Breaking News

কালো বউ । পর্ব -০৬



তমসাঃ যদি এদের জন্য কিছু করতে পারতাম,,,,
রুপকঃ(মেজাজ আরো খারাপ হওয়ার আগে একে বিদায় করি,,, অন্তত কোন বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতে চাই না,,,গাড়ির গ্লাস নামালাম) পিচ্চি আমার ফুল লাগবে না,,,, তুমি এই টাকা রাখো,,,,(মানিব্যাগে কতো ছিলো জানি না,,, বেশিরভাগ দিয়ে দিলাম)
,,,,,, ফুল না নিলে আমি টাকা নিতে পারবো না,,, আর আমার ফুলের দাম এতো টাকা না,,,
রুপকঃ(ওহ্ গড,,, আর একটু ঠান্ডা রাখতে দাও মাথাটা) ঠিক আছে ফুল দাও,,, এই টাকা নাও,,,
তমসাঃ(কে এই লোক,,,,?? বাচ্চা মেয়েটার হাতে অনেক গুলো টাকা,,, সব হাজার টাকার নোট,,, গাড়িতে বসা মানুষটাকে দেখার জন্য উঁকিঝুঁকি দিয়েও দেখতে পারলাম না,,,, তার হাতের ঘড়িটা দেখা যাচ্ছে,,, আজব লোক তো,,, সবাই পরে বামহাতে ঘড়ি আর এ পরেছে ডানহাতে,,, বাচ্চার কথার আওয়াজে আবার ঘোর কাটলো,,,,)
,,,,,,,কিন্তু ফুলের দাম তো এতো না,,,,
রুপকঃ (চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করলাম,,,) ওকে,,, প্রতিদিন এখানে এসে ফুল দিয়ে বাকি টাকা পরিশোধ করে দিয়ো,,,
,,,,,আচ্ছা,,,,, আঙ্কেল আপনি না অনেক ভালো,,,,
রুপকঃ(মুখে তাচ্ছিল্যের হাসি ফোটে ওঠলো,,,, ভালো আর আমি,,, দুটি বিপরীত শব্দ)
তমসাঃ (বাচ্চাটা টাকা পেয়ে খুশি হয়ে চলে গেলো,,, এমন মানুষ এখন পাওয়া অনেক কঠিন,,, একবার দেখতে বড্ড ইচ্ছে করছে,,,, রিকশা থেকে নামবার জন্য পা বাড়াতেই জ্যাম ছুটে গেলো,,, গাড়ির নাম্বারটা ভালো করে দেখে নিলাম,,, আবার সামনে পড়লে দেখার সুযোগ মিস করবো না,,,,)
রুপকঃ thanks God,,, শেষ পর্যন্ত জ্যামটা অন্তত ছাড়লো,,,
তমসাঃ আল্লাহ,,,, আমি এই লোকের চক্করে ইন্টারভিউর কথা ভুলেই গিয়েছিলাম,,, টাইমলি পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না,,,, পৌঁছাতে একটু লেট হয়ে গেলো,,,, Excuse me,,,
রিসেপশনিস্টঃ Yes,,,how can i help you,,,??
তমসাঃ Actually,,,, একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিলো এখানে,,,,
রিঃ Sorry ma’am,,,, you are too late,,, স্যার বের হয়ে গেছেন,,,,
তমসাঃ ওহ্ কিন্তু ,,,,,,,,
ম্যানেজারঃ অবনী,,,,
রিঃ জী স্যার,,, কোনো সমস্যা,,, আপনি ফিরে এলেন যে,,,,??
ম্যানেজারঃ স্যার বললো আমার যেতে হবে না,,,, বললো ইন্টারভিউ কন্টিনিউ করতে,,, বাকি যারা আসে পাঠিয়ে দাও একে একে,,,
রিঃ ওকে স্যার,,,(ম্যানেজার ভেতরে চলে গেলো) You are too lucky,,,
তমসাঃ সেটা জব হলে বুঝা যাবে,,,,
রিঃ তা ঠিক বলেছেন,,,, মির্জা গ্রুপ অব কোম্পানিতে জব পাওয়া এতো সহজ নয়,,, কম্পিটিশন অনেক,,, দেশের দ্বিতীয় নাম্বারে আছে এই কোম্পানি,,,, বুঝতেই পারছেন,,,,
তমসাঃ আর এক নাম্বার খান গ্রুপ অব কোম্পানি,,,, তাই তো,,,,
রিঃ হুম ঠিক,,, আকাশ খানের অভিজ্ঞতা যে অনেক বেশি আমাদের স্যারে থেকে,,,তবে আমাদের স্যারের একটা বিষয় ভালো লাগে,,, তা হলো তিনি মেধার মূল্য দেন ,,, কারো চেহারা দেখে নয় যোগ্যতার ওপর তাকে বিচার করে,,,
তমসাঃ দেখা যাক,,,
রিঃ আপনি ওয়েট করুন আপনার সিরিয়াল আসলে আপনাকে ডাকবে,,,,
তমসাঃ ওকে,,,,
সিনহাঃ এটা তোর ভাইয়া,,,??
বৃষ্টিঃ হুম,,, কেনো কী হয়েছে,,,??
সিনহাঃ (রোদের দিকে বাকা চোখে তাকিয়ে) নাহ্ কিছু না,,, চল লেট হচ্ছে,,,
বৃষ্টিঃ হুম,,, চল,,, আসছি ভাইয়া,,, তুই কাকে খোঁজছিলি খোঁজ,,,,
রোদঃ তাকে তো তুই খুঁজেই দিলি,,,(বিড়বিড় করে)
বৃষ্টিঃ কিছু বললি ভাইয়া,,,,??
রোদঃ না তো,,, তুই যা,, লেট হচ্ছে তোদের,,, আমি তোকে নিতে আসবো আবার,,, অপেক্ষা করিস,,,
বৃষ্টিঃ কিন্তু,,,, যাহ্ চলে গেলো,,, এর এতো পরিবর্তন,,, কাহিনি কী,,??
সিনহাঃ কী বলছিস,,,??
বৃষ্টিঃ কিছু না,, চল
সিনহাঃ ওকে চল,,,,,
বৃষ্টিঃ (ক্লাসে গিয়ে বসতেই স্যার ক্লাসে আসলো,,, ওফ কী লাগছে আজ,,, ড্রাক চকলেট একদম,,, সব ব্লাক পরেছে,,,,)
সিনহাঃ এই বস,, সবাই বসে পরেছে,,, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেনো,,,,??
বৃষ্টিঃ (আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই বসে পরেছে,,, আমিও বসে পড়লাম,,, সব মেয়ে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে স্যারকে,,,, স্যারের দিকে তাকালাম,,, এমন হিরো সেজে আসতে হবে কোনো,,,?? রাগে মাথার রক্ত টগবগিয়ে ফুটছে,,,)
তানভীরঃ হোমওয়ার্ক কমপ্লিট সবার,,,(বৃষ্টির দিকে চোখ গেলে চমকে উঠলাম,,,, রাগে গালও লাল হয়ে গেছে,,, কিন্তু কেনো,,,,?? মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে,,,)
বৃষ্টিঃ তোর ভাইয়া কী ভার্সিটি আসে ক্লাস করাতে নাকি মেয়েদের দেখাতে,,,,
সিনহাঃ মানে,,,,,??(অবাক হয়ে)
বৃষ্টিঃ মানে এমন সেজেগুজে এসেছে কেনো,,,?? এটা ভার্সিটি নাকি তার শশুর বাড়ি,,,,??
সিনহাঃ আমার ভাইয়া এমনই হিরো,,,,(ভাব নিয়ে) হিরো সাজতে হয় না,,,, তোর ভাইয়ার মতো বাদর নাকি,,,,(বিড়বিড় করে)
বৃষ্টিঃ কী বললি তুই,,,??(রেগে)
সিনহাঃ বললাম তোর জ্বলছে কেনো বল তো,,,??(ভ্রু কুঁচকে)
বৃষ্টিঃ আ,,আমার জ্বলবে কেনো,,,,?? পড়া বাদ দিয়ে সব মেয়ে তোর ভাইয়ের দিকে তাকিয়ে আছে,, এতে ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছে,,,
সিনহাঃ ওহ্ এই কাহিনী,,,, আরে দেখতে দে আমার যে ভাবি হবার সেই হবে,,, দেখলেই কী আমার ভাবি হয়ে যাবে নাকি,,,,,,
বৃষ্টিঃ( এতো কড়া করে ক্লাস নেয় তবু ক্লাসে স্টুডেন্টের অভাব নেই,,, অন্যসব স্যারের ক্লাসে এরা কই থাকে আল্লাহ জানে,,,, মেয়েরা নাহয় স্যারের জন্য ক্লাসে আসে কিন্তু এই সব ছেলে কেনো আসে বুঝিনা,,,)
সিনহাঃ আবার কী হলো,,, মুখ ভার করে আবার কী ভাবছিস,,,??
বৃষ্টিঃ কিছু,,,,,,,
তানভীরঃ Sinha & Bristy stand up,,,,(গম্ভীর গলায়)
বৃষ্টিঃ (মুখের কথা শেষ করতে পারলাম না,,,, দুজনেই দাড়িয়ে পরলাম)
তানভীরঃ কী কথা হচ্ছিল,,,,??
বৃষ্টি+সিনহাঃ,,,,,,,,,,,,
তানভীরঃ কী বলছিলে,,, সবার সামনে বলো,,, আমরাও একটু শুনি কী এমন বলছিলে তোমরা,, যা আমার ক্লাসের থেকেও ইম্পর্টেন্ট,,,,??
তানভীরঃ দুজনেই রুমের বাইরে দাঁড়িয়ে থাকো,,, আজ পুরো ক্লাস তোমরা রুমের বাইরে দাঁড়িয়ে করবে,,,, ক্লাস শেষে আমি তোমাদের কোশ্চেন করবো,,, ভুল আন্সার দিলে পুরো ভার্সিটি কান ধরে রাউন্ড দিবে,,,,(কঠিন গলায়)
বৃষ্টিঃ(সবসময় মুখ দিয়ে তিতা করলার মতো কথা বের হয়,,, একটু হাঁসলে মনে হয়ে কেউ জরিমানা লিখবে উনার নামে,,, মনে মনে একশো একটা গালি দিয়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম আমি আর সিনহা,,,) তোদের বাড়ি গেলে সবার আগে আমি আন্টির সাথে দেখা করবো,,,
সিনহাঃ তোর মাথা মনে হয় গেছে,,, এখন তোর আমাদের বাড়ি যাওয়ার কথা মনে হলো,,,?? আর মায়ের সাথে দেখা করবি কেনো,,,??
বৃষ্টিঃ জিজ্ঞেস করবো,,, তোর ভাইয়ার জন্মের পর মুখে মধু দিতে ভুলে গিয়েছিলো কিনা,,, সবসময় মনে হয় মুখে নিমপাতা জুস পরে থাকে,,,
সিনহাঃ আপু বলে,,, ভাইয়া নাকি আগে এমন ছিলো না,,,, ভাইয়ার এমন হয়ে যাওয়ার জন্য নাকি আপু দ্বায়ী,,,,
বৃষ্টিঃ কেনো,,,,(অবাক হয়ে)
সিনহাঃ আমি ঠিক জানি না,,,,
তানভীরঃ রুম থেকে বের করে দিয়েছি তবু এখানে দাঁড়িয়েও কথা বলছো তোমরা,,,??
সিনহাঃ সরি স্যার,,,,
তানভীরঃ আর একটা শব্দ আমার কানে এলে এবার সত্যি পুরো ভার্সিটি রাউন্ড করাবো কানে ধরে,,,,
তমসাঃ (এই প্রথম কোনো ইন্টারভিউতে আমার গায়ের রঙের জন্য কথা শুনতে হয়নি,,, আজ আমি অনেক খুশি,,, এই জবটা না হলেও আমার কোনো আফসোস থাকবে না,,,, কথাগুলো ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলাম,,,, পাশ থেকে গাড়ির হর্ণ শুনে তাকিয়ে দেখলাম একটা প্রাইভেট কার একদম কাছে চলে এসেছে আমার,,,, কী করবো বুঝতে পারলাম না,,,,?? ভয়ে চোখ বন্ধ করে নিলাম,,, হঠাৎ মনে হলো কেউ জোরে টান দিলো হাত ধরে,,,,)
রুপকঃ(মিটিং শেষে অফিস আসার সময় গাড়ি নষ্ট হয়ে গেছে,,,, নতুন গাড়ি আসতে বললে লেট হবে,,, তাই টেক্সি করে অফিসের সামনে নেমে ভাড়া দিয়ে ঘুরতেই দেখলাম একটা মেয়ের আনমনে রাস্তা পার হচ্ছে,,,,, আর তার দিকে একটা গাড়ি ধেয়ে আসছে,,, গাড়িটা হর্ণ দিচ্ছে কিন্তু মেয়ের কোনো হেলদোল নেই,,,,, দোঁড়ে গিয়ে হাত টান দিয়ে সরিয়ে আনলাম আর গাড়িটা চলে গেলো,,,,)
তমসাঃ( চোখ বন্ধ করেই বুঝতে পারলাম আমার হাত আর মাথা কারো বুকের ওপর,,,, তার জোরে জোরে বিট করা হার্টের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি,,, ধীরে ধীরে চোখ খোলে তার দিকে তাকালাম,,, বুকের বা পাশটায় ধক করে উঠলো,,,। এতো সেই চোখ,,,, অনেক চেনা,,,, কিন্তু কার মতো,,,,
রুপকঃ Hey you idiot,,,, রাস্তা পার হওয়ার সময় মন কোথায় থাকে,,,,?? এখনই কী হতে পারতো কোনো আইডিয়া আছে আপনার,,??
তমসাঃ(কোনো ছেলে মানুষ এতো সুন্দর হয়,,,?? কীভাবে হতে পারে,,,, চোখ ধাঁধানো সুন্দর,,,,, সেদিনের পর আর কারো প্রেমে পরার ইচ্ছে হয়নি,,, তবে আজ খুব করে ইচ্ছে করছে এই ব্রাউন চোখের প্রেমে পরতে,,,)
রুপকঃ ও হ্যালো,,, আমি আপনাকে কিছু বলছি,,,
তমসাঃ ছেলেদের এতো সুন্দর হতে নেই,,,
রুপকঃ Whattttt,,,,??
চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com