মন জয় করতে,,,,
সিনহাঃ(আপু কথা শুনে বৃষ্টির মায়ের জীবনের গল্প মন পরে গেলো,,, যা আজ বিকেলে বৃষ্টি বলেছিলো,,,, মেঘলা আন্টিও তো কম কিছু সয্য করেনি,,, এখন উনার জীবনে কষ্টের ছায়াও নেই,,,,) হ্যাঁ আপু তুই পারবি,,,,, তবে কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করিস না,,,,
তমসাঃ হুম,,,,
ক্রিংক্রিংক্রিং
সিনহাঃ কে,,,,??
তমসাঃ আরাফাত,,,,
সিনহাঃ ওহ্ ,,,, যাও যাও কথা বলো,,,, তোমার মহাশয় অপেক্ষায় বসে আছে,,,,(দুষ্টুমি করে)
তমসাঃ বড্ড দুষ্টু হয়ে গিয়েছিস,,,,, যা গিয়ে ঘুমা,,,
সিনহাঃ হ্যাঁ,,, আমার ঘুমও পাচ্ছে,,,, আমি যাচ্ছি,,
তমসাঃ (সিনহা চলে গেলেই আমি ফোনটা রিসিভ করলাম,,,) হ্যালো,,,,,,
আরাফাতঃ সিনহা এসেছে,,,,??
তমসাঃ হ্যাঁ,,,,, কেবল এসে রুমে গেলো,,,
আরাফাতঃ ঠিক আছে,,, তুইও রুমে গিয়ে ঘুমা,,,
তমসাঃ শুভরাত্রি,,,,
আরাফাতঃ শুভরাত্রি,,,,,
তমসাঃ(ফোন রেখে ঘুমাতে চলে গেলাম,,,,)
★★★
তমসাঃ পাশাপাশি হাঁটছি আমি আর আরাফাত,,, পিচঢালা কংক্রিটের রাস্তায়,,, পাশেই একটা নদী বয়ে চলেছে,,,, মিষ্টি বাতাস এসে গায়ে লাগছে,,, ভালোই লাগছে আরাফাতের সাথে হাঁটতে,,,কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করেই অনুভব হলো আরাফাত আমার হাত ছেড়ে দিলো,,, তাকিয়ে দেখি আরাফাত আমার পাশে নেই,,, আমি চারপাশে ওকে খোঁজতে লাগলাম,,, কিন্তু কেউ নেই,,,, এই একা মাঝ রাস্তায় আমাকে ফেলে আরাফাত কোথায় গেলো,,,,? আমি আরাফাত বলে চিৎকার করে ডাকছি,,,, কিন্তু কেউ নেই,,,, হঠাৎ করে কিছুতে হোঁচট খেয়ে পরে যেতে নিলাম আর কেউ হাত টেনে ধরলো,,,
***
তমসাঃ ধরফরিয়ে উঠে বসলাম,,,,, আযানের ধ্বনি ভেসে আসছে দূর থেকে,,, সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম,,, সারা শরীর ঘেমে গেছে,,,এই ভোর বেলা এমন স্বপ্ন কেনো দেখলাম,,,,?? আরাফাত আমাকে একা ফেলে কেনো চলে যাবে,,,,?? আমাকে সামলানোর জন্য হাতটাই বা কে ধরলো,,,?? বাড়ির পাশের মসজিদের আযানের ধ্বনিতে হুশ ফিরলো,,,, তাড়াতাড়ি উঠে ওযু করে নামাজ পরে নিলাম,,, এখন একটু ভালো লাগছে,,,, গিয়ে সিনহাকে ডেকে তোলে দিলাম,,,, তারপর কিচেনে চলে গেলাম,,,,, যতো কাজই করছি সকালের সেই স্বপ্ন কিছুতেই ভুলতে পারছি না,,,,, মার রান্না করা সবজির প্লেট নিয়ে যাওয়ার জন্য ধরতেই হাতে তাপ লাগলো আর ওফ করে উঠলাম,,,,)
মাঃ কী হয়েছে তমসা,,,,?? সকাল থেকেই অন্যমনস্ক লাগছে কেনো তোকে,,,??
তমসাঃ কিছু না মা,,,, এমনই আজকে প্রথম অফিস যাবো তাই একটু টেনশন হচ্ছে,,,,
মাঃ চিন্তা করিস না,,, সব ঠিক হয়ে যাবে,,,,
তমসাঃ হুম,,,, ঠিক আছে,,, মা আমি খাবার সাজিয়ে নিচ্ছি,,,
মাঃ আচ্ছা যা,,,,,
তমসাঃ (সবার সাথে খাবার শেষ করে রেডি হয়ে অফিসে চলে গেলাম,,,,, সময়ের আগেই পৌঁছে গেলাম,,,, ৮ঃ৩০ বাজে,,,, আসতে বলা হয়েছিলো ন’টায়,,,, এখনো কেউ আসেনি,,,)
পিয়নঃ শুভ সকাল ম্যাডাম,,,,
তমসাঃ শুভ সকাল,,,,,(মিষ্টি হেঁসে)
পিয়নঃ ম্যাডাম আসুন আপনার ডেস্ক দেখিয়ে দিচ্ছি,,,
তমসাঃ হ্যাঁ চলুন,,,,(পিয়নের সাথে যেতে লাগলাম,,,)
পিয়নঃ ম্যাডাম এইডা স্যারের কেবিন,,,, এই স্যারেরই পি.এ আপনি,,,, দেখবেন ঠিক নয়টায় স্যার অফিসে ঢুকবেন,,,, স্যার আসার আগেই উনার কেবিন গুছাতে হবে,,,, তার আগে চলুন আপনাকে আপনার কেবিন দেখিয়ে দিচ্ছি,,,
তমসাঃ হ্যাঁ চলুন,,, (দু’একজন করে আসতে শুরু করেছে সবাই,,,, স্যারের কেবিনের সরাসরি আমার ডেস্ক,,, উনার কেবিনটা পুরো কাঁচের,,,, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না,,,,,)
পিয়নঃ ম্যাডাম এটাই আপনার ডেস্ক,,,
তমসাঃ ধন্যবাদ,,,,,
পিয়নঃ ঠিক আছে ম্যাডাম আপনি এইখানে বসেন,,, স্যার আসলে আপনার কাজ বুঝিয়ে দিবো,,,,
তমসাঃ ঠিক আছে,,,,
পিয়নঃ আচ্ছা আমি আসি,,, স্যারের কেবিন গোছাতে হবে,,,, আরো অনেক কাজ আছে,,,
তমসাঃ তাহলে আপনি বরং অন্যকাজ করুন,,, স্যারের কেবিন আমি গোছিয়ে দিচ্ছি,,,,
পিয়নঃ কিন্তু,,,, স্যার অনেক রাগী মানুষ,,,, একটু অগোছালো পছন্দ করে না,,,, যদি রাগ করেন,,,
তমসাঃ গোছগাছের কাজ ছেলেদের থেকে মনে হয় মেয়েরা ভালো পারে,,, আর আমারও কেবিন দেখা হয়ে যাবে,,,, কাজ করতে হলে একটু চেনাজানাও প্রয়োজন,,, আশা করি স্যার আমার কাজ পছন্দই করবেন,,,,
পিয়নঃ ঠিক আছে,,,, আপনি যান,,, কিন্তু সময় নাই বেশি,,,,
তমসাঃ আচ্ছা আপনি কয়েকটা গোলাপ এনে দিতে পারবেন,,,,
পিয়নঃ আনতে তো পারবো,,, কিন্তু কেন ম্যাডাম,,,??
তমসাঃ এমনই আমার কাজ আছে,,,,।।
পিয়নঃ ঠিক আছে,,, আপনি যান আমি আইনা দিতাছি,,,,
তমসাঃ আচ্ছা আপনি এমন চলতি ভাষা আর আঞ্চলিক ভাষা মিলিয়ে কেনো কথা বলেন,,,,,?? সরি যদি কিছু মনে না করেন তাহলে বলুন,,
পিয়নঃ আসলে অফিসে আঞ্চলিক ভাষায় কথা বলা নিষেধ কিন্তু আমার মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে যায়,,,,
তমসাঃ ওহ্,,,, ঠিক আছে আপনি যান,,,,
পিয়নঃ আইচ্ছা,,,,
তমসাঃ আবার আইচ্ছা,,, (পিয়ন চাচা একটা দিলদার মার্কা হাঁসি দিয়ে চলে গেলো,,,, আমি স্যারের কেবিনের দিকে পা বাড়ালাম,,,, পিয়নের সাথে অল্পতেই মিশে গেছি,,,, ভুলেই গিয়েছিলাম আমি এখানে নতুন,,,, এখন আবার ভয় করছে,,,, কাঁচের দরজা খোলে ভিতরে গেলাম,,,, কেবিনটা অনেক সুন্দর আর বড়,,,,, এটা দশতলায়,,,, পেছনের দেয়াল কাঁচের হওয়ায় সারা শহর অনেক সুন্দর দেখা যাচ্ছে,,, একটা কাচের টেবিল যার ওপরে অনেক ফাইল রাখা,,,, ওয়াল্ড গ্লবেস,,, ন্যাশনাল ফ্লাগ,,, কলমদানি,,,, কম্পিউটার,,,, আরো কী কী যেনো,,,, পাশেই একটা বড় সোফা আর সোফার সামনে একটা টি-টেবিল যাতে একটা সুন্দর ফুলদানি কিন্তু কাগজের ফুল রাখা,,, পাশে আর একটা দরজা,,,, ওপাশে কী,,,?? দেখার জন্য পা বাড়াতেই পিয়ন ডাকলো,,)
পিয়নঃ ম্যাডাম,,,, ফুল আনছি,,,
তমসাঃ (পিয়নের থেকে ফুল নিয়ে তাকে যেতে বললাম,,,, তারপর কেবিনটা গোছাতে লাগলাম,,,, কাগজের ফুলগুলো ডাস্টবিনে ফেলে সেখানে গোলাপ গুলো রাখলাম সুন্দর করে,,,,)
(রুপক অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে গুড মর্নিং বলছে,,,, কিন্তু রুপক কোনো দিকে না তাকিয়ে কেবিনের দিকে যেতে লাগলো,,, নিজের কেবিনের সামনে গিয়ে থেমে গেলো,,,, ঘুরে তাকালো নিজের পি.এ এর ডেস্কের দিকে,,,, ডেস্ক ফাঁকা,,,, আজ জয়েন করার কথা ছিলো,,,, ডেস্ক ফাঁকা দেখে মাথা গরম হয়ে গেলো রুপকের,,, হনহনিয়ে নিজের কেবিনে ঢুকে গেলো,,,, কেবিনে ঢুকে কপাল কুঁচকে গেলো রুপকের)
চলবে,,,,

No comments

info.kroyhouse24@gmail.com