Breaking News

কালো বউ । পর্ব -০৫



বৃষ্টিঃ (বাবার কোলে মাথা রাখলাম,,, তারপর বাবার দিকে তাকালাম) বাবা আমি যদি তোমার কাছে কিছু চাই,,, দেবে,,,??
আকাশঃ তোমার কোনো পাওয়া অপূর্ণ রেখেছি,,,,??
বৃষ্টিঃ আমার পড়াশোনায় একটু সমস্যা হচ্ছে,,,, টিউশন পড়তে হবে,,,,
আকাশঃ তো কী হয়েছে,,,,?? দরকার হলে দশটা পড়বে প্রবলেম কোথায়,,,??
বৃষ্টিঃ প্রবলেম হলো আমি যার কাছে পড়তে চাই সে টিউশন পড়ায় না,,,
আকাশঃ ওহ্ এই কথা,,,, ওকে তার পরিচয় দাও আমি দেখছি বাকিটা,,,, এই সামান্য বিষয়ে মন খারাপ করার কী আছে,,,?? পাগল মেয়ে আমার,,,
মেঘলাঃ আপনি ফ্রেশ হয়ে আসুন,,, আমি আপনার আর ওর খাবার দিচ্ছি,,, বৃষ্টি তুমিও ফ্রেশ হয়ে আসো,,,,
বৃষ্টিঃ (মিস্টার তানভীর একবার আপনাকে হাতের কাছে পাই,,, তারপর আপনার এই ফুলানো গাল যদি আমি ফুস না করেছি তবে আমিও বৃষ্টি চৌধুরী নই,,,,)
আকাশঃ(উঠে নিজের রুমে চলে গেলাম,,, ফ্রেশ হতে)
মেঘলাঃ আবার বসে কী ভাবছো,,,?? উনি বললেন তো যা করার উনি করবেন,,,??
বৃষ্টিঃ তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি,,,
মেঘলাঃ তাড়াতাড়ি আসো,,,(বৃষ্টির রুম থেকে বের হতেই রোদের সামনে পড়লাম,,) আড্ডা ঘুরাঘুরি শেষ,,,,
রোদঃ হুম,,,,(মুচকি হেঁসে)
মেঘলাঃ তাহলে ফ্রেশ হয়ে এসো সবাই একসাথে খাবে,,,
রোদঃ ওকে,,,,
রবিনঃ রুপক,,,,,,
রুপকঃ(বাসায় ঢুকে ওপরে যাওয়ার জন্য পা বাড়াতেই বাবার ডাক শুনে থেমে গেলাম)
রবিনঃ সকালে বাইরে খাস,,, দুপুরেও বাইরে খাস,,, এখন অন্তত আমার সাথে খা,,, কতদিন একসাথে খাই না,,,,
রুপকঃ আমি খেয়েই এসেছি,,,, প্রতিদিন এমন নেকামি করে আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে,,, নিজের খাবার নিজে খেয়ে নিন,,,(আর কিছু বলার সুযোগ না দিয়ে ওপরে চলে এলাম,,, জানি না কেন এই লোকটাকে আমার একদম সয্য হয় না,,,,। ছোটবেলা থেকে শুনে এসেছি আমার মা মারা যাওয়ার জন্য শুধু এই লোকটা দ্বায়ী,,,, কোনোদিন মাফ করবো না আপনাকে,,,, নিজের রুমে এসে বেডে বসে পড়লাম,,,, মাথা ধরেছে,,,)
রবিনঃ টয়া(সার্ভেন্ট),,,খাবার গুছিয়ে রাখ,,,
টয়াঃ স্যার আপনি খাবেন না,,,,??
রবিনঃ ইচ্ছে করছে না,,,
টয়াঃ কিন্তু এভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন,,,,
রুপকঃ টয়া,,,, এক কাপ কড়া করে কফি দিয়ে যাও,,,
রবিনঃ যা যা কফি চাচ্ছে,,, লেট হলে রেগে যাবে,,, কফি দিয়ে এসে সব গুছিয়ে রাখ,,, আর বাকি সবাই ঘুমিয়ে পড়েছে তুইও ঘুমিয়ে পড় গিয়ে,,,
টয়াঃ ঠিক আছে স্যার,,,,,
রবিনঃ(নিজের রুমে এসে রুপের ছবির সামনে দাড়ালাম,,,) আর কতো রুপ,,, দুনিয়ার সবার সামনে আমাকে আসামি করে চলে গেছো,,,নিজের ছেলের কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি,,,, আর যে পারছি না,,, হাঁপিয়ে গেছি,,,, চোখ থেকে টপটপ পানি গড়িয়ে পড়ছে,,,,
টয়াঃ আসবো স্যার,,,,,??
রুপকঃ এসো,,,,, টেবিলে রাখো কাপ,,,
টয়াঃ (কাপ টেবিলে রেখে,,) স্যার একটা কথা বলবো,,,??
রুপকঃ হুম,,,,
টয়াঃ বড় স্যার,,,,,,,,,
(রুপক রক্তলাল চোখ করে টয়ার দিকে তাকালে টয়া ভয়ে কেঁপে ওঠে)
রুপকঃ get out,,,,,
(টয়া এক মুহুর্ত না দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেলো,,,, রুপক কফির কাপ নিয়ে বেলকনিতে চলে গেলো,,,, ইজি চেয়ারে বসে কফির কাপে চুমুক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে,,,, অন্ধকার,,,, অন্ধকার আমার ভালো লাগে,,,,)
★সকালে★
তানভীরঃ সিনহা তোর হয়েছে,,,?? লেট হয়ে যাচ্ছে কিন্তু,,,,,
সিনহাঃ তুমি যাও না ভাইয়া,,, আমি পরে চলে আসবো,,,,
তানভীরঃ না,,, তুই আমার সাথেই যাবি,,,, তাড়াতাড়ি আয়,,,,
তমসাঃ মুখটা পেঁচীর মতো করে আছিস কেন,,,??
সিনহাঃ আপু একটু ম্যানেজ কর না,,, আমি ভাইয়ার সাথে যাবো না,,,,
তমসাঃ কেনো,,,,?? ভাইয়ার সাথে গেলেই তো ভালো,,, তোর পায়েও ব্যাথা আছে এখনো,,,
সিনহাঃ ভাইয়ার মতো রোবট হতে চাই না আমি,,, ভাইয়ার সাথে গেলে হাসা যাবে না,,,, কথা বলা যাবে না,,, আমি এভাবে থাকতে পারবো না,,, কথা না বললে মনে হয় দম বন্ধ হয়ে মরে যাবো,,,
তমসাঃ চুপ,,, বাজে কথা বলবি না,,,, আমি বলছি ভাইয়াকে,,,(রুম থেকে বের হয়ে) ভাইয়া,,,
তানভীরঃ হ্যাঁ বল,,, কিছু লাগবে,,,
তমসাঃ না,,, আসলে সিনহা বলছিলো ফ্রেন্ডদের সাথে যাবে,,, তুমি চলে যাও,,,
তানভীরঃ কিন্তু,,,,,,
সিনহাঃ আমি সাবধানে যাবো প্রমিস,,,,
তানভীরঃ ওকে,,,, তবে লেট যেনো না হয়,,,
সিনহাঃ ওকে
(তানভীর চলে যাওয়ার একটু পর সিনহাও বের হয়ে গেলো,,,, তমসাও চলে গেলো রেডি হতে,,, আজ দুই জায়গায় ইন্টারভিউ আছে,,,,)
রোদঃ বৃষ্টি,,,,,
বৃষ্টিঃ হ্যাঁ ভাইয়া,,, কিছু বলবি,,,
রোদঃ চল আজ আমি তোকে ড্রপ করে দিবো,,,
বৃষ্টিঃ করিম চাচা,,, দেখো তো আজ সূর্যটা কোন দিক থেকে উঠেছে,,,?? যাকে নেওয়ার জন্য পায়ে ধরা লাগে সে আজ নিজেই যেতে চাইছে,,,,
রোদঃ যা ভাগ,,,, যাবো না নিয়ে,,
বৃষ্টিঃ না,,, সরি সরি,, চল,,,,
রোদঃ না যাবো না,,,,
বৃষ্টিঃ আর বলবো না চল,,,,
রোদঃ (নাহ বেশি ভাব ধরে কাজ নেই,,, পরে আবার না করলে বিপদ,,, ঐ মরিচ ফুলকে খুঁজতে হবে,,) ওকে তুই আয় আমি বাইরে ওয়েট করছি,,,,
মেঘলাঃ সাবধানে যেও,,,,
রোদঃ হুম,,,,
(সবাই বের হয়ে গেলে মেঘলা সব গুছিয়ে ওপরে গেলো,,, আকাশ খাওয়া শেষ করে রেডি হতে এসেছে,,,,)
মেঘলাঃ হলো আপনার,,,??
আকাশঃ (মেঘলার হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলাম,,,, তারপর কপালে একটা কিস করলাম) হুম হয়ে গেছে,,, শুধু এটাই বাকি ছিলো,,,,
মেঘলাঃ আপনি এটা কোনোদিন ভুলেন না তাই না,,,??
আকাশঃ নাহ্
মেঘলাঃ চাঁদের সাথে কথা হয়েছে,,,??
আকাশঃ হুম হয়েছে,,,, ভালো আছে ওরা,,,
মেঘলাঃ আমার সাথেও কথা হয়েছে চাঁদের,,, কিন্তু ভাইকে ফোনে পাচ্ছি না,,,
আকাশঃ মাহিন বিজনেসের কাজে গেছে,,, শেষ হলে তারপর ফোনে পাবে,,, মাহিয়া মামুনি আসবে বেড়াতে,,,, সব রেডি রেখো,,,
মেঘলাঃ ঠিক আছে,,,, আপনি এবার আসুন,,, লেট হচ্ছে,,,,।
আকাশঃ(মেঘলাকে একবার জড়িয়ে ধরে বের হয়ে গেলাম)
বৃষ্টিঃ কী হলো,,, আমি তো নেমে পড়েছি তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেনো ভাইয়া,,,,??
রোদঃ তুই ভেতরে যা না,,, এখানে দাঁড়িয়ে আছিস কেনো,,,?(রাস্তার এদিক ওদিক তাকিয়ে)
বৃষ্টিঃ কাহিনীটা কী বলতো ভাইয়া,,,??(সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে)
রোদঃ ক,,কাহিনি আবার কী হবে,,,,??
বৃষ্টিঃ সেটা তো তুই বলবি,,,কার অপেক্ষা করছিস,,,??
রোদঃ আমি কার জন্য অপেক্ষা করবো,,, আজব কথা বলছিস,,, আমি এখানে কাউকে চিনি নাকি,,,??
বৃষ্টিঃ তাহলে এদিক ওদিক কী দেখছিস,,,??
রোদঃ ঐ,,,,
সিনহাঃ বৃষ্টি,,,,, তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস,,,,??
বৃষ্টিঃ ওহ্ তুই,,, এইতো ভাইয়ার সাথে কথা বলছিলাম,,,
রোদঃ (পেছনে তাকিয়ে চোখ আটকে গেলো,,, সাদা থ্রিপিস,,, মাথায় হিজাব,,, মুখে কোনো মেকাপের ছাপ নেই,,, একদম পবিত্র লাগছে,,,)
তমসাঃ (অনেক সময় হলো দাঁড়িয়ে আছি,,, একটা রিকশাও নেই,,,, এমনিতেই ইন্টারভিউ দিতে গেলে নানা কথা শুনতে হয়,,,লেট করলে কী ফেস করতে হবে আল্লাহ জানেন,,, বাড়িতে একটাই গাড়ি,,,, সেটা বাবা ইউজ করে,,, ভাইয়া নিজের জন্য বাইক কিনে নিয়েছে,,, মা,, সিনহা আর আমি রিকশা দিয়েই চলাফেরা করি,,, আজ একটু বেশি লেট হচ্ছে,,,, রিকশা তো দূর একটা মানুষও নেই এদিকে,,,, মনে হচ্ছে হরতাল চলছে,,,, আসলে বাসার সামনে থেকে রিকশা কমই পাওয়া যায়,,, এদিকে একটু শান্ত জায়গা,,, একটু হেটে গেলে মেইন রাস্তা,,, তাই হাঁটতে শুরু করলাম,,,)
রুপকঃ(মাঝে মাঝে এই জ্যামের জন্য ইচ্ছে করে সব ভেঙে গুড়িয়ে ফেলি,,, একটু পর মিটিং আর আমি জ্যামে বসে আছি,,, Dammit,,,, এটা মিস হলে অনেক বড় লস হয়ে যাবে,,,,,)
তমসাঃ(এতোক্ষণ রিকশায় পাচ্ছিলাম না আর এখন আবার জ্যাম,,,,আজ হয়েছে আমার ইন্টারভিউ,,,,,)
স্যার একটা ফুল নেন না,,,,,
রুপকঃ এমনই জ্যামের জন্য মাথা গরম হয়ে যাচ্ছে আর এই মেয়ে ফুল ফুল করে মাথা খাচ্ছে,,,
তমসাঃ(কতো ছোট একটা মেয়ে ফুল বিক্রি করছে,,, যেখানে তার হেঁসে খেলে স্কুলে যাওয়ার কথা সেখানে উপার্জনের চেষ্টা করছে,,, গায়ে ছেঁড়া একটা জামা,,, দেখে অনেক খারাপ লাগছে,,,, কিন্তু আমার যে এদের জন্য কিছু করার সামর্থ্য নেই)
চলবে,,,,

No comments

info.kroyhouse24@gmail.com